সবাই এখন নেটের মাধ্যমে রেজাল্ট চাওয়ার কারণে সার্ভার ডাউন হয়ে গেছে। তাই অনেকে হয়তো এখনো রেজাল্ট দেখতে পারেননি। যারা এখনো নেট প্রবলেমের কারণে অর্থাৎ ইন্টারনেটের সমস্যার কারণে HSC এর রেজাল্ট দেখতে পারেননি। তারা সহজেই SMS এর মাধ্যমে জেনে নিতে পারেন। যেকোনো সিমের মাধ্যমেই জানতে পারবেন। SMS এর মাধ্যমে রেজাল্ট জানতে, আপনার মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন – HSC/ALIM তারপরে স্পেস দিয়ে আপনার বোর্ডের প্রথম ৩ অক্ষর যেমন COM তারপর স্পেস দিয়ে রোল নাম্বার যেমন 1234567 তারপর স্পেস দিয়ে 2017 লিখে পাঠিয়ে দিন 16222 নাম্বারে। আর সাথে সাথে ফিরতি ম্যাসেজের মাধ্যমে আপনি আপনার রেজাল্ট পেয়ে যাবেন।

2 thoughts on "SMS এর মাধ্যমে HSC রেজাল্ট জেনে নিন! (যারা এখনো রেজাল্ট পাননি)"

  1. ruhul7574 Contributor says:
    prapto marks kon si te a pabo?
    1. AnDroid Author says:
      eboardresults.com/app/stud/

Leave a Reply