আসসালামু আলাইকুম।
বলতে বলতে সেই দিন এসেই গেলো,
১৭ জুলাই রোজ বুধবার এইসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা সোমবার দেশের গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, ঐ দিন সকাল ১০টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দেওয়া হবে। এবং পরবর্তীতে দুপুর ১/২টার দিকে অনলাইনে সকলের জন্য উন্মুক্ত করা হবে ফলাফল।
পরীক্ষার্থীরা ইন্টারনেটের মাধ্যমে ওয়েবসাইটে অথবা মোবাইলের মাধ্যমে এসএমএস করে তাদের রেজাল্ট দেখতে পাবে।

এসএমএস মাধ্যমে এইচএসসি ফলাফল দেখার নিয়ম

প্রথমে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে নতুন একটি এসএমএস কম্পোজ করুন

মোবাইলের মেসেজ অপশনে লিখুন HSC

এরপর একটি স্পেস দিয়ে লিখুন আপনার শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর। যেমনঃ DHA

তারপর আরও একটি স্পেস দিয়ে লিখুন আপনার এইচএসসি রোল নম্বরটি

আরেকটি স্পেস দিয়ে লিখুন 2019

সবশেষে মেসেজটি পাঠিয়ে দিন 16222 নম্বরে

উদাঃ HSC DHA 116877 2019



আরো পড়ুনঃ ১। ছেলে সন্তান পেটের কোন দিকে থাকে | ছেলে সন্তান পেটের কোন দিকে নড়ে?

২। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নামগুলো অর্থসহ | জান্নাতি মহিলা সাহাবীদের নামগুলো

আমার ওয়েবসাইটটি ভিজিট করার আমন্ত্রণ রইলো www.puretrick99.com

2 thoughts on "এইচএসসি পরীক্ষার ফলাফল ১৭ জুলাই প্রকাশিত হবে , বিস্তারিত দেখুন"

  1. MD RACHEL UDDIN Contributor says:
    Vai Kew boltece 22tarik…r apni bolen 17tarik…apni kothai theke janlen link den
  2. স্বপ্ন Author Post Creator says:
    এক ভাই কমেন্ট করেছে, কিন্তু কমেন্টটি পেন্ডিংয়ে রয়েছে ; সে জানতে চেয়েছে যে ভাই একজনে এর আগে পোস্ট করেছিলো সে বলেছে ২২তারিখ রেজাল্ট প্রকাশিত হবে, আবার আপনি বলেন ১৭ তারিখে রেজাল্ট প্রকাশিত হবে কোনটা সঠিক? আপনি কোথা থেকে জানলেন লিংক দেন?
    হ্যা ভাই আমি জিপি মোবাইল অপারেটর ওয়াওবক্স এ্যাপ থেকে জেনেছি, আপনিও চাইলে এ্যাপটি ওপেন করে দেখে আসতে পারেন।

Leave a Reply