#এডমিন_পোস্টঃ

আগামীকাল ১৭ জুলাই আমাদের এইচএসসি পরীক্ষার ফলাফল দিবে।
সবার জন্য রইলো শুভ কামনা। আমরা অনেকেই জানি যে নাম্বার সহ ফুল মার্ক শিট কিভাবে দেখা যায়। এই পোস্ট তাদের জন্যই। ওয়েব বেজড রেজাল্ট সিস্টেমের মাধ্যমে আমরা খুব সহজেই ব্যাক্তিগত, নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠান উপজেলা কিংবাববোর্ডের রেজাল্ট জানতে পারবো।
ব্যক্তিগত রেজাল্ট নাম্বার সহ দেখতে প্রয়োজন হবে এইচএসসি রোল নং এবং রেজিষ্ট্রেশন নং। নিচে ওয়েব বেজড রেজাল্ট সিস্টেমের লিংক দেয়া হলো :
লিঙ্কঃ
eboardresult

? নাম্বার ছাড়া মার্কসিটসহ রেজাল্ট দেখার জন্য শিক্ষামন্ত্রণালয়ের অফিসিয়াল সাইট হলো

educationboardresult

এছাড়া প্রতি বছরের মতো এবার মোবাইলে এসএমএসের মাধ্যমেও ফল জানতে পারবেন শিক্ষার্থীরা। মোবাইলে রেজাল্ট জানতে মেসেজ অপশনে গিয়ে প্রথমে পরীক্ষার নাম তারপর স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, তারপর স্পেস দিয়ে রোল নম্বর, তারপর স্পেস দিয়ে ২০১৯ লিখতে হবে। তারপর ম্যাসেজ পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি ম্যাসেজে রেজাল্ট জানিয়ে দেয়া হবে। উদাহরণ: ঢাকা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার রেজাল্ট HSC DHA 123456 2019

একইভাবে আলিমের শিক্ষার্থীরা ফল জানতে Alim লিখে স্পেস দিয়ে MAD স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৯ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাবেন। আর এইচএসসি ভোকেশনালের ফলাফল জানতে HSC লিখে স্পেস দিয়ে TEC লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৯ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে দিলেই ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেয়া হবে।
.
কোনো সমস্যা হলে কমেন্টে বলতে পারেন।

3 thoughts on "আগামীকাল এইচএসসির ফল প্রকাশ! যেভাবে দেখবেন ফলাফল"

  1. shamim7000 Subscriber says:
    77ti channel free 2g 3g 4g gp banglalink robi
    http://bit.do/Free-live-tv
    1. Akash paul Author says:
      need accaunt???
    2. shamim7000 Subscriber says:
      No

Leave a Reply