ফলাফল পুনঃনিরীক্ষণ করতে শিক্ষা বোর্ডে যাওয়ার কোন প্রয়োজন নেই। চাইলে ঘরে বসে মোবাইল থেকেই ফলাফল পুনঃনিরীক্ষণ এর জন্যে আবেদন করতে পারবেন। তার জন্যে যা যা লাগবে

১) টেলিটক সংযোগ সহ একটি মোবাইল ফোন। ( শুধুমাত্র টেলিটক আপারেটর থেকেই ফলাফল পুনঃমূল্যায়ন সম্ভব)

২) মোবাইলে পর্যাপ্ত পরিমাণ ব্যালান্স ( প্রতিটি বিষয়ের আবেদনের জন্যে মোবাইল থেকে আবেদন ফি বাবদ ১৫০ টাকা করে কেটে নেওয়া হবে। যে সকল বিষয়ের ২ টি পত্র রয়েছে যেমনঃ বাংলা ও ইংরেজি সে সকল বিষয়ের ক্ষেত্রে একটি বিষয় কোডের বিপরিতে ২ টি পত্রের আবেদন বলে গণ্য হবে তাই এ ক্ষেত্রে খরচ পরবে ৩০০ টাকা )

৩) আপনার সাথে যোগাযোগ এর একটি ব্যাক্তিগত নম্বর (বাংলাদেশের যে কোন অপারেটর এর নম্বর দিতে পারবেন)

আসুন এবার জেনে নেওয়া যাক আবেদনের পদ্ধতি

………

মোবাইলের Message Option এ যেয়ে
লিখবেন-

RSC স্পেস আপনার বোর্ড এর প্রথম ৩ অক্ষর স্পেস রোল নম্বর স্পেস বিষয় কোড

উদাহরণঃ RSC DHA 641322 101

এই মেসেজটি পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে।..

এরপর আপনাকে ফিরতে এস,এম,এসে কত টাকা কাটবে তা জানিয়ে দেওয়া হবে এবং আপনাকে একটি পিন নম্বর দেয়া হবে। আপনি যদি রাজি থাকেন তাহলে এর পরবর্তি মেসেজে গিয়ে লিখবেনঃ

RSC স্পেস YES স্পেস পিন নম্বর স্পেস আপনার সাথে যোগাযোগের একটি নম্বর (যে কোন অপারেটর এর)

উদাহরণঃ RSC YES 12345 017979XXXX

এই মেসেজটি পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে।

একটি সাব্জেক্টের জন্য ১৫০ টাকা এবং ২ টি সাব্জেক্টের জন্য ৩০০ টাকা করে কেটে নেওয়া হবে।

২ বা তার অধিক সাব্জেক্টের জন্য আবেদন

২ বা তার অধিক সাব্জেক্ট এর জন্য আবেদন করেন তাহলে একটি এস,এম,এসের মাধ্যমে করা সম্ভব। সেক্ষেত্রে আপনাকে প্রতিটা সাব্জেক্ট (,) কম ব্যবহার করেতে হবে…আলাদা করে মসেজে করতে হবে।

আবেদনের সময়সীমা

পরীক্ষার রেজাল্ট হওয়ার পরদিন থেকেই এক সপ্তাহব্যাপী এইচ এস সি বোর্ড চ্যালেঞ্জ / ফলাফল পুনঃনিরীক্ষণ এর জন্য আবেদন করতে পারবেন। আবেদন চলবে ১৮/০৭/২০১৯ থেকে ২৪/০৭/২০১৯ পর্যন্ত।

ফলাফল পুনঃনিরীক্ষণ রেজাল্ট প্রকাশ

ফলাফল পুনঃনিরীক্ষণ রেজাল্ট ফলাফল প্রকাশের ৩০ দিনের মধ্যে প্রতি শিক্ষা বোর্ডের নিজ নিজ ওয়েবসাইটে পিডিএফ আকারে প্রকাশ করা হয়ে থাকে। এছাড়া আবেদনকারী আবেদন করার সময় যে নম্বর দিয়েছিলেন সেই নম্বরে এস,এম,এস করে ফলাফল জানিয়ে দেয়া হবে।

4 thoughts on "যেভাবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ২০১৯ পুনঃনিরীক্ষণ করবেন"

  1. David vi Contributor says:
    Good post vi..
    1. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      thanks
  2. Rasel Mahmud Contributor says:
    150 taka ta kothay theke katbe…mobile balance theke naki…bkash ba onno kono way maddome payment korte hobe…please aktu bistarito janaben.
  3. noyon66 Contributor says:
    Aita kore kono lav hbe??? Ame 3sub a 118 138 158 kore dise…akhn jodi challenge kori tahole ki 1 kore dibe???jodi khata deke tahole sure number barbe…

Leave a Reply