প্রিয়

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীবন্ধুরা তোমাদের জন্য শুরু হচ্ছে দেশসেরা শিক্ষকদের নিয়ে “কানেক্ট লাইভ ক্লাস”

করোনাভাইরাস সৃষ্ট পরিস্থিতিতে শিক্ষকদের স্বতঃস্ফুর্ত উদ্যোগে এইচএসসি শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে ফেসবুকে লাইভ ক্লাস।

এখানে সংশ্লিষ্ট বিষয় ও টপিকে প্রশ্ন করে সরাসরি জেনে নেওয়া যাবে

এই লাইভ ক্লাস টি হবে এটুআই-এর কিশোর বাতায়ন ফেসবুক পেইজে।

শিক্ষকদের স্বতঃস্ফুর্ত উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের
বিশেষ ক্লাস আজ ১০ এপ্রিল থেকে শুরু হবে।

এটুআই-এর কিশোর বাতায়ন পেইজ

আছকের বিষয় হচ্ছেঃ ICT ও পদার্থবিজ্ঞান

বিষয়ঃ আইসিটি।

সময়ঃ বিকেল ৫ থেকে ৬ পর্যন্ত।
অধ্যায়ঃ ৩য়।
বিষয়বস্তুঃ ডিজিটাল ডিভাইস লজিক গেইট।
শিক্ষকঃ জনাব মাসুদ হাসান। (বিভাগীয় প্রধান, আইসিটি বিভাগ বিআইএসসি, বির্ঝর, ঢাকা)

বিষয়ঃ পদার্থবিজ্ঞান
সময়ঃ সন্ধ্যা ৭ থেকে ৮ পর্যন্ত।
অধ্যায়ঃ ৩য়
বিষয়বস্তুঃ প্রাস ও প্রাস সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান।
শিক্ষকঃ জনাব অনিসুর রহমান (প্রভাষক, পদার্থবিজ্ঞান, ভেড়ামারা কলেজ কুষ্টিয়া)

আমার একটা ছোট Facebook Group আছে যেখানে সবাই Add হবেন plz….

মাই রবি অ্যাপ এ প্রথম বার রেজিস্ট্রেশন করে রবি সিমে ফ্রি তে এমবি নিয়ে নিন।

নিজের ও পরিবারের সুস্থতা নিশ্চিত করতে জনসমাগম
এড়িয়ে চলুন; ঘরে থাকুন, নিরাপদে থাকুন!

ধন্যবাদ।

4 thoughts on "এবার একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা ফেসবুকে লাইভে ক্লাস করে ঘরে বসে।"

  1. muhammad shuvo Contributor says:
    ডিপ্লমা দের জন্য কোন কিছু নাই।
    1. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      এখনো ঘোষণা দেইনি।
    1. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      Dhonnobad

Leave a Reply