২০২০-২০২১ শিক্ষাবর্ষ এর একাদশ শ্রেনিতে ভর্তি নিশ্চায়নের জন্য রেজিষ্ট্রেশন ফি প্রদানের পদ্ধতি দেখে নিন।

২০২০-২১ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক স্তরে সরকারি-বেসরকারি কলেজে একাদশ শ্রেণীতে ভর্তির ১ম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল ২৫/০৮/২০২০ তারিখ রাত টায় প্রকাশ হয়েছে।

১ম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ২৬/০৮/২০২০ তারিখ সকাল ১০ টা থেকে ৩০/০৮/২০২০ তারিখ রাত ৮ টার মধ্যে রেজিস্ট্রেশন ফি ২০০ টাকা জমা দিয়ে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন করতে হবে। নিশ্চায়ন না করলে সিলেকশন ও আবেদন বাতিল বলে গণ্য হবে।

যারা ১ম পর্যায়ে যে কলেজে নির্বাচিত হয়েছে কিন্তু সে কলেজে ভর্তি হতে ইচ্ছুক না তা হলে তাড়া রেজিস্ট্রেশন ফি প্রদান করবেন না। তাড়া আবার ২য় পর্যায়ে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

রেজিস্ট্রেশন ফি জমা দিয়া যাবে ৪টি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে

  • বিকাশ
  • নগদ
  • রকেট
  • শিওরক্যাশ

এছাড়াও টেলিটক সিম ও সোনালী ব্যাংক এর মাধ্যমে ফি জমা দিয়া যাবে..!!

বিকাশ:

নগদ:

রকেট:

টেলিটক:

যে কোনো প্রয়োজনে Facebook কে আমি

নতুন বিকাশ একাউন্ট খুলে ফ্রি ৭৫ টাকা নিন বোনাস বা বিকাশ একাউন্ট আছে কিন্তু বিকাশ অ্যাপ এ ঢুকেননি তাড়াও ৭৫ টাকা বোনাস নিয়ে নিন

মাই রবি অ্যাপ এ প্রথম বার রেজিস্ট্রেশন করে রবি সিমে ফ্রি তে এমবি নিয়ে নিন এবং সাথে থাকছে প্রতি রেফারে ১জিবি করে ডাটা বোনান।

আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভূলবেন না

আমরা সবাই মিলে করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণ করি ও সাধারণ সতর্কতা অবলম্বন করি। নিয়মিত হাত ধুই (২০ সেকেন্ড ধরে), হাঁচি-কাশি দেওয়ার সময় মুখ ও নাক ঢেকে রাখি, এবং নিজের ও পরিবারের সুস্থতা নিশ্চিত করতে জনসমাগম এড়িয়ে চলুন; ঘরে থাকুন, নিরাপদে থাকুন

ধন্যবাদ

11 thoughts on "২০২০-২০২১ শিক্ষাবর্ষ এর একাদশ শ্রেনিতে ভর্তি নিশ্চায়নের জন্য রেজিষ্ট্রেশন ফি প্রদানের পদ্ধতি দেখে নিন।"

  1. Siyam Hossain Contributor says:
    এই ফি প্রদানের পর কী করতে হবে?
    1. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      এর পরে কলেজে গিয়ে ভর্তি হতে হবে
  2. MD RONY KHAN Subscriber says:
    ফালতু পেচাল পারছো ভাই। মেইন টপিকই বলো না। এই কলেজে আমি ভর্তি হতে চাই না। এখন কি করবো?
  3. sazu Contributor says:
    mobile diye apply kora jabe?
    1. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      হুম
  4. Bayezid Hossen Contributor says:
    এই ফি প্রদান করলেই হয়ে যাবে নাকি ফি প্রদানের পর ওয়েবসাইটে গিয়ে কোনো কাজ আছে?
    1. ShaRiar IMRAN Contributor says:
      এটা আমারো প্রশ্ন
    2. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      ??
    1. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      ?️?️

Leave a Reply