আসসালামু আলাইকুম ট্রিক বিডিতে সবাইকে স্বাগতম আমি অভি আছি আপনাদের সাথে।

সবাইকে জানাই রমজানুল মোবারক, রমজানের শুভেচ্ছা সবাইকে ?

অনেক কল্পনা জল্পনা শেষ করে অবশেষে এইচএসসি ২০২৩ শিক্ষাবর্ষের পরীক্ষা এর সময়সূচি প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড।

শিক্ষার্থীদের কথা বিবেচনা করে সিলেবাস কমপ্লিট করার জন্য এইচএসসি ২০২৩ পরীক্ষার তারিখ পিছিয়ে জুলাই মাস পরিবর্তন করে আগস্ট মাসের প্রথম থেকে পরীক্ষা শুরু হবে।

আজকে অফিসিয়ালি ঘোষণা এসেছে এটি জাতীয় শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার আজকে বলেছেন এবার এইচএসসি পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে।

শিক্ষাসূচি অনুযায়ী শিক্ষার্থীরা ১৫ মাস ক্লাস করার সুযোগ পেয়েছে। কিন্তু এই সময়ের মধ্যে অনেক কলেজেই সিলেবাস শেষ করা সম্ভব হয়নি। তাই পিছিয়ে দেওয়া হচ্ছে পরীক্ষা।

জানা যাচ্ছে ২১ মে থেকে জুন এর ১৫ তারিখ এর মধ্যে নির্বাচনী পরীক্ষা গুলো শেষ করে শিক্ষার্থীদের ফলাফল শিক্ষাবোর্ডে জমা দিতে বলা হয়েছে।

সব বিষয়ে পূর্ণ নম্বরে এবারের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সুতরাং শিক্ষার্থীরা এখনই তৈরি হয়ে নাও তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য।

সকলের জন্য শুভকামনা জানাই ট্রিক বিডি এর পক্ষ থেকে আশা করি সবাই ভাল ফলাফল উপহার দিতে পারবে তাদের পরিবারকে, সেই অনুযায়ী এখনই প্রস্তুতি নিতে থাকো।

ধন্যবাদ সবাইকে পুরো পোস্টটি পড়ার জন্য

3 thoughts on "Hsc হবে আগস্টে জেনে নিন বিস্তারিত!!"

  1. আতিক Author says:
    Apnar shate aktu kotha cilo viya. Facebook I’d ta diben
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      Gmail করতে পারেন: [email protected]
  2. Shu Yaib Contributor says:
    ট্রিকবিডি তে যদি ব্লক দেয়ার কোনো অপশন থাকত তাহলে এই বা*ঞ্চো*কে আগেই ব্লক দিতাম।
    এই এক *লের পোস্ট দেয় যেওগুলার কোনো মাথা-মুন্ডু নাই।
    @আতিক ভাই কথা বলেন এফবি আইডি নিয়ে….

Leave a Reply