হাদীস বাদে কোরআন কি একটি পূর্নাঙ্গ
কিতাব? বেশী প্যাচ দিয়ে পেচকি
লাগানোর দরকার নাই। কোরআন কি পূর্ণাঙ্গ
কিতাব, নাকি হাদীস ছাড়া কোরআন
পূর্ণাঙ্গতা পায় না। কোন টা ঠিক। কোরআন
একটি পূর্নাঙ্গ কিতাব সেই কথা আল্লাহ্
পাক কোরআনে অনেক জায়গায় উল্লেখ
করেছেন। যেমন সূরা নামল ২৭ আয়াত ৭৫ এ
বলেছেন
ﻭَﻣَﺎ ﻣِﻦْ ﻏَﺎﺋِﺒَﺔٍ ﻓِﻲ ﺍﻟﺴَّﻤَﺎﺀ ﻭَﺍﻟْﺄَﺭْﺽِ ﺇِﻟَّﺎ ﻓِﻲ ﻛِﺘَﺎﺏٍ ﻣُّﺒِﻴﻦٍ
অর্থঃ আকাশে ও পৃথিবীতে এমন কোন গোপন
ভেদ নেই, যা সুস্পষ্ট কিতাবে না আছে।
কিন্তু অনেক আলেম ওলামাকে বলতে শুনেছি
যে কোরআনে অনেক কিছু নাই তায় হাদীস
পড়তে হয়। এখন প্রশ্ন হচ্ছে হাদীস নিয়ে’ইকি
কোরআনের সফলতা? নাকি হাদীস বাদে’ই
কোরআন একটি পূর্ণাঙ্গ কিতাব? যদি
কোরআন স্ব- প্রমানে পূর্ণাঙ্গ হয়, তাহলে
হাদীস ছাড়া নামাজ কায়েম করবেন
কিভাবে? তাহলে কি কোরআন অনেক কারনে
হাদীসের কাছে দায়বদ্ধ? যা হাদীস বলে তা
কোরআন বলে না। এখন এক কথায় বলুন হাদীস
ছাড়া কোরআন কি পূর্ণাঙ্গ কিতাব?
আল্লাহ্ কোরআনে রাসুল (সাঃ) কে সুরা
কাহফ ১৮:২৭ আয়াতে বলেছেনঃ
ﻭَﺍﺗْﻞُ ﻣَﺎ ﺃُﻭﺣِﻲَ ﺇِﻟَﻴْﻚَ ﻣِﻦ ﻛِﺘَﺎﺏِ ﺭَﺑِّﻚَ ﻟَﺎ ﻣُﺒَﺪِّﻝَ ﻟِﻜَﻠِﻤَﺎﺗِﻪِ ﻭَﻟَﻦ
ﺗَﺠِﺪَ ﻣِﻦ ﺩُﻭﻧِﻪِ ﻣُﻠْﺘَﺤَﺪًﺍ
অর্থঃ আপনার প্রতি আপনার পালনকর্তার
যে, কিতাব প্রত্যাদিষ্ট করা হয়েছে, তা পাঠ

করুন। তাঁর বাক্য পরিবর্তন করার কেউ নাই।
তাঁকে ব্যতীত আপনি কখনই কোন আশ্রয় স্থল
পাবেন না।
এই আয়াতে বোঝা যাচ্ছে রাসুলের কোরআন
ছাড়া কোন পথ নাই, তাকেই আকড়ে ধরতে
বলেছে।
সূরা আশ-শুরা ৪২:৭ আয়াতঃ
ﻭَﻛَﺬَﻟِﻚَ ﺃَﻭْﺣَﻴْﻨَﺎ ﺇِﻟَﻴْﻚَ ﻗُﺮْﺁﻧًﺎ ﻋَﺮَﺑِﻴًّﺎ ﻟِّﺘُﻨﺬِﺭَ ﺃُﻡَّ ﺍﻟْﻘُﺮَﻯ ﻭَﻣَﻦْ
ﺣَﻮْﻟَﻬَﺎ ﻭَﺗُﻨﺬِﺭَ ﻳَﻮْﻡَ ﺍﻟْﺠَﻤْﻊِ ﻟَﺎ ﺭَﻳْﺐَ ﻓِﻴﻪِ ﻓَﺮِﻳﻖٌ ﻓِﻲ ﺍﻟْﺠَﻨَّﺔِ
ﻭَﻓَﺮِﻳﻖٌ ﻓِﻲ ﺍﻟﺴَّﻌِﻴﺮِ
অর্থঃ এমনি ভাবে আমি আপনার প্রতি
আরবী ভাষায় কোরআন নাযিল করেছি,
যাতে আপনি মক্কা ও তার আশ-পাশের
লোকদের সতর্ক করেন এবং সতর্ক করেন
সমাবেশের দিন সম্পর্কে, যাতে কোন
সন্দেহ নেই। একদল জান্নাতে এবং একদল
জাহান্নামে প্রবেশ করবে।
সূরা জাসিয়া ৪৫:৬ আয়াতঃ
ﺗِﻠْﻚَ ﺁﻳَﺎﺕُ ﺍﻟﻠَّﻪِ ﻧَﺘْﻠُﻮﻫَﺎ ﻋَﻠَﻴْﻚَ ﺑِﺎﻟْﺤَﻖِّ ﻓَﺒِﺄَﻱِّ ﺣَﺪِﻳﺚٍ ﺑَﻌْﺪَ ﺍﻟﻠَّﻪِ
ﻭَﺁﻳَﺎﺗِﻪِ ﻳُﺆْﻣِﻨُﻮﻥَ
অর্থঃ এগুলো আল্লাহর আয়াত, যা আমি
আপনার কাছে আবৃত্তি করি যথাযথরূপে।
অতএব, আল্লাহ ও তাঁর আয়াতের পর তারা
কোন কথায় বিশ্বাস স্থাপন করবে।
সূরা জাসিয়া ৪৫:১১ আয়াতঃ
ﻫَﺬَﺍ ﻫُﺪًﻯ ﻭَﺍﻟَّﺬِﻳﻦَ ﻛَﻔَﺮُﻭﺍ ﺑِﺂﻳَﺎﺕِ ﺭَﺑِّﻬِﻢْ ﻟَﻬُﻢْ ﻋَﺬَﺍﺏٌ ﻣَّﻦ ﺭِّﺟْﺰٍ
ﺃَﻟِﻴﻢٌ
অর্থঃ (কোরআন) এটা সৎপথ প্রদর্শন, আর
যারা তাদের পালনকর্তার আয়াতসমূহ
অস্বীকার করে, তাদের জন্যে রয়েছে
কঠোর যন্ত্রণাদায়ক শাস্তি।
সূরা জাসিয়া ৪৫:১৮ আয়াতঃ
ﺛُﻢَّ ﺟَﻌَﻠْﻨَﺎﻙَ ﻋَﻠَﻰ ﺷَﺮِﻳﻌَﺔٍ ﻣِّﻦَ ﺍﻟْﺄَﻣْﺮِ ﻓَﺎﺗَّﺒِﻌْﻬَﺎ ﻭَﻟَﺎ ﺗَﺘَّﺒِﻊْ ﺃَﻫْﻮَﺍﺀ
ﺍﻟَّﺬِﻳﻦَ ﻟَﺎ ﻳَﻌْﻠَﻤُﻮﻥَ
অর্থঃ এরপর আমি আপনাকে রেখেছি ধর্মের
এক বিশেষ শরীয়তের উপর। অতএব, আপনি
(কোরআন) এর অনুসরণ করুন এবং অজ্ঞানদের
খেয়াল-খুশীর অনুসরণ করবেন না।
উপরের এই জাসিয়া সূরায় আল্লাহ্
অজ্ঞানদের খেয়াল-খুশীর অনুসরণ করতে
মানা করলেন। এই অজ্ঞান বলতে আল্লাহ্
কাদের মিন করছে?
সূরা বাকারা ২:৭৯ আয়াতঃ
ﻓَﻮَﻳْﻞٌ ﻟِّﻠَّﺬِﻳﻦَ ﻳَﻜْﺘُﺒُﻮﻥَ ﺍﻟْﻜِﺘَﺎﺏَ ﺑِﺄَﻳْﺪِﻳﻬِﻢْ ﺛُﻢَّ ﻳَﻘُﻮﻟُﻮﻥَ ﻫَـﺬَﺍ ﻣِﻦْ
ﻋِﻨﺪِ ﺍﻟﻠّﻪِ ﻟِﻴَﺸْﺘَﺮُﻭﺍْ ﺑِﻪِ ﺛَﻤَﻨﺎً ﻗَﻠِﻴﻼً ﻓَﻮَﻳْﻞٌ ﻟَّﻬُﻢ ﻣِّﻤَّﺎ ﻛَﺘَﺒَﺖْ
ﺃَﻳْﺪِﻳﻬِﻢْ ﻭَﻭَﻳْﻞٌ ﻟَّﻬُﻢْ ﻣِّﻤَّﺎ ﻳَﻜْﺴِﺒُﻮﻥَ
অর্থঃ অতএব তাদের জন্যে আফসোস! যারা
নিজ হাতে গ্রন্থ লেখে এবং বলে, এটা
আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ-যাতে এর
বিনিময়ে সামান্য অর্থ গ্রহণ করতে পারে।
অতএব তাদের প্রতি আক্ষেপ, তাদের হাতের
লেখার জন্য এবং তাদের প্রতি আক্ষেপ,
তাদের উপার্জনের জন্যে।
এই খানে আল্লাহ্ হাতের লিখা বলতে কোন
কিতাবের কথা বলছে।

2 thoughts on "হাদীস ছাড়া কোরআন কি একটি পূর্নাঙ্গ কিতাব?"

  1. swapon26 Contributor says:
    ★★★অফার★অফার★অফার★
    BTS এজেন্ট নিন, ফেইসবুক থেকে
    টাকা
    ইনকাম করুন ।
    BTS এজেন্ট মাত্র 100টাকা,
    আপনার
    এজেন্ট একাউন্টে থেকে অন্য
    কে যত
    খুসি তত
    এজেন্ট বানাতে পারবেন আর
    bts
    নাম্বার 0096xxxxxxxxx এরকম
    বানাতে
    পারবেন
    এই অফার সীমিত সময়ের জন্য ।
    Hotline: 01784132599
    &&&&&&****&&&&&&****&&&&&&
  2. Abdullah AL Reaz Contributor says:
    Hmm vai apni Amr moto islam ar Hidden sob gupon kotha janan,,,,,, Ani akjon Sothik Muslim… Thanks,,, Kintu aisob gupon kotha ar kawke bolte hobe na,, tahole apni jamalate porben…

Leave a Reply