পৃথিবীতে বেঁচে থাকতেই জান্নাতের সুসংবাদ
পেয়েছিলেন যে দশজন সাহাবী তাঁদেরকে
একত্রে ‘আশারায়ে
মুবাশশারা’ (সুসংবাদপ্রাপ্ত দশ জন) বলা হয়।
তাঁদের নাম যথাক্রমে-
(১) হযরত আবু বকর সিদ্দীক (রাঃ)
(২) হযরত উমর ফারুক (রাঃ)
(৩) হযরত উসমান ইবনে আফফান (রাঃ)
(৪) হযরত আলী ইবনে আবি তালিব (রাঃ)
(৫) হযরত তালহা ইবনে উবায়দুল্লাহ (রাঃ )
(৬) হযরত যুবাইর ইবনুল আওয়াম (রাঃ)
(৭) হযরত আবদুর রহমান ইবনে আউফ (রাঃ)
(৮) হযরত সা’দ ইবনে আবি ওয়াক্কাস (রাঃ)
(৯) হযরত সাঈদ ইবনে যায়িদ (রাঃ)
(১০) হযরত আবু উবাইদা ইবনে জাররাহ (রাঃ)

4 thoughts on "আসুন জেনে নেই যে কত জন সাহাবি পৃথিবীতে থাকতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন এবং তারা কে কে?"

  1. Avatar photo JIHAD KHAN Author Post Creator says:
    ধন্যবাদ সবাইকে

Leave a Reply