দুনিয়ার সংক্ষিপ্ত জীবন শেষে শুরু হবে
আখিরাতের অনন্তকালের জীবন। অন্ধকার
কবরে অনন্তকালের এ জীবনের পর
প্রত্যেক বান্দাকে হাসরের মাঠে মহান আল্লাহ
পাকের মুখোমুখি দাঁড়াতে হবে। এ সময় প্রতিটি
মানুষকে ৫টি প্রশ্ন করা হবে। আর মুসলিম
হসেবে আমাদের সবাইকে এই ৫টি প্রশ্ন কি এবং
এই ৫টি প্রশ্নর উত্তার দেওয়ার প্রস্তুতি নেওয়া
দরকার।

আসুন দেখে নেই এ প্রসঙ্গে মহানবী হযরত
মুহাম্মদ (সা.) কি বলেছেন, ‘কিয়ামতের দিন
(হাশরের ময়দানে) বান্দা তার স্থানেই দাঁড়িয়ে
থাকবে, যে পর্যন্ত না তাকে জিজ্ঞাসা করা হবে,

১। তোমার জীবনকাল কিরূপে অতিবাহিত
করেছো?
২। তোমার জ্ঞান কি কাজে লাগিয়েছো?
৩। তোমার সম্পদ কোথা হতে অর্জন
করেছো?
৪। অর্জিত সম্পদ কিসের মাধ্যমে খরচ
করেছো?
৫। তোমার শরীর কিভাবে পুরানো করেছো?
(ইমাম তিরমিযী এ হাদিস নং ২৪১৭)

লেখাটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। এতে পরবর্তীতে লিখতে উৎসাহ পাবো।

ধর্ম সম্পর্কে অজানা বিষয় জানতে আমার সাইটে আসুন ~ BDprozukti.com

6 thoughts on "যে ৫টি প্রশ্ন করা হবে হাসরের ময়দানে উত্তর দিতে পারলে বিনাহিসাবে জান্নাত?"

  1. Rashed Khan Contributor says:
    আপনি সবসময় উল্টাপাল্টা থাম্বনাইল দেন।। পোস্ট রিলেটেড থাম্বনাইল দেন না কেন? এতে পোস্টের এবং ট্রিকবিডির সৌন্দর্য কমে যায়।
  2. Hridoy ahmed Contributor Post Creator says:
    দুঃখিত। পরবর্তি পোষ্ট থেকে দিব। তবে আমার মনে হয়, আমি কখনো উল্টাপাল্টা থাম্বনাইল
    দেই নি।। যকটা দিছি,পোস্ট রিলেটেড থাম্বনাইল
    দিছি।
  3. Rashed Khan Contributor says:
    আপনার পোস্টের সাথে থাম্বনাইল এর মিল নাই । আপনি পোস্ট করেছেন- যে ৫টি প্রশ্ন করা হবে হাসরের ময়দানে উত্তর দিতে পারলে বিনাহিসাবে জান্নাত। আর থাম্বনাইল দেছেন ট্রিকবিডি লগো
    1. Hridoy ahmed Contributor Post Creator says:
      ভাই হাসাইয়েন নায়, যদি আপনার কাছে হাশরের ময়দানের ছবি থাকলে আমাকে দেন। আমি থাম্বনেইল ঠিক করছি ।
    2. Rashed Khan Contributor says:
      আপনি ইসলামিক কোন থাম্বনাইল দিতে পারতেন
    3. Hridoy ahmed Contributor Post Creator says:
      ভাই আপনার সাথে কথা কবার সময় আমার নাই। don’t mind

Leave a Reply