ঢাকা : আজ (শনিবার) দেশের কোথায়ও চাঁদ দেখা যায়নি। তাই আগামী ২২ মে (রোববার) দিবাগত রাত পবিত্র শবে বরাত পালিত হবে।
শনিবার মাগরিবের নামাজ শেষে ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ও চাঁদ দেখা কমিটির সভাপতি মো. আমজাদ আলী এ তথ্য নিশ্চিত করেন। এর আগে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
আমজাদ আলী জানান, আজ ২৯ রজব। কিন্তু আজ দেশের কোথায়ও চাঁদ দেখা যায়নি। তাই আগামীকাল ৮ মে ৩০ রজব পূর্ণ হবে। এ হিসাবে ৯ মে পহেলা শাবান মাস।
শাবান মাসের ১৫ তারিখ মোসলমানরা শবে বরাত বা লাইতুল বরাত উদযাপন করেন। বিশ্বাস করা হয়, এই তারিখে আল্লাহ দুনিয়াবাসীর ভাগ্য লিপিবদ্ধ করেন। একারণে একে ‘ভাগ্যরজনী’ও বলা হয়।
নিত্য নতুন টিপস পেতে নিয়মিত TuneBD24.Com ভিজিট করবেন

4 thoughts on "২২ মে দিবাগত রাত শবে বরাত"

  1. arafath Contributor says:
    তাই,,
  2. sujon mia Subscriber says:
    good post
    1. msshohug Author says:
      hi, sojon miya amar post dekhon fb id link ase, please contract me
    2. Arif Sarkar Contributor says:
      sujon vai.plz your Namber

Leave a Reply