৯৩৫। হাদীস : আবূ হোরায়রা
(রাঃ) বলেন, রাসুল (সঃ) ইশরাদ
করেছেন, (গুনাহ হতে বাঁচার জন্য)
রোযা ঢাল স্বরূপ। সুতরাং
রোযাদার অশ্লীল কথা বলবে
না বা জাহেলী আচরণ করবে
না। কেউ তার সাথে ঝগড়া
করতে উদ্যত হলে অথবা গালমন্দ
করলে সে তাকে দুই বার বলবে,
তিনি আরো বলেন, যার হাতে
আমার জীবন সেই সত্তার শপথ!
রোযাদারের মুখের দুর্গন্ধ মহান
আল্লাহর নিকট কস্তুরীর সুগন্ধ
হতেও অতি উৎকৃষ্ট। আল্লাহ বলেন,
রোযাদার খাদ্য ,পানীয়,ও
কামভাব পরিত্যাগ করে আমার
উদ্দেশেই রোযা রাখে। সুতরাং
আমি তাকে বিশেষভাবে
রোযার পুরস্কার দান করবো। আর
নেক কাজের পুরস্কার দশ গুণ পর্যন্ত
দেয়া হবে। (ছহীহ বোখারী,প্রথম