১.ফজরের নামাজ মোট চার রাকাত। প্রথমে দুই রাকাত সুন্নতে মুয়াক্কাদা এবং অতঃপর দুই রাকাত ফরজ।
২.যোহরের নামাজ মোট দশ রাকাত। প্রথমে চার রাকাত সুন্নত, তার পর চার রাকাত ফরজ এবং সবশেষে দুই রাকাত সুন্নত।
৩.অাসরের নামাজ মোট অাট রাকাত। প্রথমে চার রাকাত সুন্নতে জা’য়েদা (অনাবশ্যক) এবং অতঃপর চার রাকাত ফরজ।
৪.মাগরিবের নামাজ মোট পাঁচ রাকাত। প্রথমে তিন রাকাত ফরজ অতঃপর দুই রাকাত সুন্নত।
৫.এশার নামাজ মোট দশ রাকাত। প্রথমে চার রাকাত সুন্নত জা’য়েদা (অনাবশ্যক), চার রাকাত ফরজ এবং সবশেষে দুই রাকাত সুন্নত। এছাড়াও তিন রাকাত বিতরের ওয়াজিব নামাজ এশার দুই রাকাত সুন্নত নামাজের পরেই অাদায় করে নেওয়া যাই।
অাল্লাহ্ অামাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ অাদায় করার তৌফিক দান করুক ও অামরাও নামাজ অাদায় করবো অাল্লাহ্ অামাদের সবাইকে কবুল করুক (অামিন)
5 thoughts on "জেনে নিই কোন ওয়াক্তের নামাজ কয় রাকাত।"