কিয়ামত এর আলামত

কিয়ামত কখন বা কোন সময়ে ঘটবে, সে বিষয়ের জ্ঞান একমাত্র মহান আল্লাহর কাছেই
রয়েছে। আর তাই তিনি (আল্লাহ্) পবিত্র কুরআনে বলেছেনঃ
তারা আপনাকে জিজ্ঞেস করে কেয়ামত কখন অনুষ্ঠিত হবে? আপনি বলে দিন এর খবর তো আমার
পালনকর্তার কাছেই রয়েছে। তিনিই তো অনাবৃত করে দেখাবেন নির্ধারিত সময়ে। (সূরা আরাফঃ ১৮৭)
তবে,
কিয়ামত অবশ্যই সংঘটিত হবে এ
বিশ্বাস প্রত্যেক মুসলিমেকেই রাখতে হবে। যদিও মহান আল্লাহ্ কিয়ামতের নির্দিষ্ট সময় মানুষকে
বলে
দেননি, কিন্তু পবিত্র কুরআন ও হাদীসে এর
বিভিন্ন নিদর্শন বা চিহ্ন বলে দেয়া হয়েছে। এই নিদর্শনগুলো দুই ভাগে বিভক্ত।
১। আলামতে সুগরা বা ছোট আলামত।
২। আলামতে কুবরা বা বড় আলামত।
আপনাদের জ্ঞাতার্থে কিয়ামতের ছোট ও বড় আলামত নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হল।
আলামতে সুগরা বা ছোট আলামতঃ
কেয়াতের ছোট ছোট আলামতগুলোর অন্যতম হলো-
১। এমন কিছু ঘটনা ঘটবে যা পূর্বে কখনো ঘটেনি এবং ঘটার কোন ধারণাই ছিল না।
২। অমুসলিমদের হাতে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ আহরিত হবে।
৩। মানুষ তার বাসস্থানকে শিল্প কারুকার্জ দিয়ে সুশোভিত করাকে গুরুত্ব দিবে।
৪। জমিনের অংশসমূহ নিকটবর্তী হয়ে যাবে।
৫। শিক্ষায় বিপ্লব ঘটে যাবে কিন্তু দ্বীনি শিক্ষা সম্পর্কে অজ্ঞ থেকে যাবে।
৬। মহিলারা অশ্লীলতায় ডুবে যাবে। মহিলাদের সৌন্দর্য চর্চা কেন্দ্রের ব্যাপক
বিস্তার ঘটবে।
৭। মহিলারা পুরুষের আকৃতি ধারণ করবে আর পুরুষ মহিলার আকৃতি ধারণ করবে।
৮। কিছু মুসলমান মদ পান করবে অন্য নামে।
৯। মানুষের মধ্যে সুদের ব্যাপক বিস্তার হয়ে যাবে।
১০। অভিনন্দন ও অভিবাদন মানুষের কাছে অভিশাপ হয়ে যাবে।
১১। জমিনের বিভিন্ন অংশে ভূমিকম্প বৃদ্ধি পাবে।
১২। হঠাত্ মৃতের সংখ্যা বেড়ে যাবে আর হত্যা বৃদ্ধি পাবে।
১৩। মানুষ কথায় সুন্দর হবে, আর কাজে অসুন্দর হবে।

১৪। কন্যা সন্তানরা তার মাকে শাসন করবে এবং মায়ের অনুকরণীয় হবে।
১৫। বেপর্দা ব্যক্তিরাই সমাজের নেতৃত্ব দিবে।
১৬। সমাজের নিকৃষ্ট এবং রাখাল
শ্রেণীর লোকেরা
সুউচ্চ প্রাসাদ নির্মাণ করবে।
১৭। জগতের লোকেরা সুউচ্চ টাওয়ার নির্মাণে একে অপরে প্রতিযোগিতা করবে।
১৮। মানুষ তার সন্তানের চাইতে কুকুর লালন পালনকে বেশি প্রাধান্য দিবে।
১৯। নারীরা চুলের খোপা মাথার ওপরে এমনভাবে বাঁধবে যেন উটের পিঠের উঁচু জায়গার মতো
দেখাবে।
২০। দুনিয়ার যোগাযোগ ব্যবস্থা অতিদ্রুত ও সহজ হয়ে যাবে।
২১। সময় তাড়াতাড়ি ফুরিয়ে যাবে।
২২। দাসী ও সমাজের নিকৃষ্ট মেয়েরা যে সন্তান জন্ম দেবে সে সমাজের অন্যতম নেতা হবে।
২৩। অবৈধ জারজ সন্তানের সংখ্যা বৃদ্ধি পাবে ।
২৪। সমাজে সম্মানিত কুলীন ভদ্রলোকগুলো কোণঠাসা হয়ে যাবে আর নিকৃষ্ট অসম্মানী
লোকগুলো বেপরোয়া সাহসী হবে।
২৫। বড়কে সম্মান করবে না। ছোটকে স্নেহ করবে না।
২৬। সমাজে নেতা নেতৃত্ব বেড়ে যাবে বিশ্বস্ততা কমে যাবে।
২৭। উলঙ্গ আর বেহায়াপনার প্রতিযোগিতায় নারীরা ব্যাপকভাবে সম্পৃক্ত হবে।
২৮। জেনা ব্যাভিচার আর মদপান বেড়ে যাবে।
২৯। প্রকৃত আত্মীয়দের ছেড়ে বন্ধু-বান্ধবদের আতিথেয়তা বেড়ে যাবে।
৩০। সমাজে ফাসাদ দুর্নীতি ব্যাপক আকার ধারণ করবে।
৩১। অযোগ্য ও অসৎ ব্যক্তিরা সমাজ ও রাষ্ট্রের নেতা নির্বাচিত হবে।
৩২। মসজিদগুলো চাকচিক্য ও জাঁকজমকপূর্ণ হবে। লোকেরা পরস্পর মসজিদ নিয়ে গর্ব
করবে।
৩৩। ঘন ঘন বাজার/মার্কেট নির্মিত হবে।
৩৪। সহজ সরল ব্যক্তিরা অবহেলার পাত্র হবে আর প্রতারকদের চালাক চতুর বলে
প্রশংসা করা হবে।
৩৫। দুনিয়ার সম্মান ও সম্পদ অর্জনের জন্য ইসলামী জ্ঞান (ইলম) শিক্ষা ও প্রচার করা
হবে।
৩৬। ইহুদী,
খৃস্টানদের মত মুসলিমদেরও লক্ষ্য, উদ্দেশ্য হবে দুনিয়ার সম্পদ, সম্মান আর ক্ষমতা অর্জন।
প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, একটু ভাবে দেখুনতো উপরে বর্ণিত কিয়ামতের আলামতগুলো
বর্তমানে দেখা যাচ্ছে কিনা।
+++++++++++++++++++++++++++++++++++++++++++
আলামতে কুবরা বা বড় আলামতঃ
কিয়ামতের ছোট আলামতগুলো প্রকাশিত হয় গেলে হঠাত করেই কিয়ামতের বড় আলামতগুলো
প্রকাশিত হতে শুরু করবে। রাসূল (সাঃ) বলেন, মালা ছিড়ে গেলে এর পুতিগুলো যেমন দ্রুত খসে
পড়ে ঠিক সেভাবেই কিয়ামতের (বড়) আলামতগুলো একের পর এক প্রকাশিত হতে থাকবে।
(তিরমিযী)
কিয়ামতের বড় আলামতগুলো হচ্ছেঃ
১। দুখান (ধোঁয়া)। রক্তিম ধোঁয়া, যা পৃথিবীকে
ঢেকে ফেলবে এবং যার প্রভাবে
মুমিনদের সামান্য সর্দি-কাশির মত অবস্থা হবে আর কাফেরদের জন্য যা হবে ভয়াবহ
আযাব।
২। দাজ্জালের আত্মপ্রকাশ।
৩। হযরত ঈসা (আঃ) এর অবতরন।
৪। ইয়াজূজ-মাজূজ।
৫। পশ্চিম দিক থেকে সূর্যোদয়।
৬। দাব্বাতুল র্আদ (প্রাণীবিশেষ যা মাটি ভেদ করে বের হবে)।
৭। তিনটি ভূধ্বস,
একটি পূর্ব প্রান্তে, একটি পশ্চিম প্রান্তে আরেকটি
জাযীরাতুল আরবে।
৮। আর শেষটি হচ্ছে,
ইয়ামান থেকে একটি আগুন বের হবে
যা মানুষকে হাশরের ময়দানের দিকে
তাড়িয়ে নিয়ে যাবে। (মুসলিম)

40 thoughts on "কিয়ামত এর আলামত।"

  1. Sami Contributor says:
    এই রকম পোস্ট দরকার।।

    খুব সুন্দর হইসে ভাই

  2. AnisBD Author Post Creator says:
    ধন্যবাদ Sami ভাই।
  3. Asif Mahmood Contributor says:
    ভালো লাগলো 🙂 আরো ইসলামিক পোস্ট করো 😀
    1. AnisBD Author Post Creator says:
      ভাই আমি চেষ্টা করব এরকম আরো পোষ্ট করতে
  4. jahid21 Contributor says:
    verry nice.erokom aro post cai.
    1. AnisBD Author Post Creator says:
      ভাই আমি চেষ্টা করব এরকম আরো পোষ্ট করতে
  5. jahid21 Contributor says:
    hmm.tnx.
    1. AnisBD Author Post Creator says:
      wc
  6. sohel ahmed Contributor says:
    ভালো পোস্ট
    1. AnisBD Author Post Creator says:
      tnx vai
  7. NZS BOY Contributor says:
    COOL…সব ঠিক। শুধু ১৮ নং এ মানুষ এর জায়গায় শুধু নারী হবে।GOOOD POOST….RAMDAN মাসে এই রকম POST ই দরকার
    1. AnisBD Author Post Creator says:
      ধন্যবাদ, আমি আরো এমন পোষ্ট করার চেষ্টা করব
    2. NZS BOY Contributor says:
      Post ta korar jonno THANK YOU
    3. AnisBD Author Post Creator says:
      wc
    4. NZS BOY Contributor says:
      আপনাকে ও ধন্যবাদ।
  8. RoxMan Contributor says:
    আনিচ ভাই আপনি এই রকম পোস্ট করুন।
    ইমান্দারী ভাইয়েরা আপনার পাশে আছে।
    1. AnisBD Author Post Creator says:
      অবশ্যই আপনাদের কথা আমি রাখব
  9. Masud_025 Contributor says:
    খুব ভালো টিউন, অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটা টিউন করার জন্য.. ! এ রকম আরো পোস্ট চাই 🙂

    Ratings: ★★★★★

    1. AnisBD Author Post Creator says:
      ধন্যবাদ ভাই, আমি চেষ্টা করব এরকম আরো পোষ্ট করতে
    2. Masud_025 Contributor says:
      আপনাকেও 🙂
  10. Mehedi hasan tusher Contributor says:
    nice post.thanks
    1. AnisBD Author Post Creator says:
      wc
  11. Kazi Abdul Wakil Contributor says:
    খুব সুন্দর পোস্ট
    1. AnisBD Author Post Creator says:
      wc
    1. AnisBD Author Post Creator says:
      wc
  12. DARKnesss Contributor says:
    সুন্দর হইচে,,,সবাই এটা বুজবেনা।
    1. AnisBD Author Post Creator says:
      ধন্যবাদ
  13. Mostahed Contributor says:
    এত সুন্দর পোষ্ট করার জন্য অনেক ধন্যবাদ ।
    এইরকম আরও পোষ্ট চাই
  14. shams Contributor says:
    অনেক কিছু জানতে পারলাম
    সুন্দর পোস্ট
  15. Sami Contributor says:
    jony mone hoi PABNA MENTAL HOSPITAL E admit hoise …….na hole Islamic post e gali dito
  16. Jahidhj Contributor says:
    Excellent or great post bro.,
    1. AnisBD Author Post Creator says:
      tnx
  17. Md Hridoy Contributor says:
    খুব ভালো টিউন, অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর
    একটা টিউন করার জন্য.. ! এ রকম আরো পোস্ট
    চাই
    1. AnisBD Author Post Creator says:
      tnx
  18. Anind0 Contributor says:
    anis vi to darun post koren.thnx
    1. AnisBD Author Post Creator says:
      welcome vai
  19. Evo Author says:
    রানা ভাই আমকে টিউনার করেন আমি যে পোস্ট গুলা করছি সেগুলা রিভিউ করেন দয়া করে।
    আমার ইউজার আইডি ( User ID: 56796)
  20. Zaynmalik23 Contributor says:
    নাইস

Leave a Reply