ক্ষতিকর কাজের সিদ্ধান্ত নেয়া সহজ তা চালিয়ে যাওয়াও সহজ।
যেমন কেউ বললো – “আমি আজ থেকে খারাপ কাজ করবো, নেশা করবো, জুয়া খেলবো, মেয়েদের সাথে মিশবো, শেষ হয়ে যাবো, অন্যায় করবো” ইত্যাদি। সে সাথে সাথেই এর পথ চলা শুরু করতে পারে, এবং মৃত্যু পর্যন্ত চালিয়ে যেতে পারে কোন বাধা ছাড়াই।
অপর দিকে, কেউ বললো “আমি আজ থেকে ভালো হয়ে যাবো”. সে অই সময় ভালো হয়েছে কিন্তু পরে ভালো থাকবে? খুবই কস্টের কাজ। নামাজ, রোজা, ভালো আচরণ, দান সাদকা, ভালো কথা। সহজ নয়।
যে কেউই ইচ্ছা করলে খারাপ সাজতে পারে খারাপ হতে পারে, সবাই ইচ্ছা করলেই ভালো হয়ে যেতে পারে কিন্তু কিছু মানুষ ও দুস্ট জিনেরা তাকে ভালো থাকতে দিতে চায়না।
তাতে সমস্যা কি?
আল্লাহ বলেন “নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমার পালনকর্তা, আর এই কথার উপর অটল থাকে, তাদের উপর ফেরেশতা অবতীর্ণ হয়, তাদের কোন ভয় নেই, কোন দুশ্চিন্তাও নেই, তাদের জান্নাতের সুসংবাদ দিন- যার ওয়াদা দেয়া হয়েছিল”
তাই আসুন আমরা সিদ্ধান্ত নিই, অন্যকে দেখে নয়, নিজের পথ নিজে আবিষ্কার করি।