❖❖ রাস্তায় চলার আদব বা সুন্নত নিয়ম ❖❖
(১) রাস্তার ডান দিকে দিয়ে চলা,বামে চলে
শয়তান।
(২) ছালাম কালামের সহিত রাস্তায় চলা, সবার
আগে আমিই অন্যকে সালাম দিব।
(৩) রাস্তায় কোন কষ্টদায়ক বস্তু পড়লে উহা ফেলে
দেয়া বা পিছনের সাথীকে স্বরন করে দেয়া।
(৪) জিকিরে ফিকিরে রাস্তায় চলা।

(৫) দ্বীনের দাওয়াতের নিয়তে রাস্তায় চলা, যার
সহিত সাক্ষাত হবে তাকেই দ্বীনের দাওয়াত দেব।
(৬) নীচের দিকে তাকিয়ে রাস্তায় চলা। ডানে,
বামে বা ‍উপরে না তাকানো। কারন এই তিন দিক
থেকেই শয়তান ধোকা দিতে পারে। কিন্তু নীচের
দিক থেকে শয়তান ধোকা দিতে পারেনা।
(৭) পর্দার সহিত রাস্তায় চলা।
আল্লাহ পাক আমাদের সকলকে সুন্নতের উপর আমল
করার তৌফিক দান করুন।
আমীন।
শেয়ার করে সকলকে এই সুন্নত ও আমল করার সুযোগ
করে দিন ।

6 thoughts on "❖❖ রাস্তায় চলার আদব বা সুন্নত নিয়ম ❖❖সবাই পরেন এক দুম ছুট এক্টি পুষ্ট। অনেক নেক পাবেন.."

  1. Sami Contributor says:
    good post
  2. rupok12 Contributor says:
    very good post
  3. Ashikur Rahman sorkar Contributor says:
    তাবলীগ ই সাথী ভাই… ধন্যবাদ

Leave a Reply