নামাজী ব্যক্তিকে এই ধরণের সেন্ট ব্যবহার থেকে বিরত
থাকে তা ফেরেশতাদের জন্য কষ্টকর।
আমরা অনেক ধরণে সুগদ্ধি ব্যবহার করে থাকি। এর মাঝে
এমন কিছু সেন্টও আছে যার ৬০ থেকে ৯০ পযর্ন্ত
এ্যালকোহল থাকে। এই সেন্ট ব্যবহার করা এবং এই সেন্ট
ব্যবহার করে কী নামাজ হবে?
নামাজী ব্যক্তিকে এই ধরণের সেন্ট ব্যবহার থেকে বিরত
থাকা ভালো কারণ যে সব সেন্টে এ্যালকোহল যুক্ত
আঙ্গুর কিংবা খেজুর দিয়ে তৈরি হয়, তাহলে তো সেই
সেন্ট ব্যবহার করা নাজায়েয। আর এ্যালকোহল যদি যব
দিয়ে তৈরি হয় তাহলে ব্যবহার করা জায়েজ তবে এই
ক্ষেত্রেও রয়েছে নির্দিষ্ট পরিমাণ। তাই এ্যালকোহল
যুক্ত কোন কিছু ব্যবহার না করাই ভালো। [রহীমিয়া ৬-২৭৭]—http://@Shamim.Mx
3 thoughts on "সেন্ট বা সুগন্ধি ব্যবহার করা সম্পর্কে ইসলাম কী বলে?"