সবাইকে আমার সালাম জানাই। এটি একটি গুরুতর টিউন, এই বিষয়টি নিয়ে আনেকেরই ভুল ধারনা রয়েছে।প্রশ্ন : ছেলে এবং মেয়ে দু’জন মিলে আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করলে, বিয়ে সংগঠিত হবে কি?উত্তর : না, আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করলে বিয়ে সংগঠিত হয় না। বিয়ের সাক্ষীর জন্য দু’জন পুরুষ অথবা একজন পুরুষ এবং দু’জন মহিলা হওয়া আবশ্যক। এদের প্রত্যেকেই প্রাপ্তবয়স্ক, স্বাধীন, সুস্থ মস্তিষ্কের অধিকারী মুসলমান হতে হবে। কেবল আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করলে বিয়ে সংগঠিত হয় না।[হিদায়া, খণ্ড : ২, পৃষ্ঠা : ৩০৬; ফাতাওয়া হিন্দিয়া, খণ্ড : ১, পৃষ্ঠা : ২৬৮; মাহমুদিয়া, খণ্ড : ১০, পৃষ্ঠা : ৬১৬]

7 thoughts on "আল্লাহকে সাক্ষী রেখে উভয় এর মতে বিয়ে করলে তা কী কবুল হবে।"

  1. MD SHAWON Author says:
    বাবা মার অনুমতি লাগে না?
    1. Md Khalid Author says:
      jeta compolsury ta bolar dorkar ache? eta chara bibaho batil ma baba jodi thake o susthi thake
    2. MD SHAWON Author says:
      Ami to ata jani…. Apni liken nai tay bollam
    3. Md Khalid Author says:
      hmmmmmmma mi kichu likhi ni 😮

Leave a Reply