আমার ছোটভাই আব্দুস সালাম আজাদীর লেখা থেকে
জান্নাতে মেয়েদের জন্যও কি হুর হবে?
================
আজ আমার কাছে এক বোন মেসেজ দিয়ে বললেনঃ হুজুর ছেলেদের জন্য হুর দেয়ার কথা কুরআনে আছে। কিন্তু মেয়েদের হুরের কথা বা এই রকম কোনো কিছু নেই কেন?
প্রশ্ন শুনে কিছুক্ষণ ভেটকি দিয়ে বসে থাকলাম, কিছুক্ষণ ভাবলাম এবং নিবিষ্ট মনে আমার শুন্য জানালায় চোখ মেলে দিলাম।
আমি যদি ডঃ যাকির নায়েকের মত হতাম, তাহলে হয়ত চ্যাপ্টার ও ভার্স নাম্বার বলে দিয়ে জবাব দিতে পারতাম যে, “মেয়েদেরও হুর হবে। কারণ ‘হুর’ এমন শব্দ যা দিয়ে ছেলে মেয়ে দুইটাই বুঝায়”। কিন্তু তা আমি বলতে পারলাম না।
আমি যদি আমার উস্তাযগণের মত জ্ঞানের সীমাহীন সমুদ্র হতাম, তাহলে কুরআনের নানান রেফারেন্স দিয়ে আলবানী সাহেবের হুকুম সহ হাদীসের বর্ণনা দিয়ে বোনকে বলে দিতে পারতাম, “চিন্তা করোনা বোন, তুমি জান্নাতে হুর চাইবা না। তোমার জিভে ঐ কথা ফুটবেনা, তোমার মনে ওই কথা বঙ্গোপসাগরে চর জাগার মত জাগবে না। তোমারে এমন কিছু দিয়ে মন ভুলিয়ে দেয়া হবে, যে কোথায় হুর কোথায় গেলেমান, কিচ্ছু চাইবা না”। কিন্তু অত জ্ঞান না থাকায় তাও পারলাম না বলতে।
আমি যদি হতুম কোন ফিলোজফার, তাইলে হয়ত বলতামঃ হুম বেটি, বিপরীত লিংগের প্রতি এই সব টান শুধু দুনিয়াতে। আখিরাতে, জান্নাতে ঐসব টান টোন বা আকর্ষণ কিছুই থাকবে না। আর তাছাড়া ঐখানে ইন্ডিভিডিউয়ালিজম এতো বেশি হবে যে তুমি তোমারটা নিয়েই ব্যস্ত থাকবে। কাজেই তোমার মনস্ত্ত্বাত্তিক, জৈবিক ও ইহজাগতিক ধ্যান ধারণার সাথে, পারত্রিক বিষয় আশয়ের একটা ভেদরেখা টানলেই তুমি উত্তর পেয়ে যাবে। কিন্তু ফিলোজফির জ্ঞান আমার হাদারামের বিজ্ঞান শেখার মতই।
আমি যদি যুক্তিবীদ হতাম, তাহলে বোন টাকে আগে একটা পাল্টাযুক্তির ধার গেলাতাম। বলতামঃ আমার প্রতিপক্ষ, কারে আল্লাহ প্রথম বানাইছেন? ছেলেরে না মেয়েরে? বোন হয়ত বলতেন, হুজুর, ছেলেদের বানায়েছেন। আমি বলতাম, ওহে তার্কিক বোন, ছেলেদের প্রয়োজনে মেয়েরা সৃষ্ট্, নাকি মেয়েদের প্রয়োজনে ছেলেরা সৃষ্ট,?! আমার বোন হয়ত বলতে বাধ্য হতেন, হুজুর, “আদম (আ) জান্নাতে ছিলেন। তারপরেও কীসের একটু অভাব বোধ করতেছিলেন। তাই সামান্য কিছুর এই অভাবের জন্য আমাদের “জাতি মা” হাওয়া (আ)কে বানায়েছিলেন আল্লাহ। আমি তখন বিজয়ের হাসি মুখে এঁকে ১২ টা দাঁত কেলিয়ে ধরে বলতামঃ তাইলে জান্নাতে নারীর জন্য পুরুষ সৃষ্টি হবে কেন? এইটা চাও কোন দুঃখে?! আমার এই যুক্তি শুনে বোনটা হয়ত বলতেনঃ ধেত্তরি, কি জিজ্ঞেস করলাম আর কী উত্তর পেলাম!! কিন্তু আমি তাও পারলাম না, কারণ, তর্ক বিদ্যায় আমি সব সময় হেরে যাই।
আমার বন্ধুরা আমাকে একটু অন্য রকম ভাবেন। তারা আমার যে কোন জবাব শুনে হাসেন, কেও কেও বলেনঃ “খারাপ না, চালায়ে যাও”। তাদের দেয়া এই আস্কারা পেয়ে আমার এই বোনের প্রশ্নের জবাব টা একটু মিনমিনে গলায় দিলাম। বললামঃ
আপু, আমার ৫ বোন আর ৪ ভাই। ৫ বোনকে বিয়ের সময় আমার আব্বা আমাকেই মাতবর বানায়ে দিতেন, “সালাম, বাবা তুমি সিদ্ধান্ত দাও”। ৫ বোনের কেও ই বিয়েতে খুব মজা করে “হাঁ ভাই, আমি রাজি” বলে মত দেয়নি। হয় কেঁদেছে, না হয় শঙ্কায় ডুবেছে, না হয় সময় চেয়েছে। কম পক্ষে বলেছে, ভাইয়া আর কটা দিন সময় দিন, আমি পড়তে চাই, জানতে চাই, বাবা মায়ের সাথে আরো কিছু দিন থাকতে চাই। প্রায় তারা বলতো, ভাইয়া ছেলেটা দ্বীনদার তো, আমাকে ভালোবাসবে তো, আমাকে একটু ভালোভাবে রাখতে পারবে তো?
আমার চাচাতো, ফুফাতো, খালাতো ও মামাতো বোনদেরও এই অবস্থা দেখেছি। ছেলে দেখে দৌড় মেরে হাত ধরেছে এমন হয়নি।
এর অর্থ হলো, মেয়েরা দৈহিকতা ও মদিরতার উপরে প্রেম ভালোবাসা, উপযোগিতাকে বেশি প্রাধান্য দেয়। মা বাবার সাথে তাদের নাড়ি থাকে বাঁধা, জন্ম নেয়া ঘরের সাথে থাকে তাদের আত্মার সম্পর্ক। ওরা মায়া চায়, দয়া চায়, ওরা প্রেম চায়, ভালোবাসা চায়। তাসলিমা নাসরীনের মত বেপরোয়া পুরুষ-খোরও রুদ্রর জন্য কাঁদে। সৈয়দ শামসুল হকেরা তার সাথে খেলারাম হতে চাইলে ভয় পায়, বিবমীষায় মুষড়ে পড়ে।
হাওয়া থেকে শুরু করে ফাতিমা আলাইহিন্নাস সালাম পর্যন্ত সব মেয়েদের দোয়া ও আকুতি, গল্প ও জীবনী, পুরুষের সাথে সম্পর্কের রোমাণ্টিক দৃশ্য গুলো কুরআনে বা হাদীসে দেখেছি। সব জায়গায় দেখেছি মেয়েদের চাওয়া পাওয়া থাকে পুরুষের দেহ শুধু নয়। পুরুষের পৌরুষ তারা দেখতে চায়, যেটা সামান্য ঝড়ে নুয়ে পড়েনা। তারা দেখতে চায় নারীর আমানাত বইতে পারার যোগ্যতা আছে কিনা। ‘ক্বাওয়িয়্যুন আমীন’ কিনা।
আপু, মেয়েরা বিপদে পড়লে, কেউ স্বামীর হাতে নির্যাতিতা হতে থাকলে, কিংবা ধর্ষকামীর লালসার শিকার হলে সে গোটা পুরুষ জাতির কাছ থেকে পানাহ চায়, চায় তার সৃষ্টিকর্তার সান্নিধ্য, কামনা করে তাঁর দয়া, আকুল হয় তাঁর ভালোবাসা পেতে। আছিয়ার মন থেকে বের হয়ে আসেঃ ও আল্লাহ তোমার পাশে জান্নাতে একটা ঘর বানিয়ে দিয়ো, মা’বূদ। আল্লাহর পাশে থাকা ঐ ঘর দেখে আছিয়া প্রাণ দান করতেও হেসে ওঠেন। অনুরূপ খাদীজা জানতে চেয়েছিলেন, কোথায় থাকবেন মরে গেলে? সুসংবাদ যখন দেয়া হয় যে, খাদিজা, তোমার ঘর হবে ডায়মন্ডের বাঁশ দিয়ে তৈরি প্রাসাদ। ‘নারিত্বের অহংকার’ খাদিজা তা দেখে রব্বের কাছে চলে যান হাসি মুখে। এই হলো মেয়েদের মর্যাদা, ও জান্নাতে তাদের উঁচু স্থান।
আসলে আপু, মেয়েদের চাহিদা ই আলাদা। পুরুষের মত জৈবিক নয়, স্থূল নয়, নয় মক্ষীরানীর চরিত্রে খেলা রাস্তার কীটদের মত। ওদেরকে পুরুষেরাই শেষ করেছে পুরুষের কামনার জন্য। পুরুষের যে অন্তহীন চাহিদা মেটাতে আল্লাহ পুরুষকে হুর দেয়ার ওয়াদাহ করেছেন, সেই রকম কোনো চাহিদা যেহেতু মেয়েদের নেই, তাই সেটা মেটাতে আল্লাহ তাদের জন্য পুরুষ হুরের কথা কুরআনে বলেননি। কারণ মেয়েদের ঐটা কখনো জিজ্ঞেস করা লাগেনি। তার আগেই কুরআন বলে দেয়, নারী জান্নাতে গেলে তোমার ইচ্ছার স্বামীই তুমি পাবে জান্নাতে। কুরআন বলেছে, জান্নাতি ব্যক্তি, সে নর হোক, হোক নারী, যাইই চাইবে তাই ই পাবে সেই সীমাহীন সুখের রাজ্যে।
আপু, পুরুষ মানুষের দুনিয়াতে চাহিদার ক্ষেত্রে নারী একটা বড় বিষয় থাকেই। এই জন্য তাকে কুরআন বলেছে, দীন মেনে চলিস। নারী সংগীর দরকারে একটা বিয়ে করে নিস। পারলে দুইটাও বিয়ে করতে পারিস। আরো চাইলে হালাল উপায়ে ন্যায় বিচার করে তিন চারটা নিস। তার পরেও খারাপে যাসনা। এর পরেও চাইলে দুনিয়াতে আর না, ভালো আমল কর, তাহলে জান্নাতে পাবি। পুরুষের সীমাহীন লোভের জন্যই আল্লাহ এই কথাটা কুরআনে বলে দিয়েছেন। এর পরেও পুরুষের চাহিদার শেষ নেই। নারী দেখলেই হল, তার মাঝে উথাল পাথাল। তার জন্য জান্নাতের হুরের ওয়াদা দিতে হয়েছে।
মেয়েদেরকে কুরআন তথা ইসলাম দিয়েছে জান্নাতে যাবার ওসিলা বানিয়ে। বলেছে, এক, দুই, তিন কন্যার বাবা যদি হতে পারো, আদর সোহাগ ও যত্ন দিয়ে লালন পালন করে ভালো করে গড়ে তুললেই জান্নাতের গ্যারান্টি লাভ করবে। মায়ের খিদমত করে জান্নাত সহজে পাবে। ইয়াতিম মেয়ের দায় দায়িত্ব নিলে রাসূলের (সা) খুব পাশে একই জান্নাতে থাকবে। তোমার স্ত্রীর সাক্ষ্যে তোমার জান্নাতে যাবার সিদ্ধান্ত আসতে পারে। মেয়েদের বলা হলোঃ জান্নাতে গেলে তুমি বাবা মা, ভাই বোন সবাইকে পাবে। আর মন তোমার যা চাইবে তাও পাবে। আছিয়া মারয়ামের মত নারীরা কোন নবীকে চাইতেও পারেন, আছিয়া ও মারইয়াম (আ) তাও পাবেন। মেয়েদের চাহিদা অপূর্ণ থাকবে, এ কেমন জান্নাত?!
আমার বোন বললেন, ভাইয়া চোখে পানি এলো। আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ কত মহীয়ান। আজ নারীত্বের বিপুলতা টের পেলাম, ধন্য আমি নারী হয়ে।
আমি আমার বোনের জন্য দুয়া করলাম। জান্নাতের দিকে হেঁটে যাওয়া এক সমঝদার নারী।
 
“Fully Collected From: Abubakar Muhammad Zakaria’s post”

42 thoughts on "জান্নাতে মেয়েদের জন্যও কি হুর হবে?"

  1. kawsar Contributor says:
    are you a great dr. jakir naik supporter !!!!!
    1. Md Khalid Author Post Creator says:
      ekhane onake pailen koi , post valo kore porun please bujte parben
    2. kawsar Contributor says:
      apni dekhennai..ki bolen bhai ami tar aknon supporter silam…ar apnar kothai bujha gelo apnio tar supporter
    3. Md Khalid Author Post Creator says:
      sorry vai, hoyto apnar o amar moddhe vul vujha bujhi hocche. please min korbenna………. ami eta bolar karon ami mone korechi apni ami jakir nayek saheber bishoy post mone korechen,, kintu ta boy, tai bollam 🙁 amio tar kotha sunechi
    4. kawsar Contributor says:
      amake maf korben…ashole hakmot diya pnar kas theke kotha jantr chaisilam….eshomoi ami silam…but abar onek agei nijer bhul bujhe take grina kori…..mul kotha holo sunnater bodoulot onno kisui na…so jara sunnah ke fully mane na amio taderke manina..kew amar kothai mind a nibenna
    5. Md Khalid Author Post Creator says:
      ami kono bektir supporter na, karo support a lav ba khoti o nai, support korleo full support korsa thik noy……….. je jototuk valo kaj kore tar setuku support kora uchit……… amar lekhar sesh line ta mone hoy dekhen ni, lekhata amr na
    6. JiboN Author says:
      আসলে কে ভুল যাৱা সুন্নাত মেনেও যিনাহ্ এৱ মত কাজে লিপ্ত হয় তাকে ঘৃনা কৱা নাকী জাকিৱ নায়েক কে ? আমি বলব আপনি ও হয়তো নিজেৱ অজান্তে জাকিৱ নায়েকেৱ চাইতেও বড় গুনাহ কৱেছেন । ভাল কখনো খাৱাপেৱ মাঝে টিকতে পাৱেনা । আমি বলব না যে জাকিৱ নায়েক ঠিক হয়তো তাৱ ও অনেক ভুল আছে । sorry kew angry hoben na r asob niye bolte gele ses nei allah amader sothik pothe thakar towfik din amin. . . . . .
    7. kawsar Contributor says:
      @JIBON@
      Shuno jibon…olpo ektu gan niya boro boro torko bitorko te na jawai better…Ekjon sahabir ghotona tumi ki porso kina janina…? ek jonoik sahabi rodi-allahu-anhu jina kore allahr rosul ke bolsilen ai allahr habib ami jina korsi…ar hujur pak sallallahu alaihi wasallam bujte parsen je oi sahabi jina korse tobuo tini bolsilen na tumi jina koro nai……………..long kahini…
    8. kawsar Contributor says:
      maksad amar hadith bola na.er karon silo sahabi ra tader jindegi ke rasul er sunnater upor purnango mansen.jar karone allahr rasul chaitenna ekjon sahabi shashti pak.ar oi dami sunnat ke bad diya basunnah ke manlei jodi kamiyab hoito.tobe “Musa Alaihissalatu assalam er shathe Juddho korte assha jadukorra tari moto Poshak pora bad dito na..bujlen..apnar shathe torko noi,,ar noi kono jukti..only bishwash for allah and Eman.
      @JIBON@
    9. Md Khalid Author Post Creator says:
      accha thik ache maramari na kori, ke valo ke mondo se bicharok amra keu na, bicharok Allah, amara procharok hoyto………… ar sunnat to shob e kichu ache foroz porjayer sunnat, kichu wajib porjayer, kichu mustahab porjayer sunnat, sob mante hobe o ta serokom e gurutto diye, je kajer jetuku gurutto Rasulullah sallallahu alaihi wasallam diyechen.
  2. Fahim Sadnan Contributor says:
    Wow.great post.
    1. Md Khalid Author Post Creator says:
      thanks but post ta amar na, erokom arow post pete amar name niche dekhun
  3. আল-আমিন® Author says:
    আমার কমেন্ট এর কেও রিপলে দিলে আমি পায় না কেন?
    1. Md Khalid Author Post Creator says:
      ami janina vaia, admin ke email den
    2. আল-আমিন® Author says:
      এখন ঠিক আছে।
    3. kawsar Contributor says:
      maksad amar hadith bola na.er karon silo sahabi ra tader jindegi ke rasul er sunnater upor purnango mansen.jar karone allahr rasul chaitenna ekjon sahabi shashti pak.ar oi dami sunnat ke bad diya basunnah ke manlei jodi kamiyab hoito.tobe “Musa Alaihissalatu assalam er shathe Juddho korte assha jadukorra tari moto Poshak pora bad dito na..bujlen..apnar shathe torko noi,,ar noi kono jukti..only bishwash for allah and Eman.
  4. kawsar Contributor says:
    amio…same
    1. Wrifat Contributor says:
      eta sobari hosse,
    2. Md Khalid Author Post Creator says:
      hmmmmmmmm
  5. kawsar Contributor says:
    আল-আমিন®
  6. RMSS Contributor says:
    আলহামদুলিল্লাহ
    1. Md Khalid Author Post Creator says:
      thank u
  7. PipulBD Contributor says:
    nice post
  8. আল-আমিন® Author says:
    অনলাইন এ আয় করার একটা পোষ্ট করব কি??
    1. Md Khalid Author Post Creator says:
      apnar issa, but ta jenoo real hoy
  9. Abdullah TGS Contributor says:
    jajak Allah khaer. vy tumar basa kothay? fb link dew
    1. Md Khalid Author Post Creator says:
      basha khulna . /mkhalid2017 but fb te kom jai
    2. Md Khalid Author Post Creator says:
      thank u
  10. আল-আমিন® Author says:
    আপনার বয়স কত?যদি বলা যায় বলবেন।
    1. Md Khalid Author Post Creator says:
      ai post er niche jar nam ta likhe search den, ami to copy korechi matro
  11. shakil-ahmed Contributor says:
    ভাইয়া হুর হল কুমারি নারি যা ধব ধবে সাদা থাকবে সাদা চখ ও থাকবে সুতরাং হুর বলতে কুমারি নারি ও পুরুষ কে বুজানু হইছে।আই হুপ ইউ বুজতে পারছেন ত উত্তর টাই এমন দিবেন উনাকে।
    1. Md Khalid Author Post Creator says:
      ji na , Nari ra alada e, tara na cheye onek pabe tara dhoirjo dhorte pare beshi 🙂 ekjoner chinta ek kore dekhben na
  12. shakil-ahmed Contributor says:
    আরে ভাই হুর মানেই কুমারি নারি এটা ধারা পুরুষ কে ও বুজানু হইছে হুর কুমারি নারি ও পুরুষ ভাল করে চিন্তা করে দেখেন না হয় মসজিদ এর আলেন এর সাহায্য নেন ভাল হবে অল্প বিদ্যা ভয়ংকর
    1. Md Khalid Author Post Creator says:
      dekhtei passi to
  13. Kawsar Ahammad Contributor says:
    হুর কি ? বেহেশতে যে হুর দেয়া হবে, এ কথার অর্থ কি ?
    ** ‘হুর’ আরবি শব্দ । এর অর্থ অপ্সরা, পরিচ্ছন্নতা ইত্যাদি ।
  14. Kawsar Ahammad Contributor says:
    আভিধানিক অর্থে- চক্ষুর
    সাদা অংশ দুধের মত সাদা এবং কালো অংশ কুচকুচে কালো। এরূপ
    অতি সুন্দরী রমণীকে বুঝায় ।
  15. Kawsar Ahammad Contributor says:
    প্রচলিত ধারণামতে- হুর বলতে বেহেশতবাসীর নির্ধারিত
    সুন্দরী রমণীকে বুঝানো হয়েছে
  16. Kawsar Ahammad Contributor says:
    পবিত্র কুরআনে এরশাদ হয়েছে-
    অর্থ-“সেখানে তাদের (স্বর্গবাসীদের) জন্য থাকবে আনতনয়না হুর ।
    1. Md Khalid Author Post Creator says:
      thank yo uapnar coment gulor jonne, kintu wada ta purush der jonno kora hoyeche…. agee o picher ayat gulo dekhen
  17. Kawsar Ahammad Contributor says:
    যা সযত্নে রক্ষিত
    মুক্তার মত, তাদের কর্মের পুরস্কারস্বরূপ” (সুরা- ওয়াকিয়াহ, আয়াত- ২২-২৪)
    1. Md Khalid Author Post Creator says:
      thank u 2
  18. Md Khalid Author Post Creator says:
    আছে মহাপাপ = trickbd. com/islamic-stories/288346 = রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কবর কে রওজা বলার বিষয়ে বিস্তারীত জেনে নিন –

Leave a Reply