যারা আজ চাঁদ দেখার ইচ্ছা করছেন তারা এই দু’আ টি মুখস্থ করে রাখুন। কারন নতুন চাঁদ দেখার পর দোয়া পাঠ করা সুন্নাত। (কোন  কারণে চাঁদ না দেখতে পেলে সংবাদ শুনেও এই দোয়া পড়লে হয়ে সুন্নাত পালন যাবে) 
.
আবদুল্লাহ ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ যখন চাঁদ দেখতেন, তখন তিনি বলতেন,
اللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْيُمْنِ وَالإِِيمَانِ ، وَالسَّلامَةِ وَالإِِسْلامِ ، رَبِّي وَرَبُّكَ اللَّهُ
(আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইউমনি ওয়াল-ঈমানি ওয়াস-সালামাতি ওয়াল-ইসলাম, রাব্বী ওয়া রব্বুকাল্লাহ)।
-হে আল্লাহ আপনি একে আমাদের ওপর বরকত ও ঈমানের সঙ্গে এবং সুস্থতা ও ইসলামের সঙ্গে উদিত করুন, তোমার এবং আমার রব হলেন আল্লাহ। [তিরমিযী হা/৩৪৫১, মুসনাদ আহমদ হা/১৩৯৭; সহীহ ইবন হিব্বান হা/৮৮৮, হাদীস সহীহ]

প্রচারে – IslamHouse.  বাংলা – Bengali – بنغالي



# দুইটি মাসায়েল জেনে নিন: 

1. সূরা তারাবী পড়া উত্তম না খতম তারাবী?  2. তারাবিহ ৮ রাকাত   AND  ২০ রাকাত?

 



2 thoughts on "নতুন চাঁদ দেখার দু’আ জেনে নিন : নতুন চাঁদ দেখার পর দোয়া পাঠ করা সুন্নাত"

  1. Shafiq Jr Author says:
    ধন্যবাদ# ভাই
    1. Md Khalid Author Post Creator says:
      apnakeo thankss vai

Leave a Reply