আসসালামু আলাইকুম,

ফেসবুকে অনেকদিন যাবত একটা স্টাটাস দেখা গেছে এরকম  –

১. গান দেখতে গেলে ৫০০ টাকা দেয়া যায় ওয়াজ ঈদের মাটে ১০ টাকা দেয়া কস্ট হয়, রমজানের সময় হাজার গুনের সওয়াব ছিলো তখন ও ১ টাকাও বের হয়নি।

২. গায়ক ভাড়া করতে ৫০০০০ টাকা দিতে সহজ লাগে কিন্তু ফিকির কে ২ টাকা দেইতে দেখা যায় খুব।  কিন্তু ২০ টাকার নোট বা ৫০ টাকার নোট থাকলে ভাংতি নাই।

ইত্যাদি………… প্রায় ১৫ টা মত পয়েন্ট লিখেছে অত নাই বা বললাম, যা বলতে চেয়েছি বুঝতে পেরেছেন।

এখন আসি মুল কথায় ————————-

সকল নতুন সিমে ৯ টাকা ১ জিবি অফার, রব তে অফার, বাংলালিংকে এক দিকে ৯৮ টাকা ৫ জিবি অপর দিকে  এন্ডয়েডে ফ্রি নেট। ডাটার অভাব নাই। অনেকের ওয়াইফাই আছে অনেকের আছে সোশাল প্যাক কম দামে গিগাবাইট।

তারপর ……………

রমজান মাসে এত গিগা বাইট দিয়ে চলাচ্ছেন সিনেমা, নাটক, হিন্দি ইংরেজ গান, সি ও সি, বিভিন্ন এপ খেলা ধুলা টিভি ডাইরেক্ট, ইউটিউব  ইত্যাদি —

এখনও গিগা আছে ———- কিন্ত ———-

যখন কেউ বলছেন ভাই রমজান কে কাজে লাগান, ছোট ভিডীও কম সাইজ  মানের ভিডিও হলেও কথা  গুলো খুব দামি, ডিরেক্ট আল্লাহর বানী, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর বানী ইসলামের মাসায়েল গুলো, তাওহীদ, মাঝাব, রমজান, আধুনিক সব মাসায়েল  জেনে নিন দুনিয়া ও আখেরাতে কাজে লাগবে।  সহীহ মত পাওয়া কস্ট বিশেষ করে বাংলাদেশে – ইসলামের নাম দিয়ে শিরক, ভন্ডামী তে ভরপুর – এর ভেতর থেকে অনেক কস্টে সহীহ আকিদা ভিত্তিক ওয়েবসাইট, ভিডীও ইউটিউব এর লিংক  দিচ্ছি, না থাকলে ফেসবুকের  ভিডিও লিংক টাও  দিচ্ছি।

এখন বলবেন কে যে গিগা তো দূরে থাক, মেগা বা কে বি ও নাই?  

সব ই কি ভিডিও? না ভাই পিডিএফ ফাইল ও আছে। কিন্তু আমি তো জানি বাঙ্গালী পড়তে নয়, শুনতে অভ্যস্ত। আল্লাহ বললেন “ইক্বরা” = পড়। আমরা বলি না না শুনবো। আমরা যে যা বলে তা পড়ে দেখিনা। একারণে ভুল শিখি। কেউ ইচ্ছা করে বলে কেউ হটাত ভুল বএ। পড়লে তাকে ভুল ধরে দেওয়া যায় আবার নিজেও ভুল থেকে বাচা যায়। আমরা কি তাহলে  শুনেই মুসলমান।   আমার দেয়া সাইটে লেখাও আছে, কিন্তু ভিডীও গুলো  সহীহ হাদীস, ও কুরআন, সাথে ইমাম ৪ জন সহ সকল আলেম দের সাথে মিলিয়ে নিবেন ইনশাআল্লাহ।   ভিডীও তে কোন এড দেখানো হয়না। 



এই ট্রিক বিডি তে সব পোস্ট আছে, আমার এবাউটে ও আছে 

আর আলাদা ভাবে  লিংক দেখতে এই লিংকে ক্লিক করুন



তাই আপনাদের কাছে আমার আকুল আরজ –

রমজান গেলে অনেক দিক মন যাবে, হয়তো দ্বীন শেখার সময় টুকু পাবোনা।  বড় দ্বীন শেখার প্রতিষ্ঠানে  যাওয়া  এখন সম্ভব নাও হতে পারে সবার পক্ষে, মক্কা – , মদীনায় গিয়ে মাসায়েল শেখা কার পক্ষে সম্ভব? প্রযুক্তির যুগে সব হাতের নাগালে । তাই রমজান টা – নিতান্ত রমজান টা কাজে লাগান।  আপনার পুরো জিবি শেষ করতে বলবোনা। কিছু তো লাগান।

রাসুলুল্লাহ সাল্লল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন – যার রমজান গেলো অথচ গোনাহ মাফ কররাতে পারলোনা সে ধংস হয়েছে। আল্লাহর বানী থেকে পাওয়া যায় – রমজান মাস তাকওয়া অর্জনের মাস।  রমজান ইবাদতের মাস।   তাই মিস করেন না, আগামি রমজানের আগে বাচবো কিনা কেউ বলতে পারিনা।  দুনিয়ার ২ দিন ৪ দিন এর জন্য গেম খেলে মজা পাচ্ছেন। আপনি না থাকলে কেউ আপনাকে খুজবেনা যে একজন গেম খেলতো আমাদের সাথে। যাদের গান শুনছেন – কেউ খোজে দেখেনা  কে আমাকে লাভ করে। কিন্তু আল্লাহর কথা শুনলে আল্লাহ তাকে সারাক্ষন রহমত দিয়ে ঘিরে রাখেন । ফেরেশতারা তার জন্য দুয়া করতে থাকে। ফেরেশতার সংখ্যা কে জানে? আখেরাতের অনন্ত জীবনে নিজেকে মারবেন না । সেখানে কেউ মরবেনা। আর দোযখে গেলে তো কেউ বাচবেওনা মরবেওনা। সে জীবনের শেষ নাই।

36 thoughts on "ফি নেট ধারী ইউজার রা দেখুন সাথে সবাই দেখুন – মিস করেন না কেউ"

    1. Md Khalid Author Post Creator says:
      থাঙ্ক ইউ
      Shamim Ahmed
  1. Tauhid Author says:
    LoverBD24.Ga Download
    1. Md Khalid Author Post Creator says:
      ওকে ভাই /mdazizurrahamanakash
    1. Md Khalid Author Post Creator says:
      থাঙ্ক ইউ Masud-Rana_
  2. Tipslivebd.ml Contributor says:
    Bdrobyul.22web.org Same trickbd
  3. oreo Contributor says:
    good post
    1. Md Khalid Author Post Creator says:
      থাঙ্ক ইউ fahimmi oreo_
    2. oreo Contributor says:
      amer nam apnake ke bolce
    3. Md Khalid Author Post Creator says:
      এটা আপনার নাম? ও আচ্ছা, আপনি ই বললেন এখন
    1. Md Khalid Author Post Creator says:
      থাঙ্ক ইউ jubaer-hasan-raj
  4. Al@mgir Eti Contributor says:
    kintu tomar uddesso to islamic content diya tk kamano
    1. Md Khalid Author Post Creator says:
      sekhane giye dekjhun to segulo amar kina ? nah vai, ekhane amar 1 fotao shartho nai, amar noy segulo
    2. Al@mgir Eti Contributor says:
      sorry bro
    3. Md Khalid Author Post Creator says:
      আচ্ছা ঠিক আছে ভাই
      Al@mgir এটাই তো অনেকে করছে এজন্য এই ধারনা করা স্বাভাবিক। ফেসবুকে দেখেন কিনা ফটোশপে এডিট করে অনেকে ইস্লামিক ছবি বানিয়ে লাইক কমেন্টের আশায় ইসলাম কে কত নোংরা করে তুলে ধরছে। যেমন কুরআনের উপর কে দাড়িয়েছে তার ছবি দিচ্ছে। সবাই গাল দিলো । কেউ জিজ্ঞাসা করলোনা কোন জেলায় কোন উপজেলার কাহিনি। ্আলোক্মিটার নাম কি। আমি প্রশ্ন করলাম কিন্তু উত্তর দেয়না
    1. Md Khalid Author Post Creator says:
      থাঙ্ক ইউ FREE NET
    1. Md Khalid Author Post Creator says:
      থাঙ্ক ইউ mehedi
  5. Md Khalid Author Post Creator says:
    ki hoyeche vai tawhoid and imran
  6. Md Khalid Author Post Creator says:
    থাঙ্ক ইউ rifat-al-hasan
  7. মুফতি Author says:
    ইসলাম শিখার জায়গা ইন্টারনেট না । এই খানে সতর্ক করা হয় শুধু। এইখানেও দাওয়াত দেয়া হয়, তবে দায়মুক্ত হওয়ার জন্য। বাকি চালিয়ে যান। মসজিদকে ভুলে গিয়ে Youtube কে কেউ যেনো গ্রহণ না করেন!
    1. Md Khalid Author Post Creator says:
      সব চাইতে বড় ভুল কথা টা বললেন। ইসলাম সবসময় প্রযুক্তি কে সাপোর্ট করে। অনলাইন ই দ্রুত ইসলামিক কথা পাবার, পড়ার ও জানার মাধ্যম। না জানলে দেখুন এই পোস্টের ই ২য় লিংক । যেখানে লাল কালি তে লেখা আছে । সাথে দেখতে পারেন এই লিঙ্ক = ক্লিক করুন এর উপর
  8. মুফতি Author says:
    তবে আল্লাহ উনার এত্তো প্রিয় রসূল (স) কে দ্বীন প্রচারের জন্য ওতো কষ্ট দিয়েছিলেন কেনো???
    একটা Apple Smart Phone আর 3G BROADBAND Connection এর ব্যবস্থা করে দিলেইতো হতো। কুরানের আয়াতগুলো সেইভ করে রেখে দিতেন। আর Fb তে শেয়ার করতেন।
    1. Md Khalid Author Post Creator says:
      tokhon jeta chilo dish, jeta chilo satellite tahai tini bebohar korechen taha apnake poria janite hoibe brother 😀 shunia hoibe na.
    2. মুফতি Author says:
      সাহাবি (রা) দের মেহনতএর Style কেমন ছিলো ?
      নতুন কেউ মুসলমান হলে তাকে একটা নামাজ শিক্ষা বই তুলে দিতেন ?
      নাকি হাতে কলমে ???
  9. মুফতি Author says:
    মাঠের মেহনত আসল মেহনত। আর উহাই আসল সুন্নত।
    কেননা এরকম হলে বেলাল (রা) ফোনও কিনতে পারতেন না আর হেদায়েতও পাইতেন নাহ ভাইজান।
    ভাই সব যদি এতো সহজ থাকতো তাইলে ভালোই হতো !!!
    আমি ইন্টারনেটকে unspprt করতেছি না। এইখানেও দ্বীনের দাওয়াত জরুরি।
    1. Md Khalid Author Post Creator says:
      ami o field ke unsupport koritesina, abar internet keo ekmatro upay bolitesina……….. maybe bujte perechen……… mukher buli ber hoile pore firano jayna tai vabia boliben asha kori …. Thank you vai
    2. মুফতি Author says:
      কি ভাবা উচিত ছিলো ভাই

Leave a Reply