আমরা মুসলিমরা পবিত্র কূর’আন পড়ি কিন্তু
আমরা অনেকেই পবিত্র কূর’আনের সূরা গুলোর
নামের অর্থ জানিনা, আসুন জেনে নেই
পবিত্র কূর’আনের সূরা গুলোর নামের অর্থ
গুলি…..
১. আল ফাতিহা (সূচনা)
২. আল বাকারা (বকনা-বাছুর)
৩. আল ইমরান (ইমরানের পরিবার)
৪. আন নিসা (নারী)
৫. আল মায়িদাহ (খাদ্য পরিবেশিত টেবিল)
৬. আল আনআম (গৃহপালিত পশু)
৭. আল আরাফ (উচু স্থানসমূহ),
৮. আল আনফাল (যুদ্ধে-লব্ধ ধনসম্পদ),
৯. আত তাওবাহ্ (অনুশোচনা),
১০. ইউনুস (নবী ইউনুস),
১১. হুদ (নবী হুদ),
১২. ইউসুফ (নবী ইউসুফ),
১৩. আর রা’দ (বজ্রপাত),
১৪. ইব্রাহীম (নবী ইব্রাহিম),
১৫. আল হিজর (পাথুরে পাহাড়),
১৬. আন নাহল (মৌমাছি),
১৭. বনী-ইসরাঈল (ইহুদী জাতি),
১৮. আল কাহফ (গুহা),
১৯. মারইয়াম (মারইয়াম (ঈসা নবীর মা))
২০. ত্বোয়া-হা (ত্বোয়া-হা),
২১. আল আম্বিয়া (নবীগণ),
২২. আল হাজ্জ্ব (হজ্জ),
২৩. আল মু’মিনূন (মুমিনগণ),
২৪. আন নূর (আলো),
২৫. আল ফুরকান (সত্য মিথ্যার পার্থক্য
নির্ধারণকারী গ্রম্থ),
২৬. আশ শুআরা (কবিগণ),
২৭. আন নম্ল (পিপীলিকা),
২৮. আল কাসাস (কাহিনী),
২৯. আল আনকাবূত (মাকড়শা),
৩০. আর রুম (রোমান জাতি),
৩১. লোক্মান (একজন জ্ঞানী ব্যাক্তি),
৩২. আস সেজদাহ্ (সিজদা),
৩৩. আল আহ্যাব (জোট),
৩৪. সাবা (রানী সাবা/শেবা),
৩৫. ফাতির (আদি স্রষ্টা),
৩৬. ইয়াসীন (ইয়াসীন),
৩৭. আস ছাফ্ফাত (সারিবদ্ধভাবে দাঁড়ানো),

৩৮. ছোয়াদ (আরবি বর্ণ),
৩৯. আয্-যুমার (দলবদ্ধ জনতা),
৪০. আল মু’মিন (বিশ্বাসী)
৪১. হা-মীম সেজদাহ্ (সুস্পষ্ট বিবরণ),
৪২. আশ্-শূরা (পরামর্শ),
৪৩. আয্-যুখরুফ (সোনাদানা),
৪৪. আদ-দোখান (ধোঁয়া),
৪৫. আল জাসিয়াহ (নতজানু),
৪৬. আল আহ্ক্বাফ (বালুর পাহাড়),
৪৭. মুহাম্মদ (নবী মুহাম্মদ),
৪৮. আল ফাত্হ (বিজয়, মক্কা বিজয়),
৪৯. আল হুজুরাত (বাসগৃহসমুহ),
৫০. ক্বাফ (ক্বাফ),
৫১. আয-যারিয়াত (বিক্ষেপকারী বাতাস),
৫২. আত্ব তূর (পাহাড়),
৫৩. আন-নাজম (তারা),
৫৪. আল ক্বামার (চন্দ্র)
৫৫. আর রাহমান (পরম করুণাময়)
৫৬. আল ওয়াক্বিয়াহ্ (নিশ্চিত ঘটনা)
৫৭. আল হাদীদ (লোহা)
৫৮. আল মুজাদালাহ্ (অনুযোগকারিণী),
৫৯. আল হাশ্র (সমাবেশ),
৬০. আল মুম্তাহিনাহ্ (নারী, যাকে পরীক্ষা
করা হবে),
৬১. আস সাফ (সারবন্দী সৈন্যদল),
৬২. আল জুমুআহ (সম্মেলন/শুক্রবার),
৬৩. আল মুনাফিকূন (কপট বিশ্বাসীগণ),
৬৪. আত তাগাবুন (মোহ অপসারণ),
৬৫. আত ত্বালাক (তালাক),
৬৬. আত তাহ্রীম (নিষিদ্ধকরণ),
৬৭. আল মুল্ক (সার্বভৌম কতৃত্ব),
৬৮. আল ক্বলম (কলম),
৬৯. আল হাক্কাহ (নিশ্চিত সত্য),
৭০. আল মাআরিজ (উন্নয়নের সোপান),
৭১. নূহ (নবী নূহ)
৭২. আল জ্বিন (জ্বিন সম্প্রদায়)
৭৩. আল মুয্যাম্মিল (বস্ত্রাচ্ছাদনকারী)
৭৪. আল মুদ্দাস্সির (পোশাক পরিহিত),
৭৫. আল ক্বিয়ামাহ্ (পুনরু্ত্তান),
৭৬. আদ দাহ্র (মানুষ),
৭৭. আল মুরসালাত (প্রেরিত পুরুষগণ),
৭৮. আন্ নাবা (মহাসংবাদ),
৭৯. আন নাযিয়াত (প্রচেষ্টাকারী),
৮০. আবাসা (তিনি ভ্রুকুটি করলেন),
৮১. আত তাক্ভীর (অন্ধকারাচ্ছন্ন),
৮২. আল ইন্ফিতার (বিদীর্ণ করা),
৮৩. আত মুত্বাফ্ফিফীন (প্রতারণা করা),
৮৪. আল ইন্শিকাক (খন্ড-বিখন্ড করণ),
৮৫. আল বুরুজ (নক্ষত্রপুন্জ),
৮৬. আত তারিক্ব (রাতের আগন্তুক),
৮৭. আল আ’লা (সর্বোন্নত),
৮৮. আল গাশিয়াহ্ (বিহ্বলকর ঘটনা),
৮৯. আল ফাজ্র (ভোরবেলা),
৯০. আল বালাদ (নগর),
৯১. আশ শামস (সূর্য),
৯২. আল লাইল (রাত্রি),
৯৩. আদ দুহা (পূর্বান্হের সুর্যকিরণ),
৯৪. আল ইনশিরাহ (বক্ষ প্রশস্তকরণ),
৯৫. আত ত্বীন (ডুমুর),
৯৬. আল আলাক (রক্তপিন্ড),
৯৭. আল ক্বাদর (মহিমান্বিত),
৯৮. আল বাইয়্যিনাহ (সুস্পষ্ট প্রমাণ),
৯৯. আল যিল্যাল (ভূমিকম্প),
১০০. আল আদিয়াত (অভিযানকারী),
১০১. আল ক্বারিয়াহ (মহাসংকট),
১০২. আত তাকাসুর (প্রাচুর্যের
প্রতিযোগিতা),
১০৩. আল আছর (সময়),
১০৪. আল হুমাযাহ (পরনিন্দাকারী),
১০৫. আল ফীল (হাতি),
১০৬. কুরাইশ (কুরাইশ গোত্র),
১০৭. আল মাউন (সাহায্য-সহায়তা),
১০৮. আল কাওসার (প্রাচুর্য),
১০৯. আল কাফিরুন (অবিশ্বাসী গোষ্ঠী),
১১০. আন নাসর (স্বর্গীয় সাহায্য),
১১১. আল লাহাব (জ্বলন্ত অংগার),
১১২. আল ইখলাস (একত্ব)
১১৩. আল ফালাক (নিশিভোর)
১১৪. আল-নাস (মানবজাতি)
# শেয়ার করে সকল কে জানানোর সুযোগ
করে দিতে ভুলবেন না।
নিজে জানি অন্যকে #শেয়ার করে জানিয়ে
দেই ।

25 thoughts on "আসুন জেনে নেই পবিত্র কূর’আনের সূরা গুলোর নামের অর্থ গুলি"

    1. Devian Sagor Author Post Creator says:
      thanks
  1. abidperves Author says:
    [b]tricked the profile Edith kora jacche
    na[/b]
    1. Devian Sagor Author Post Creator says:
      free basic a hoyna
      … MB diye dhukun…tahole hobe!
    1. Devian Sagor Author Post Creator says:
      thanks
  2. Abdus Salam Author says:
    এসব অপ্রয়োজনীয় পোস্ট করা থেকে বিরত থাকুন। এতে করে দরকারি পোস্ট গুলো নিচে চলে যায়।
    1. Devian Sagor Author Post Creator says:
      এটা অপ্রোজনীয়?? তাইলে তো রানা ভাই কে Islamic Stories এই ক্যাটাগরিটা ডিলেট করতে বলতে হবে!
    2. akram09✅ Author says:
      তুই কি মুসলমান?তুই দেখছি সব গুলা ইসলামিক পোস্ট এ এমন কমেন্ট করস,রানা ভাই একে ট্রেইনার পদ থেকে বাতিল করুন।
    3. Sabbir Hossain Author says:
      আব্দুস সালাম ভাই, যাদের জানার আগ্রহ আছে তারা নিজেরাই খোঁজে নিবে। ট্রিকবিডিতে ইসলামিক ক্যাটাগিরী আছে, এতে যে কেউ পোস্ট করতে পারে। কারন এটা ক্যাটাগিরীর বাইরে নয়। আর যে কেউ যে কোন ক্যাটাগিরীতে আনলিমিটেড বিষয়ভিত্তক পোস্ট করতে পারে। এই ধরনের পোস্ট বন্ধের আগে অন্যরকম ক্যাটাগিরীর বাইরের বিষয় সিনেমা রিভিউ বাদ দিতে হবে। তবে এটা শেষ যামানা। আর শেষ যামানায় যমিনের নিচের সবচেয়ে নিকৃষ্ট হবে আলেমগন। যাই হোক মনে কিছু নিবেন না দয়া করে।
    4. Haseev Author says:
      অপ্রয়োজনীয় এই শব্দটা লেখার আগে আপনার একটু বিবেচনা করা উচিৎ ছিল। ভবিষ্যতে এই ধরনের কথা বলার আগে নিজের বিবেককে একটু কাজে লাগাবেন। আমার তো মনে হয়না এখানে এমন কোনো মুসলিম আছে যে বাংলা অর্থ দুরের কথা ১১৪ টি সুরার নাম জানে কিনা সন্দেহ। নিজে ইসলামের বিন্দু মাত্র জানলে প্রচার করুন এবং অপরকে উক্ত কাজে সহয়তা করুন।
  3. akram09✅ Author says:
    তুই কি মুসলমান?তুই দেখছি সব গুলা ইসলামিক পোস্ট এ এমন কমেন্ট করস,রানা ভাই একে ট্রেইনার পদ থেকে বাতিল করুন।
    1. Abdus Salam Author says:
      “ঐ ব্যক্তিই প্রকৃত মোমিন যার কথা এবং কাজ দারা অন্য মোমিন ব্যক্তি কষ্ট পায় না – সহিহ হাদিস”
      এই হাদিস অনুযায়ী আপনি এখন ও মোমিন হতে পারেন নাই।
    2. akram09✅ Author says:
      omg আমাকে হাদিস দেখাস,হাদিস এর আলোকে চিন্তা কইরা দেখ, তুই কি মুমিন নাকি যে,তোকে কস্ট দিলে আমি মোমিন থাকব না,তুই তো মুনাফিক।
    3. Abdus Salam Author says:
      আবুল তো আবুলই?
    4. Devian Sagor Author Post Creator says:
      হ রে ভাই! ইসলামিকক পোস্ট করলেই “আবুল” হয়ে যায়! আপনি তো খুব মেধাবী! আমি না হয় আবুল ই থেকে গেলাম
    5. Abdus Salam Author says:
      সাগর ভাই তোমাক বলি নাই। আকরাম কে বলছি।
  4. akram09✅ Author says:
    এমন পোস্ট করার জন্য ধন্যবাদ ভাই,আরো বেশি বেশি ইসলামিক পোস্ট করুন।
    1. Devian Sagor Author Post Creator says:
      okkk… I will try
      .. inshallah
  5. M.Rubel Author says:
    আমার কথা একটাই ভালো কাজ করলে সবাই ভালোই বলবে।
    1. Devian Sagor Author Post Creator says:
      Right Vai…..
  6. Devian sagor,আপনি তো হিন্দু। আপনি ইমান এনেছেন? যদি মুসলিম হতে চান তাহলে এই নিয়ে ট্রিকবিডিতে একটা post করুন?
    1. Devian Sagor Author Post Creator says:
      ফালতু কথা কেন বলেন Boss?? আমি হিন্দু কে বললো?

      আমি নিয়মিত কম করে হলেও সর্বনিম্ন ২-৩ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ি ?

    2. Trickbd author গ্রুপের অনেকে বল্ল তাই। সরি ভুল বুঝার জন্ন। মাফ করেন প্লিজ,বস??

Leave a Reply