রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন- বান্দারকাছ থেকে কেয়ামতের দিন সর্বপ্রথমযে বিষয়ের হিসেব গ্রহণকরা হবে তা হল তার সালাত।সে যদি তা পুরোপুরীভাবে আদায়করে থাকে তবে তা পুরো লেখা হবে। আর সে যদি তা পুরোপুরী আদায়না করে থাকে, তবে মহান ওপরাক্রান্ত আল্লাহফেরেশতাদেরকে বলবেন -“দেখ, আমারবান্দার কোন নফল সালাত আছে কিনা,যার দ্বারা তোমরা তার ফরজ পুরো করে নিতে পার।”অতঃপর যাকাতসম্বন্ধে অনুরূপভাবে হিসেব গ্রহণকরা হবে। তারপর তার সমূদয় আমলেরহিসেব অনুরূপভাবে নেয়া হবে।”[আহমদ ও আবূ দাউদ এ হাদীসটি তামীনদারী ও হযরতআবনে আবি শায়বা (রা) থেকে সংগ্রহকরেছেন।]Visit My Site

One thought on "প্রথম হিসাব হবে নামাজ"

  1. Avatar photo mdobidulhaquk Author says:
    সন্দুর পুষ্ট

Leave a Reply