আসসালামু আলাইকুম,আশাকরি সবাই ভালো আছেন।তো ট্রিকবিডির সাথে থাকলে ভালো থাকারই কথা, কেননা এখান থেকে প্রতিনিয়ত আমরা অনেক কিছু জানতে ও শিখতে পারি।তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে একটা ইসলামিক নামাজ শিক্ষা এ্যাপস নিয়ে কথা বলবো।ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে দ্বিতীয় স্তম্ভ হলো নামাজ। কিন্তু দুঃখজনক হলো যেভাবে নামাজ পড়ার সঠিক নিয়ম আমরা অনেকে জানিনা, আবার জানিনা এ কথাটা কাউকে বলতেও পারিনা,তাই সঠিক নিয়মটা শিখতেও পারিনা। নামাজ আদায় করার জন্য আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে ৮২ জায়গায় আদেশ করেছেন।তাহলে বুঝতেই পারছেন নামাজ কতটা গুরুত্রপূর্ণ,আর সেই নামাজ অনেকে সঠিকভাবে না জেনে নামাজ আদায়ে সৃষ্টিকর্তার সামনে যায়,তবে এটা কতটা যুক্তিযুক্ত।আসলে কোনো বিষয়ে আপনি যদি ভালোভাবে জেনে আমল করেন তাহলে আপনার নিজের কাছেও অনেক ভালো লাগবে সৃষ্টিকর্তাও আপনার ওপর খুশি হবেন।তো বন্ধুরা আপনারা যাতে সঠিক পদ্ধতিতে নামাজ আদায় করতে পারেন এর জন্য একটা চমৎকার একটা এ্যাপস শেয়ার করছি।এই এ্যাপস থেকে আপনারা চিত্র সহকারে নারী পুরুষের নামাজ, প্রয়োজনীয় সূরা,দোয়া,নামাজে যেগুলো পড়া হয় তার অর্থ,নামাজ সম্পর্কিত হাদিস,নামাজ পরিত্যাগ এর শাস্তি, আযানের সময় ওই এ্যাপস থেকে আযান দেওয়া,আপনার নিজের জেলার আযান ও নামাজের সময়সূচী, তাসবিহ গণণা আরো অনেক ফিচার রয়েছে এ্যাপসটিতে।অনেক ছোট একটি এ্যাপসে অনেকগুলো ফিচার দেখে আপনিও অবাক হবেন।আমরা যারা মুসলমান তাদের এ্যাপসটি অনেক ভালো লাগবে। এ্যাপসটি প্লে-স্টোরে পাবেন না, এ্যাপসটি ইনস্টল করতেএখানে ক্লিক করুন
অথবা নিচের স্কিনশর্ট ফলো করে ইনস্টল করেনিন।
যেকোনো ব্রাউজারে, সচিত্র নামাজ শিক্ষা Apk লিখে সার্চ দিন এবং ওখানে ক্লিক করুন



ডাউনলোড করে ইনস্টল করুন।



এবার এ্যাপসটিতে প্রবেশ করুন



যেটা দেখতে চান সেটাতে ক্লিক করুন




দেখুন এ্যাপসে এরকমভাবে সবগুলো দেখতে পারবেন।











নামাজের সময়সূচীতে ক্লিক করে ওখানে ক্লিক করুন



সেটিংসে ক্লিক করুন



আপনার জেলা সিলেক্ট করুন।তাছাড়া ওখানে এ্যাপস থেকে কোন কোন সময়ে আযান দিবে সেটাও সিলেক্ট করতে পারবেন।



আশাকরি আপনাদের পোষ্টটি অনেক ভালো লেগেছে।পোষ্টে ভুলত্রুটি হলে ক্ষমা করবেন।আর ভালো লাগলে বিভিন্ন ধরনের ফ্রিনেট ইনকাম সাইটের আপডেট পেতে আমার ভাইয়ের ইউটিউব চ্যানেল BD TRICK SH সাবসক্রাইব করতে এখানে ক্লিক করুন
তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন[[[খোদাহাফেজ]]]

8 thoughts on "চিত্র সহকারে নামাজ শিখুন,সাথে সূরা,দোয়া,আযান,নামাজের সময়সূচী আরো অনেক ফিচার সমৃদ্ধ ছোট একটা নামাজ শিক্ষা এ্যাপস,সকল মুসলমান ভাইদের দেখার অনুরোধ রইলো"

    1. Mohammad Ashik Contributor Post Creator says:
      tnxx
  1. Robiul Contributor says:
    Valo Post
  2. Mohammad Ashik Contributor Post Creator says:
    tnxx all
  3. nihan121 Contributor says:
    nice post?
  4. Ibrahim Contributor says:
    Peace be upon you
  5. Java Mobile Family Author says:
    অসাধারণ

Leave a Reply