♥ ♥ নবীজীর (সা:) শেষ বিদায়ের মুহুর্ত গুলি ♥ ♥

সেদিন সোমবার। চরম বেদনা-বিধুর এক সোমবার।
চির বিদায়ের দিন মহানবীর।
তখন সুবহে সাদিক।
মসজিদে নববীতে ফজরের জামায়াতে
সমবেত হয়েছেন সাহাবীরা।
নবিজির অপেক্ষা করতে করতে
আবু বকরের ইমামতিতে নামায তখন আরম্ভ হয়েছে।
এ সময় মহানবীর হৃদয় ব্যাকুল হয়ে উঠল এটা দেখার জন্য।
যে, তার পরে আল্লাহর বান্দারা কিভাবে মহাপ্রভুর উপাসনায় লিপ্ত থাকে।
তিনি তাঁর কামরার পর্দা তুলে দিতে বললেন।
পর্দা উঠে যেতেই মসজিদে নববীতে সাহাবীদের নামাযের জামায়াত দৃশ্যমান হয়ে উঠল।
এই নয়নাভিরাম দৃশ্য দেখে
সেই অন্তিম সময়েও মহানবীর মুখ-মণ্ডলের রোগ-ক্লিষ্টতা যেন দূর হয়ে গেল।
আনন্দ-উৎসাহে দীপ্ত হয়ে উঠল তাঁর বদনমণ্ডল।
ঠোঁটে দেখা দিল তাঁর হাসির রেখা।
সাহাবীদের দিকে চেয়ে শেষবার যেনহাসলেন মহানবী (সা)।
সেই শেষ দিনের স্নেহের দুলালী ফাতিমা (রা)।
যন্ত্রণাকাতর পিতার দিকে চেয়ে চিৎকার করে বলে উঠলেন,
‘হায়, আমার পিতা না জানি কত কষ্ট পাচ্ছেন।’

স্নেহের দুলালী কন্যা ফাতিমার এই বিলাপ শুনে মহানবী বললেন,
‘ফাতিমা, আর অল্প সময় তোমার পিতার কষ্ট,
আজকের পর আর কষ্ট নেই।’
মহানবীর পাশে উম্মুল মুমিনীন আয়েশা (রা)।
যন্ত্রণা-পীড়িত মহানবীর একটা অভিপ্রায় তিনি বুঝলেন।
উম্মুল মুমিনীন একটা মেছওয়াক চিবিয়ে মহানবীর হাতে দিলেন।
তা নিয়ে মহানবী (সা) ধীরে দাঁতে বুলালেন।
নিকটে পানির একটা পাত্র ছিল।
পাত্র থেকে হাতে করে পানি নিয়ে মুখে দিতে দিতে তিনি বললেন,
“মৃত্যুর অনেক কষ্ট। লা’ ইলাহা ইল্লাল্লাহ।
হে আল্লাহ আমাকে মৃত্যু যন্ত্রণা সহ্য করার শক্তি দান কর।”।
দিনের তখন তৃতীয় প্রহর শেষ হতে যাচ্ছে।
মহানবী (সা) বার বার অচেতন হয়ে পড়ছেন।
প্রতিবার চেতনা ফিরে আসার পরই তিনি বলছেন,
“হে আল্লাহ,হে আমার পরম বন্ধু,
হে আমার পরম সুহৃদ
তোমার সঙ্গে তোমার সন্নিধানে আমি প্রস্তুত ।”
মহানবীর পরম স্নেহভাজন হযরত আলী (রা)-এর কোলে তখন মহানবীর মাথা।
চোখ মেললেন মহানবী (সা)
এবং আলীর দিকে তাকালেন।
বললেন, “সাবধান, দাস-
দাসীদের প্রতি নির্মম হয়ো না।
’ এরপর মহানবীর চির বিদায়ের অন্তিম মুহূর্ত।
উম্মুল মুমিনীন আয়েশা (রা) মহানবীর মাথা কোলে নিয়ে বসে আছেন।
তখন শেষবারের মত মহানবী (সা) চোখ খুললেন।
উচ্চকণ্ঠে বলে উঠলেন, ‘নামাজ, নামাজ
সাবধান! দাস- দাসীদের প্রতি সাবধান!’
এবং মহানবীর কণ্ঠে উচ্চারিত হলো,
‘হে আল্লাহ, হে আমার পরম সুহৃদ!’
এটাই ছিল রাহমাতুললিল আলামিনের
শেষ নিঃশ্বাসের শেষ কথা।
মহাপ্রভুর উদ্দেশ্যে চির বিদায় ঘটল
জগতের শেষ নবী, আশরাফুল আম্বিয়া, রাহমাতুললিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ইন্না-
লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উৎস: হাদীসের
কিসসা, লেখক-আকরাম ফারুক।
====================
===♥♥♥ভালো থাকুন, সুস্থ থাকুন,ট্রিকবিডির সাথেই থাকুন♥♥♥===

6 thoughts on "♥ ♥ নবীজীর (সা:) শেষ বিদায়ের মুহুর্ত গুলি ♥ ♥"

  1. GM ZAHID Author says:
    #আপনাকে এত সুন্দর একটি পোষ্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া

    #আমাদের সবারই বিশ্বায়নকে প্রচার করা উচিত এবং সব মানুষকে এসব বিষয়ে জ্ঞানী করা দরকার

    #খুব কম পরিমাণ মানুষ এসব ঘটনা সম্বন্ধে জানে সবাই মুসলিম হলেও

    #আপনারা যদি এভাবে নতুনভাবে শেয়ার করে আবার আমাদের জানান তাহলে আমরা সবাই অনেক হইসলামিক জ্ঞান লাভ করব

  2. tanvirtheboss Subscriber says:
    একটা হাদিস আছে কুরানের আয়াত নবীজীর মৃত্যুর দিনে ছাগলে খেয়ে নেওয়ার ব্যপারে https://www.hadithbd.com/print.php?hid=32863

    আমার প্রশ্ন হলো মুহাম্মদ (স) এর মৃত্যুর এই দিনেই কি তাহলে ছাগলে আয়াত খেয়েছিল ?

  3. tanvirtheboss Subscriber says:
    আমার প্রশ্ন হলো মুহাম্মদ (স) এর মৃত্যুর এই দিনেই কি তাহলে ছাগলে আয়াত খেয়েছিল ?
  4. tanvirtheboss Subscriber says:
    একটা হাদিস আছে কুরানের আয়াত নবীজীর মৃত্যুর দিনে ছাগলে খেয়ে নেওয়ার ব্যপারে
  5. tanvirtheboss Subscriber says:
    একটা হাদিস আছে কুরানের আয়াত নবীজীর মৃত্যুর দিনে ছাগলে খেয়ে নেওয়ার ব্যপারে https://www.hadithbd.com/print.php?hid=32863
  6. tanvirtheboss Subscriber says:
    একটা হাদিস আছে Quran er ayat মৃত্যুর দিনে ছাগলে খেয়ে নেওয়ার ব্যপারে

Leave a Reply