⭕কিছু নিষিদ্ধ কাজ……..

⭕ উপুর হয়ে বুকের উপরে ভর দিয়ে
শোয়া নিষিদ্ধ,
কারণ এইভাবে শয়তান শোয়। সহীহ
বুখারী।

⭕ বাম হাতে খাওয়া বা পান করা
নিষিদ্ধ,
কারণ বাঁ হাতে শয়তান খায়। রিয়াদুস
সালেহীন

⭕ পশুর হাড় দিয়ে ইস্তিঞ্জা করা
নিষিদ্ধ,কারণ আল্লাহর নাম নিয়ে জবাই করা
প্রাণীর হাড়গুলো যা মানুষেরা ফেলে
দেয়, তা মুসলিম জিনদের খাবার। সহীহ বুখারী।

⭕ সন্ধ্যা সময় বাচ্চাদের বাইরে বের
হতে দিতে রাসুল (সাঃ) নিষেধ করেছেন এবং ঘরের দরজা জানালা বন্ধ রাখতে বলেছেন, কারণ তখন জিনেরা বাইরে বের হয়।

⭕ আযান দিলে শয়তান জিনেরা বায়ু
ছাড়তে ছাড়তে লোকালয় থেকে পলায়ন করে। আর কুকুর ও গাধা শয়তান জিনদেরকে দেখতে পেলে চিৎকার করে। একারণে, অনেক সময় ইশা বা ফযরের আযান দিলে কুকুরেরা চিৎকার চেচামেচি শুরু করে। কারণ তখন কুকুরেরা আযান শুনে পলায়নরত শয়তান জিনদের দেখতে পায়। উল্লেখ্য, রাতের বেলা কুকুর ও গাধার ডাক শুনলে”আউযুবিল্লাহি….রাজীম”
এই দুয়া পড়ে শয়তান থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইতে হয়।
-সহীহ বুখারী, হিসনুল মুসলিম।

⭕ মোরগ আল্লাহর রহমতের
ফেরেশতাদেরকে দেখতে পায়, একারণে
মোরগের ডাক শুনে “আল্লাহুম্মা ইন্নি
আস-আসুকা মিং ফাযলিকা” এই দুয়া পড়ে
আল্লাহর অনুগ্রহ চাইতে হয়। হিসনুল মুসলিম।

⭕ গোসলখানায় প্রসাব করা যাবেনা।
______ আল হাদিস (ইবনে মাজাহঃ৩০৪)

⭕ কেবলামুখি বা তার উল্টো হয়ে
প্রসাব, পায়খানা করা যাবে না।।
_______ সহিহ বুখারিঃ ৩৯৫

⭕ গুলি বা তীরের নিশানা প্রশিহ্মণের
জন্য প্রাণী ব্যবহার
করা যাবে না।।
_______ মুসলিমঃ ৫১৬৭

⭕ ইহুদি, খ্রিষ্টান ও মুশরিক
কাউকে বিয়ে করা যাবে না।।
_______ আল কোরআন।

⭕ স্বামী ব্যাতিত অন্য কারোর সামনে যাওয়ার জন্য সাজুগুজু করা স্ত্রীর জন্য হারাম।
_______ আল কোরআন,
(আহজাবঃ ৩৩)

⭕ মুর্তি কেনা, বেঁচা, পাহারা দেওয়া
হারাম।।
_______ আল কোরআন (মাইদাহঃ
৯০, ইবরাহীমঃ ৩৫)

⭕ কারো মুখমণ্ডলে আঘাত
করা যাবে না।।
______ মুসলিমঃ ৬৮২১

⭕ কাপড় পরিধাণ থাকা সত্তেও
কারো গোপন অঙ্গের জায়গার
দিকে দৃষ্টিপাত করা যাবে না।।
______ মুসলিম ৭৯৪

⭕ আল্লাহ ব্যাতিত কারো নামে
কসম করা যাবে না। বাপ দাদার নাম,
কারো হায়াত, মসজিদ বা কোরআন এর
নামে কসম করা, মাথায় নিয়ে
সত্যতা প্রকাশ করা যাবে না।।
________ আবু দাউদ৩২৫০

নাসায়ীঃ ৩৭৭৮।

⭕ কোন প্রাণীকে আগুনে পুড়িয়ে
মারা যাবে না।।
_______ আবু দাউদ ২৬৭৭

⭕ হাশরের দিন শেষ বিচারের পরে
আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতে দেবেন আর, জাহান্নামীদেরকে জাহান্নামে দেবেন। তখন আল্লাহ জান্নাতী ও জাহান্নামীদেরকে
ডাক দিয়ে বলবেন, তোমরা এই দিকে
দেখো। তখন জান্নাত ও জাহান্নামের
মাঝখানে একটা সাদা দুম্বাকে দেখিয়ে
আল্লাহ বলবেন, এই দুম্বাটা হচ্ছে
মরণ। তখন সেই দুম্বাকে জবাই করে ফেলা হবে।
এইভাবে দুম্বারূপী মরণকে জবাই করে
আল্লাহ মৃত্যুকে হত্যা করে ফেলবেন।
তখন তিনি বলবেন, আজকের পর থেকে আর কোন মরণ থাকবেনা। সুতরাং, যারা জান্নাতে যাবে তারা চিরকাল জান্নাতে আনন্দ- উল্লাসের মাঝে থাকবে। আর যারা জাহান্নামে যাবে তারা চিরকাল আযাব-
গজব আর দুঃখ-কষ্টের মাঝে থাকবে। দুম্বারূপী মৃত্যুকে হত্যা করে ফেলার এই ঘোষণার কারণে জান্নাতীরা আরো বেশি আনন্দিত হবে, কারণ তাদের আনন্দের জীবন কখনো শেষ হবেনা। আর এই ঘোষণা জাহান্নামীদের জন্যে আরো বড় বিপদ ও দুঃখ নিয়ে আসবে। কারণ জাহান্নামে যতই আগুনে পুড়ুক বা যতই যন্ত্রনাদায়ক শাস্তি ভোগ করুক, তার ফলে কোনদিন তারা মরবেনা। অনন্তকাল কঠিন শাস্তি ভোগ করতে থাকবে।

⭕ আল্লাহ্ আমাদের সবাইকে জাহান্নামের আজাব থেকে রক্ষা করুক।আমিন

??যারা ইসলামিক গজল ও ইসলামিক কাহিনী ভালোবাসেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্কাইব

করে রাখতে পারেন??

ধন্যবাদ ট্রিকবিডির সংগেই থাকুন।

20 thoughts on "⭕কিছু নিষিদ্ধ কাজ"

    1. Avatar photo mamunarhan_ Author Post Creator says:
      ধন্যবাদ।ট্রিকবিডির সাথেই থাকুন
  1. Avatar photo MD FAYSAL Contributor says:
    খুবই গুরুত্বপূর্ণ পোস্ট
  2. Avatar photo MD FAYSAL Contributor says:
    খুবই গুরুত্বপূর্ণ পোস্ট
  3. Avatar photo lulovebd.tk Contributor says:
    valo lagse post vai aro ai rokom post koro
  4. Avatar photo lulovebd.tk Contributor says:
    valo lagse post vai aro ai rokom post koro
    1. Avatar photo mamunarhan_ Author Post Creator says:
      ধন্যবাদ।ট্রিকবিডির সাথেই থাকুন
  5. Avatar photo Abdus Sobhan Author says:
    ৪০টি মূল্যবান ছোট হাদিস:
    https://www.trickwebbd.tk/2019/08/40-Important-Hadith.html
  6. Avatar photo Azim Contributor says:
    Nice post
    1. Avatar photo mamunarhan_ Author Post Creator says:
      ধন্যবাদ ট্রিকবিডি সাথেই থাকুন
  7. Avatar photo Ruman Hasan Author says:
    wow valo laglo bro
    1. Avatar photo mamunarhan_ Author Post Creator says:
      ধন্যবাদ।ট্রিকবিডির সাথেই থাকুন
  8. Avatar photo RMS ABUBOKOR Contributor says:
    হালার পো কপি করছো আর ক্রেডিট দাওনা কেন?
  9. Avatar photo HBSumon Subscriber says:
    সুন্দর পোস্ট এইসব বিষায়ে পোষ্ট করলে সকলে খরাপ কাজ থেকে বিরত থাকা যায় তাই এইসব বিষায়ে পোস্ট করার দরকার আছে চালিয়ে যান এই ধরনের পোস্ট সাথে আসি সাথে থাকব আপাকে অনেক অনেক ধন্যবাদ
  10. Avatar photo xoxoxxxx Contributor says:
    Khub vlo lagse.Trickbd te login korai hoyna.Tao login kore comment korlam karon eta khub e informative post.Carry on.
    1. Avatar photo mamunarhan_ Author Post Creator says:
      আপনাকে অসংখ্য ধন্যবাদ
  11. Avatar photo Block Buster Contributor says:
    Good post.Carry on.

Leave a Reply