Hello Friends সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

Assalamualikum আজকে আমি আপনাদের মাঝে মহানবী (সাঃ) এর কিছু হাদিস নিয়ে আসলাম। এই পর্বে আমরা জানতে পারবো আল্লাহই যথেষ্ট,ভ্রাতৃত্ব ও ভ্রাতৃত্বের দায়িত্ব,বিশ্বাস ভংগ করা,ভালো কাজ, শোকর ও সবর সম্পর্কে আমাদের মহানবী (সাঃ) কি বলেছেন ।

আল্লাহই যথেষ্ট

৭২.মর্যাদা অনুযায়ী মানুষকে সমাদর করো। [ আবু দাউদ ]

৭৩ . যে আল্লাহর উপর ভরসা করে , তার জন্যে আল্লাহই যথেষ্ট। [ ইবনে মাজাহ ]

৭৪ . জ্ঞানীরা নবীদের উত্তরাধিকারী।[ তিরমিযী ]

৭৫. জ্ঞানবান আর দুনিয়াদার সমান নয়।[ দারেমী ]

৭৬. সবচেয়ে মন্দ লোক জ্ঞানীদের মধ্যে যারা মন্দ তারা, আর সবচেয়ে ভালো লোক জ্ঞানীদের মধ্যে যারা ভালো তারা। (দারমী)

৭৭. প্রতিটি জ্ঞান তার বাহকের জন্যে বিপদের কারণ, তবে যে সে অনুযায়ী আমল (কাজ) করে তার জন্যে নয়।(তাবরানী)

ভ্রাতৃত্ব ও ভ্রাতৃত্বের দায়িত্ব

৭৮. মুমিন মুনিনের ভাই । [ মিশকাত ]

৭৯. মুসলমান মুসলমানের ভাই । [ সহীহ বুখারী ]

৮০. মুমিন মুমিনের আয়না । [ মিশকাত ]

৮৭. মুসলমান মুসলমানের ভাই। সে তার ভাইয়ের প্রতি যুলম করেনা এবং তাকে অপমানিতও করেনা। [ সহীহ মুসলিম ]

৮১. মুমিন মুমিনের সাথে প্রাচীরের গাঁথুনির মতে মজবুত সম্পর্ক রাখে।[ সহীহ বুখারী ]

৮২ . মুমিন ছাড়া অন্যকে সাথী বন্ধু বানাবেনা। [ মিশকাত ]

বিশ্বাস ভংগ করা

৮৩.যে তোমার সাথে বিশ্বাস ভংগ করেছে , তুমি তার সাথে বিশ্বাস ভংগ করোনা । [তিরমিযী ]

৮৪. যে নেতার আনুগত্য করলো, সে আমারই আনুগত্য করলো। [ সহীহ বুখারী ]

৮৫. যে নেতার অবাধ্য হলো সে আমার অবাধ্য হলো। [ সহীহ বুখারী ]

৮৬. যে আল্লাহর অবাধ্য হয় , তার আনুগত্য করা যাবেনা। [ কানযুল উম্মাল ]

৮৭. কারো এমন হুকুম মানা যাবেনা ,যাতে আল্লাহর হুকুম অমান্য করতে হয়।[ সহীহ মুসলিম ]

৮৮. যে নেতা হয় , তাকে সবার চেয়ে দীর্ঘ হিসাব চেয়ে দীর্ঘ হিসাব দিতে হবে। [ কানযুল উম্মাল ]

ভালো কাজ

৮৯. প্রতিটি ভালো কাজ একটি দান।[ সহীহ বুখারী ]

৯০. উত্তম লোক সে , যার বয়স হয় দীর্ঘ আর কর্ম হয় সুন্দর । [ তিরমিযী ]

৯১. মুসলমান সে , যে নিজের অনিষ্টকর ভাষা ও কর্ম থেকে মুসলমানদের নিরাপদ রাখে। [ সহীহ বুখারী ]

৯২. মুসলমানকে গালি দেয়া ফাসেকী আর হত্য করা কুফরী। [ সহীহ বুখারী ]

৯৩. প্রত্যেক মুসলমানের জন্যে অপর মুসলমানদের রক্ত , সম্পদ ও ইজ্জত সম্মানযোগ্য। [ সহীহ মুসলিম ]

শোকর ও সবর

৯৪.যে খেয়ে শোক আদায় করে , সে ধৈর্যশীল রোযাদারের সমতূল্য।[ তিরমিযী ]

৯৫. সবর হলো আলো। [ সহীহ মুসলিম ]৯৬. যে কাউকেও প্রতারণা করলো সে আমার লোক নয়। [ সহীহ মুসলিম ]

৯৭ . সাবধান! তোমরা হিংসা করা থেকে আত্মরক্ষা করো। [ আবু দাউদ ]

৯৮. তোমরা একে অপরের প্রতি হিংসা করোনা , ঘৃণা বিদ্বেষ কারো না এবং পরস্পর থেকে মুখ ফিরিয়ে নিয়োনা ।[ সহীহ মুসলিম ]

??পোষ্টি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এবং লাইক দিবেন ??

?পোষ্টি পড়ার জন্য ধন্যবাদ❤

Leave a Reply