আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।
প্রশ্নঃ আমি যেনা করতে চাই।আমি আর নিজেকে সামলাতে পারছি না। দশ বছর যাবৎ ধৈর্য ধরে আছি। আলহামদুলিল্লাহ আমি নামাজ পড়ি। রোজা রাখি।কিন্তু যখনি আমি কোন মেয়েকে বিয়ের প্রস্তাব দেই বিয়ে ভেঙ্গে যায়। আমি যেনা করতে চাই। আমি যেনা করতে চাই। আমি দোয়া করি কিন্তু দোয়া কবুল হয়না। আমি কি করবো আমি আর পারছিনা।
উত্তর :আল্লাহ তায়ালা দুনিয়াতেই যেনার শাস্তি বেত্রেঘাত ও পাথর নিক্ষেপ হত্যা নির্ধারণ করেছেন।এবং গুনাহর সাথে বেশকিছু বিধান আরোপ করেছে। যেমন : যেনাকারী তওবা না করা পর্যন্ত তাকে বিয়ে করতে দেওয়া হবে না। এ গুনাহর কারণে আখিরাতে যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি হুমকি দিয়েছেন।
হযরত মোহাম্মদ (সাঃ) সে শাস্তির কিছু বর্ণনা উল্লেখ করা হয়েছে → আল্লাহ তায়ালা জাহান্নামের একটি চুল্লীতে ব্যভিচারী নর নারীকে উলঙ্গ অবস্হায় একত্র করবেন। সেখানে জাহান্নামের আগুনে তাদেরকে পুরানো হবে।তাদের বিকট শব্দ শুনা যাবে। অতএব যে ব্যক্তি যেনা করতে চায় আমাদের কাছে তার জন্য অনুমতি নেই। আমাদের কাছে যেনার বৈধ মর্মে কোন ফতোয়া নেই।
আগেই বলেছি আপনার সাথে স্পষ্টবাদী হব। আপনি যেমন আমাদের কাছে স্পষ্টবাদী হয়েছেন।ধরুন আপনি যে কঠিন ও কষ্টকর পরিস্থিতির মধ্যে আছেন আল্লাহ তায়ালা না করুন →আপনার বোন বা মা যদি সে অবস্থার পড়ে এবং আপনি যা করতে চাচ্ছেন তারাও তা করতে চায় তখন তাদের এই চাওয়ার ব্যাপারে আপনার মতামত কি হবে..?
আমরা আপনার প্রশ্নের উত্তর জানি। সুতরাং উত্তর দেওয়া প্রয়োজন নেই। আমরা শুধু এ ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি – আপনি যা করতে চাচ্ছেন সেটা কত বড় জঘন্য। যেনা কারীদের নিয়ে জাহান্নামের ভয়াবহ কত শাস্তির হাদিসি তো শুনালাম।
পবিত্র কোরআনের একটি বক্তব্য আপনাকে শুনাতে চাই। আর সেটি হচ্ছে সূরা মোহাম্মদের ১২ নং আয়াত। আল্লাহ তায়ালা যেনাকারীদের দৃষ্টান্ত দিতে গিয়ে বলেন,তারা খায় ও আনন্দ উপভোগ করে যেমন আনন্দ উপভোগ করে চতুষ্পদ জানোয়ার। অর্থ্যাৎ মানুষ এবং জানোয়ারের মধ্যে পার্থক্য রয়েছে কিন্তু যেনাকারি ও জানোয়ারের মধ্যে কোন পার্থক্য নেই।
কেননা যেনাকারীর লজ্জা থাকে না। যৌন পিপাসা মেটানোর নেশায় সে সাধারণ মানবিক লজ্জা হারিয়ে ফেলে। বৈধ অবৈধ মধ্যে আর কোন পার্থক্য থাকে না। এ বিষয়ে হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) বর্ণনা করেন, হযরত মোহাম্মদ (সাঃ) বলেছেন → যে ব্যক্তি যেনার লিপ্ত হয় তাকে অবশ্যই অবশ্যই দুনিয়াতে ভয়ংকর তিনটি শাস্তির সম্মুখীন হতে হবে। তো সে তিনটি শাস্তি কি তা আমরা এখনই জেনে নিবো।
১= সে ব্যক্তি মহামারী রোগে আক্রান্ত হবে। যেমন তার ডায়রিয়া হবে অথবা কলেরা হবে এবং ঐ রোগ থেকে সে আরোগ্য লাভ করতে পারবেনা। যার চুড়ান্ত পরিণতি হচ্ছে ঐ রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হবে। এবং সে মৃত্যুর সময় কঠিন কষ্ট ও যন্ত্রণা পাবে।
২= যে ব্যক্তি যেনা করবে তার শরীরে আল্লাহ তায়ালা এমন একটি রোগ দিয়ে দিবেন যা তার বংশের মধ্যে কারো নেই। এমন একটি রোগ তাকে ধীরে ধীরে আক্রান্ত করে ফেলবে। যে রোগের চিকিৎসা কোন ডাক্তার দিতে পারবেনা।
৩= যে ব্যক্তি যেনা করবে তার দারিদ্র দেখা দিবে।। অভাব দেখা দিবে কঠিন অর্থনৈতিক সঙ্কটে পড়বে। হাদিসের শেষাংশে বলা হয়েছে জীবন শেষ পর্যারে তার এমন পরিণতি হবে যে তাকে মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষার জন্য খুজতে হবে। যেনাকারীর সর্বশেষ শাস্তি হচ্ছে অতি দারিদ্র্যতা।
তো ভাই সর্বশেষ আপনার উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই। আপনি মোটেই ধৈর্য হারাবেন না বরং আপনার ভুল এবং ত্রটিগুলো খুঁজে বের করার চেষ্টা করুন।
আল্লাহ তায়ালা ওয়াদা দিয়েছেন। তিন ব্যক্তির দোয়া আল্লাহ তায়ালা দ্রুততার সাথে কবুল করে নেন এবং তাদের মাকসুদ পুরন করেন।
১= মজলুমের দোয়া
২= পিতা মাতার দোয়া তার সন্তানের জন্য
৩= কোন অবিবাহিত যুবক যখন অর্থনৈতিক স্বচ্ছলতার জন্য আল্লাহ তায়ালা কাছে দোয়া করেন।আল্লাহ তায়ালা তার অর্থনৈতিক স্বচ্ছলতা দান করেন এবং বিবাহ উপযুক্ত করে দেন।
তো ভাই আপনার জন্য আমার দোয়া রইলো। আল্লাহ তায়ালা আপনাকে যেন তার রহমতে চাদর ধারা ডেকে নন।
You must be logged in to post a comment.
খুবই আলো লাগলো ভাই।
ধন্যবাদ।
ট্রিকবিডির মানুষেরা কি এই পোস্ট পড়বে?
যার জানার ইচ্ছে আছে সে অবশ্যই পড়বে কমেন্ট করার জন্য ধন্যবাদ
কেন পরবে না ভাই… আমি তো এত পোস্ট এর মাঝে এই পোস্ট ২য় নাম্বারে পরলয়াম।
Author ভাই লিখতে থাকুন। খুভ ভাল লাগছে।
ধন্যবাদ ভাই, এই বিষয়ে মানে ৩টা শাস্তির কথা আমি জানতাম না। জেনে উপকৃত হলাম।
ভাই আমি কি আপনার পোস্ট শেয়ার করতে পারি?? পোস্ট ক্রেডিটসহ দিবো।
জ্বি পারেন ক্রেডিট দিতে হবে
Jajakallah khayran
?
আফসো, ট্রিকবিডির ইসলামিক পোস্ট এ কেউ ক্লিক ও করেনা।
ঠিক বলেছেন ভাই। কমেন্ট করার জন্য ধন্যবাদ
vlo laglo
সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ
vlo laglo
সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ
আচ্ছা ভাই masterbation(এইটা কি যিনার ভিতরে পরে,এবং এইটার শাস্তিও কি উপরের মতো
Etao,, khub kharap, so joto taratari somvob biye kore felen, ،allah bolechen,, obossoi allah sobur karider shathe achen,, ekhon amar apnar kaj holo doirjo dhore duya korte thaka , even shoccholitar jonno duya ebong cheshta kora, inshallah khub sohojei Allah rasta khule diben
ভাই Masturbation করা কবিরা গুনাহ।Masturbation সম্পর্কে ভালোভাবে জানতে এই ভিডিওটি দেখতে পারেন https://youtu.be/3SaL76RMOmY
Jazakallah,, khub valo post
Vai,, copy kore fbte share kore dilam
আফসোস ট্রিকবিডিতে যখন কোন ইসলামিক পোস্ট করা হয় তখন কেউ সেটা দেখতে চাই না
টাইটেল দেখে যদি জানার ইচ্ছে থাকে তাহলে সে অবশ্যই পোস্ট দেখবে
অনেক সুন্দর পোস্ট ভাই
ধন্যবাদ সুন্দর একটি কমেন্ট করার জন্য
আমার কথায় খারাপ মনে করবেন না । এই সাইট ইসলামিক/হিন্দু ধমীয় সাইট নয়, যতও হোক এটা টেকনলোজি/ট্রিক শেয়ারিং মাধ্যম, তাই কিছু বলছি । হ্যাঁ, আপনি ভালো, ধমীয় পোষ্ট দিচ্ছেন । আপনি হয়ত নিজধমকে ভালোবাসেন কিন্তু যতই হোক এটা ট্রিক শেয়ারিং মাধ্যম তাই সবদা ট্রিক দেওয়ার চেষ্টা করবেন, সেটা ধমীয় আলোকেও দিলে হয় তারপরও ট্রিক শেয়ারের চেষ্টা করবেন. আপনার সম্পূণে প্রোফাইলে এরকম পোষ্টে ভরা, আপনি চাইলে ইসলামিক সাইটে এরকম পোষ্ট করতে পারেন তবুও ট্রিকবিডিতে শুধু ট্রিক শেয়ারের চেষ্টা কইরেন ।
কেন ইসলামিক পোস্ট করবে না? মৃত্যুর পরে কোন ট্রিক, টেকনোলজিস কিছুই যাবে না, এই সব ইসলামিক পোস্টের কারনে ইসলামিক জ্ঞান অর্জন করি, অতঃপর যতুটুকু আমল করা ও বিরত থাকার চেষ্টা করতে পারি, পোস্ট ক্রেটরকে বলতেছি দয়া করে আপনি আরো বেশি বেশি পোস্ট করেন, সবশেষে বলব পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ ছিল, ধন্যবাদ
@dkdjibon ও @A.I Sagor আপনারা যে কমেন্ট গুলো করলেন আমার মনে হচ্ছে আপনারা Trickbd Category ঠিক করে দেখেননি। Trickbd Category তে Islamic Stories নামে একটি Category আছে এখানে আপনি ইসলামিক পোস্ট করতে পারবেন। Islamic Stories নামে Category এমনি এমনি দেইনি। আর হে আপনারা যে বলছেন ইসলাম সম্পর্কে নতুন নতুন ট্রিক দিতে আপনাদের মনে হয় এই ট্রিক ট্রিক করতে করতে মাথা গেছে। ইসলাম সম্পর্কে যা বলার আছে সবকিছু ১৪০০ বছর আগে হযরত মোহাম্মদ (সাঃ) বলে গেছেন আর রেখে গেছেন কোরআন। এখানে আপনি নতুন কি ট্রিক চান। কোরআন কি চাইলেই পরিবর্তন করতে পারবেন।নতুন নতুন ট্রিক কি আমি বানিয়ে বানিয়ে কোরআন হাদিস ছাড়াই দিয়ে দিবো। এগুলো চিন্তা মাথা থেকে নামিয়ে ফেলেন। এই ট্রিক কয়দিন থাকবে ইন্টারনেট ট্রিক হ্যাকিং ট্রিক। কোরআন ও হাদিস পৃথিবীর কিয়ামত হওয়ার আগ পর্যন্ত থাকবে। অতএব ভালো হয়ে যান চিন্তা ভাবনা করে কমেন্ট করবেন।
দাদাদের চুলকানি শুরু হইছে।কোন ধরনের ধর্মনিরপেক্ষ এরা এখন বুঝাই যাচ্ছে
@dkdjibon ভাইয়ের সাথে একমত । এরকম পোষ্ট ট্রিকবিডিতে না করাই ভালো তবে ইসলামিক সাইটে পোষ্ট করলে হয় । যেহেতু ট্রিকবিডি টেক বিষয়ক সাইট তাই টেক শেয়ারের চেষ্টা করবেন অথবা ধমীয় আলোকে টেক/টিপস/ট্রিক শেয়ার তরতেও পারেন ।
@dkdjibon ও @A.I Sagor আপনারা যে কমেন্ট গুলো করলেন আমার মনে হচ্ছে আপনারা Trickbd Category ঠিক করে দেখেননি। Trickbd Category তে Islamic Stories নামে একটি Category আছে এখানে আপনি ইসলামিক পোস্ট করতে পারবেন। Islamic Stories নামে Category এমনি এমনি দেইনি। আর হে আপনারা যে বলছেন ইসলাম সম্পর্কে নতুন নতুন ট্রিক দিতে আপনাদের মনে হয় এই ট্রিক ট্রিক করতে করতে মাথা গেছে। ইসলাম সম্পর্কে যা বলার আছে সবকিছু ১৪০০ বছর আগে হযরত মোহাম্মদ (সাঃ) বলে গেছেন আর রেখে গেছেন কোরআন। এখানে আপনি নতুন কি ট্রিক চান। কোরআন কি চাইলেই পরিবর্তন করতে পারবেন।নতুন নতুন ট্রিক কি আমি বানিয়ে বানিয়ে কোরআন হাদিস ছাড়াই দিয়ে দিবো। এগুলো চিন্তা মাথা থেকে নামিয়ে ফেলেন। এই ট্রিক কয়দিন থাকবে ইন্টারনেট ট্রিক হ্যাকিং ট্রিক। কোরআন ও হাদিস পৃথিবীর কিয়ামত হওয়ার আগ পর্যন্ত থাকবে। অতএব ভালো হয়ে যান চিন্তা ভাবনা করে কমেন্ট করবেন।
Shundor Post Vai
Thanks
ভাই আপনার কাছে কয়েকটি প্রশ্ন
১. আপনি বোলড করে লিখে কি আনন্দ পান ? জানালে আমিও কিছুটা আনন্দ পেতাম
২. আপনার সব গুলো পোস্ট রিলিজিয়াস ক্যাটাগোরির, আপনি কি এই পোস্ট এর বিনিময়ে ট্রিকবিডি থেকে পেমেন্ট নিয়ে থাকেন? যদি উওর “হ্যা” হয় তাহলে বিশাল এমাউনটের গূনা আপনার একাউন্টে চলে যাচ্ছে, দয়াকরে এই বিষয়ে একটি পোস্ট দিবেন।
৩. আপনার কোন পোস্টে যদি, সেই বিষয়ে বিস্তারিত কিছু জানতে চাই আপনি উওর দিতে পারেন না, কেনো রে ভাই? এত সিমিত নোলেজ নিয়ে এত ব্যাপক পরিমাণে পোস্ট কিভাবে করেন ভাই? তাহলে কি আপনি উন্নত লেভেলের কপি পেস্টার? যারা সরাসরি সাইট থেকে কপি না করে বাংলা ইসলামিক বই থেকে কপি করে?
১ = জ্বি ভাই বোল্ড করে লিখে অনেক অনেক আনন্দ পাওয়া যায় আপনি ও লিখে দেখেন। ?
২ = জ্বি ভাই বিশাল পরিমাণ Amount আমি Trickbd থেকে নিয়ে থাকি। ? কিন্তু আপনি যে বললেন আমার একাউন্টে বিশাল পরিমাণ গুনা Transfer হচ্ছে সেটা কিভাবে একটু বুঝিয়ে উত্তরটা দিয়ে যাবেন ?
৩= জ্বি ভাই। আমি অনেক অনেক কপি পোস্ট করি যা বলার বাইরে।? আর হে ভাই আমার মনে হয়না আপনি আমার কোন পোস্টে কমেন্ট করে কিছু জানতে চেয়েছেন। তাহলে কেমনে বললেন আমি সাধারণ জ্ঞান নিয়ে পোস্ট করি। শুধু আপনি এই পোস্টে এই তিনটি আজব প্রশ্ন করেছেন যা এখনো আমাকে কেউ এই প্রশ্নগুলো করেনি।
আর হে ২ নাম্বার পয়েন্টে একটি করেছি উত্তরটা অবশ্যই অবশ্যই দিয়ে যাবেন। না দিলে বুঝবো ভয় পেয়ে গেছেন ??
Hahaha an amateur person
Here is your answer
https://trickbd.com/islamic-stories/647566
আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি
খুব ভাল পোস্ট
Thanks
Very Nc
Thanks
নাইচ পোস্ট
Thanks
Good Post Bro !!
Thanks
সুন্দর পোস্ট
Thanks
Bhai apnar bio er moddhe kivabe Facebook link add korlen Jodi bolten tahole upokar hoto please
পোস্টের মধ্যে যেভাবে লিংক দিতে হয়
Go Ahead
Thanks
Good post
Thanks
nice post
Thanks
Aro chai
ইনশাআল্লাহ আরো শেয়ার করবো। কমেন্ট করার জন্য ধন্যবাদ ?
কমেন্টগুলো পড়লাম।ধর্ম নিয়ে কয়েক জন কিছু বলছে।আমার মনে হয় ওদের কমন সেন্স নেই
হুম। কমেন্ট করার জন্য ধন্যবাদ
আর ওরা মনে হয় চোখেও কম দেখে ক্যাটাগরিটাও দেখতে পায় না
Right
bishoy ta bujlam na. amar comment approved hocche na.
হয়েছে
@Md Shakib Hasan আপনি পোষ্ট করে যাবেন ভাই । যার ভালো না লাগবে সে দেখবে না এড়িয়ে যাবে। আর যাদের দেখার ইচ্ছা্ তারা পোষ্ট দেখবে। আজাইরা কমেন্ট করার কোন মানেই হয় না।
আগের মতো এখন আর ট্রিকবিডিতে আসতে পারি না , সময় হয় না কাজে ব্যস্ত থাকি। টেকনোলজির পাশাপাশি মাঝে মধ্যে এমন ২-১টা পোষ্ট মানুষকে অনেক সচেতন করে তোলে।
পরবর্তী পোষ্টের অপেক্ষায় রইলাম । আশা করি আরো ভালো কিছু শেয়ার করবেন।
কমেন্ট করার জন্য ধন্যবাদ। আর্টিকেল লেখার আগ্রহটা বেড়ে গেল কমেন্ট টা পড়ে
ইসলামিক পোস্ট করেন ভাল,
পোস্টের বিষয় গুলোও সুন্দর,,
অনেক ভাল হয় যদি প্রত্তেক্টা হাদিসের বা কোরানের উদ্ধৃতিতে রেফারেন্স দেন।
কারন,রেফারেন্স ছাড়া বিশ্বাস করা ও বলা ঠিক না।
Hmmm