আস্সালামুআলাইকুম। আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।
.
আশা করি Post Ta সবার উপকারে আসবে। সবাই ধৈর্য ধরে সবাই পোষ্ট টা পরবেন আর কিছু না বুজলে কমেন্ট বক্সে কমেন্ট করেন। তো শুরু করা যাক।
.
অনেকেই হয়ত টাইটেল দেখে বুঝে গেছেন কি নিয়া আলোচনা করব।
.
নিচের গল্পটি পড়ে দুনিয়ায় আমরা আমাদের অবস্থান সম্পর্কে জানতে পারব।**************************************************

একজন অতি দক্ষ মিস্ত্রি
যিনি বৃদ্ধ হয়েছেন তিনি
অবসর নেওয়ার জন্য প্রস্তুত
ছিলেন।
.
তিনি তার
পরিকল্পনার
নিয়োগকর্তা-
ঠিকাদারকে বলেছিলেন
যে তিনি বাড়ির
বিল্ডিংয়ের ব্যবসা
ছেড়ে চলে যাবেন এবং
পরিবারের সাথে আরও
অবসর জীবন যাপন করবেন।
.
তিনি তাকে মিস
করবেন, তবে তার অবসর
নেওয়া দরকার ছিল।
নিয়োগকর্তা তার ভাল
কর্মী যেতে দেখে
দুঃখিত হন এবং
জিজ্ঞাসা করেছিলেন
যে তিনি ব্যক্তিগত
অনুগ্রহ হিসাবে আরও
একটি বাড়ি তৈরি করতে
পারেন কিনা।

.
মিস্ত্রি এই
প্রস্তাবে রাজি
হয়েছিলেন তবে নিশ্চিত
হয়েছিলেন যে এটিই তার
শেষ প্রকল্প।
.
অবসর
নেওয়ার মেজাজে
থাকার কারণে, মিস্ত্রি এই
বাড়িটি তৈরি করার
দিকে তেমন মনোযোগ
দিচ্ছিল না।
.
তার মন
তার কাজে ছিল না। তিনি
দুর্বল কারিগরীর আশ্রয়
নিয়েছিলেন এবং নিকৃষ্ট
পদার্থ ব্যবহার করতেন।
এটি তার কেরিয়ারটি
শেষ করার দুর্ভাগ্যজনক
উপায় ছিল।
.
কাজটি শেষ হয়ে গেলে,
মিস্ত্রি তার
নিয়োগকর্তাকে ডেকে
বাড়িটি দেখাল।
.
নিয়োগকর্তা কিছু
কাগজপত্র এবং সামনের
দরজার চাবিটি মিস্ত্রির
হাতে তুলে দিয়ে বললেন,
“এটি তোমার বাড়ি,
তোমাকে আমার উপহার।”
.
মিস্ত্রি ধাক্কায় পড়ে গেল!
কি লজ্জা!
.
যদি সে কেবল
জানত যে তিনি নিজের
বাড়ি তৈরি করছেন, তবে
তিনি যে বাড়িটি
তৈরি করেছিলেন তার
চেয়ে অন্য ভালো
ঘরটি তিনি তৈরি করতে
পারতেন!
.
.
আমাদের পরিস্থিতি এই
মিস্ত্রির সাথে তুলনা করা
যেতে পারে। আল্লাহ
তায়ালা তাঁর আদেশ
মান্য করে জান্নাতে
আমাদের ঘর বানানোর
জন্য আমাদের এই
পৃথিবীতে প্রেরণ
করেছেন।আর আমরা নানা রকম দুনিয়ার কাজে নিজেদের মসগুল রেখেছি।এখন, আমাদের
সিদ্ধান্ত নিতে হবে যে
আমরা চিরকাল বাস করব
এমন ঘরগুলি কীভাবে
তৈরি করতে চাই।/
খোদা হাফেজ।

10 thoughts on "ছোট্ট একটি ইসলামিক গল্পের মাধ্যমে দুনিয়ায় আমাদের অবস্থান সম্পর্কে ধারণা নিতে পারি।"

  1. MD Shakib Hasan Author says:
    ঘটনাটা জানি ধন্যবাদ
    1. SAGOR KHANDKER Author Post Creator says:
      WelCome
    1. SAGOR KHANDKER Author Post Creator says:
      Thanks
  2. Rifat Author says:
    Kon app theke copy koresen vaiya ???
    1. SAGOR KHANDKER Author Post Creator says:
      আগের পোষ্টেও এই কমেন্ট টা করছেন মনে করছি বড় ভাই এমনিতেই করছেন।

      কিন্তু এই কমেন্ট টার জবাব দেওয়া হয়তো জরুরি

      আমি জাভা ইউস করি জাভাতে এমন কোনো অ্যাপ এর কথা আমি জানি না।

      যদি থাকে একটা পোষ্ট দিয়েন অনেক উপকারে আসবে এবং আপনার লাভ ও হবে।

      আশা করি বড় ভাইরা এরকম নিরুৎসাহিত কমেন্ট করবে না।

      ধন্যবাদ

    1. SAGOR KHANDKER Author Post Creator says:
      কিসের প্রুপ?
    2. Lipon Islam Author says:
      ঘটনাটা কোই পাইলেন

Leave a Reply