আস্সালামুআলাইকুম। আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।
.
আজকে আমি একটা নতুন এবং হেল্পফুল পোষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।
.
আশা করি সবার উপকারে আসবে। সবাই ধৈর্য ধরে সবাই পোষ্ট টা পরবেন আর কিছু না বুজলে কমেন্ট বক্সে কমেন্ট করেন। তো শুরু করা যাক।
.
অনেকেই হয়ত টাইটেল দেখে বুঝে গেছেন কি নিয়া আলোচনা করব।

.
একবার একজন স্বপ্নে
দেখেছিল যে সিংহ
তাকে তাড়া করছে।
.
লোকটি দৌড়ে একটি
গাছে উটে গেল, তার উপরে
উঠে একটা ডালে বসল।
.
তিনি নীচু হয়ে
তাকালেন যে সিংহ
এখনও তাঁর জন্য অপেক্ষা
করছে।
.
লোকটি তার
পাশের দিকে তাকাল
যেখানে সে যে শাখায়
বসে ছিল সে গাছটির
সাথে সংযুক্ত অংশে দুটি ইঁদুর
চারদিকে ঘুরছে এবং
ডালটি খাচ্ছে।
.
একটি ইঁদুর
কালো এবং অন্যটি সাদা
ছিল।
.
খুব শীঘ্রই শাখা
মাটিতে পড়বে। লোকটি
তখন ভয়ে নীচের দিকে
তাকাল এবং দেখলো যে একটি বড় কালো
সাপ এসে তাঁর নীচে
সরাসরি বসতি স্থাপন
করেছে।
.
সাপটি লোকটির
ঠিক নীচে মুখ খুলল যাতে
সে এসে পড়ে।
.
লোকটি

তখন তাকিয়ে আছে
কিনা এমন কিছু আছে যা
সে ধরে রাখতে পারে।
.
মধুচাকের সাথে তিনি
আরও একটি শাখা দেখতে
পেলেন। তা থেকে মধুর
ফোঁটা পড়ছিল। লোকটি
এক ফোঁটা স্বাদ নিতে
চাইল। সুতরাং, তিনি
তার জিহ্বাটি বাইরে
রেখে মধুর ঝরছে এক
ফোঁটা স্বাদ গ্রহণ করলেন।
.
মধু স্বাদে আশ্চর্যজনক
ছিল। সুতরাং, তিনি একের পর এক স্বাদ নিতে
চাইলেন এবং ফলস্বরূপ,
তিনি মধুর মিষ্টিতে
হারিয়ে গেলেন।
.
সে
দুটি ইঁদুর, মাটিতে সিংহ
এবং তার নীচে বসে
থাকা সাপটিকে ভুলে
গিয়েছিল।
.
হঠাৎ যখন
শাখাটি ভেঙে গেল তখন
তিনি মনে করলেন ঘুম
থেকে জেগে ওঠা সমস্ত
বিপদ।
.
যদি স্বপ্ন টার ব্যাখ্যা দেখি
.

উনি
যে সিংহটি দেখেছেন
তা উনার মৃত্যু
.
দিনটি
একের পর এক
উনার চারপাশে ঘুরে
বেড়ায়,
.
ওনার সময়কে
খেতে খেতে তারা
ওনাকে মৃত্যুর
কাছাকাছি নিয়ে যায়
.
বড় কালো সাপটি
ওনার কবর এটি
সেখানেই আছে, কেবল
ওনি এটির জন্য
অপেক্ষা করছে
.
মধুচাক
এই পৃথিবী এবং মধুর
ফোঁটাগুলি এই
পৃথিবীর বিলাসিতা
.
আমরা এই পৃথিবীর কিছু
বিলাসবহুল স্বাদ নিতে
পছন্দ করি এবং এটি খুব
মিষ্টি তারপরে আমরা
আরও কিছুটা আরও স্বাদ
নিতে চাই
.
এরই মধ্যে
আমরা হারিয়ে ফেলি বিবেক কে
এবং আমরা আমাদের
সময়কে ভুলে যাই, আমরা
আমাদের মৃত্যুর কথা ভুলে
যাই এবং আমরা আমাদের
কবরকে ভুলে যাই। ”
.
আল্লাহ আমাদের ঘুম
থেকে জাগ্রত করুন এবং
অনেক দেরী হওয়ার আগে
আমাদের বাঁচান।
.
আমীন
.
আশা করি পোষ্ট টা আপনার উপকারে আসবে।
.
আর একটা কথা কোনো প্রকার ভুল হলে ছোট্ট ভাই মনে করে ক্ষমা করে দিবেন। আর ভুলটা কমেন্ট বক্সে উল্লেখ করে দিবেন।
.
তো ভালো থাকুন সুস্থ্য থাকুন ট্রিক বিডির সাথে থাকুন ট্রিক বিডি নিয়ম কানুন মেনে চলুন আর ট্রিক বিডি কে আরো উন্নত করতে বেশি বেশি উন্নত পোষ্ট করুন!
.
খোদা হফেজ।

4 thoughts on "ছোট্ট একটি ইসলামিক গল্প [দুনিয়ার বিলাসিতা কিভাবে মৃত্যুর ভয় থেকে আমাদেরকে দুরে রাখে]"

    1. SAGOR KHANDKER Author Post Creator says:
      Thanks
  1. XR SABBIR KHAN Contributor says:
    Khub valo laglo
    1. SAGOR KHANDKER Author Post Creator says:
      thanks for ur comment

Leave a Reply