ভালবাসার গালি,ইসলামিক শিক্ষামূলক গল্প

জনৈক ব্যক্তি কোন এক পীরের মুরীদ ছিল। সে এক গায়েবী আওয়াজ শুনতে পেল, “ইবাদত যতই করুক না কেন ? কোন লাভ হবে না। কাফের হয়ে মারা যাবে।” এ কথা শ্রবণহেতু, অজ্ঞানও ভীষণ অস্থির হয়ে পড়ল। হবে নাইবা কেন? অস্থির হওয়ারই কথা। ভীত বিহ্বল হয়ে তৎক্ষণাত তার পীর সাহেবের দরবারে উপস্থিত হলো। আল্লাহু আকবার বাস্তবিকই পীর আল্লাহর রহমত। অনেক বড় রহমত। এই মুরীদ বেচারা তো সীমাহীন অস্থিরতা ও হতাশাগ্রস্ত হয়ে উপস্থিত হয়েছিল। কিন্তু পীর সাহেব হেসে জবাব দিলেন, মিয়া নিশ্চিন্ত থাক। কোন ব্যাপারই নয়। ভালবাসার অভিনয় প্রেমাস্পদ তার প্রেমিকদেরকে বিরক্ত করে থাকে। ভাল মান্দ বলে থাকে। এটাই স্বাভাবিক। ওসব বলতে দাও মিয়া। কোন পরোয়া করো না। তোমার কাজ তুমি করে যাও। পীর সাহেবের এই কথা শোনার পর তার অস্থিরতা দূরীভূত হলো এবং পূর্ণ সান্ত্বনালাভ করল। অতঃপর তার কাশফও বন্ধ হলো।

ফায়দাঃ এতো ছিল কেবলমাত্র একটা পরীক্ষা। তবে যদি কেউ বলে, ‘নাউযুবিল্লাহ’ আল্লাহতাআলা মিথ্যা বলেছেন কি ? তাহলে শুনুন, আল্লাহতাআলা মিথ্যা বলেননি। তিনি বলেছেন, তুমি কাফের হয়ে মারা যাবে। আর অস্ফুটস্বরে বলেছেন, যদি আমার রহম না হয়। মিথ্যা হলো কোথায়? ভালো লাগলে আমার টেকব্লগবিডি সাইটটা দেখে আসতে পারেন ? TechBlogBD.Net

2 thoughts on "ভালবাসার গালি- ইসলামিক শিক্ষামূলক গল্প"

  1. Avatar photo MD Enamul Islam Contributor says:
    শব্দ গুলো একটু সহজ ভাষাই উপ স্থাপন করলে ভালো হতো
    1. Avatar photo M.Rubel Author Post Creator says:
      ইনশাআল্লাহ পরবর্তীতে আরো সহজ করার চেষ্টা করবো।

Leave a Reply