বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা যাতে ভালো থাকেন সবসময় সেই প্রার্থনা করি।
”এবার কাজের কথায় আসি”
আজ আপনাদের জাভা মোবাইলের Ram ফ্রেশ রাখার জন্য নিয়ে আসলাম ছোট্টএকটা জাভা সফটওয়্যার।
পিসির ram পরিস্কার করার জন্য আমরা কত কিছুই না করি।একটু পিসি স্লো হলেই শুরু করে দেই নানা রকম ক্লিনিং প্রসেস,ডিফ্রাগ্মেন্টও করি।
কিন্তু মোবাইলেও যে ram আছে এবং সেখানেও যে ময়লা জমে
সে খবর কি রাখেন ? তো মোবাইল মেমোরি হালকা করে স্পীডি করার জন্য আপনি কি করেন ?
মাঝে মাঝে মোবাইলেরও
ডিফাগমেন্ট করা দরকার ,তাছাড়া
জমে থাকা ময়লা ফাইলও পরিস্কার করা দরকার।
তাহলেই তো মোবাইল থাকবে সুস্থ।
সেজন্যই আজকে আপনাদের মোবাইলের সুস্থতার জন্য আজকে আমি একটা সফটওয়্যার
উপহার দেবো।
প্রথমে নিচের থেকে সফটওয়্যার নামায় নেন মোবাইলে :-
MemoryUp Symbian Edition – CODeP.jar
যেকোন জাভা মোবাইলে এটা চলবে,নো প্রবলেম এখন সফটওয়্যার টা ওপেন করেন।
তাহলে দেখতে পারবেন মোবাইলে কতটুকু মেমোরী ব্যবহার হইছে আর কত খালি
আছে।
এই বার quieck boost চাপেন তাহলেই মোবাইলের মেমোরী ডিফ্রাগমেন্ট শুরু হবে এবং জমে থাকা অপ্রয়োজনীয়
ফাইল মুছবে ,পাশাপাশি এলোমেলো ফাইল সাজায়
দেবে।
এই ফাইল কিন্তু সিস্টেম ফাইলে জমে থাকা অপ্রয়োজনীয়
তাহলে মোবাইলটি সুস্থ রাখেন ছোট এই সফটওয়্যার দিয়ে।
ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে শেষ করলাম।
যেকোনো সমস্যায় ফেসবুকে আমি
3 thoughts on "পিসির মতো আপনার জাভা মোবাইল রিফ্রেশ করুন,আর ফোনকে করুন সুপার ফাস্ট!!!"