আসসালামুয়ালাইকুম।।।
আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন।
আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।
আজকে আমি আপনাদের মাঝে যে ট্রিকটি নিয়ে হাজির হয়েছি
সেটি জাভা মোবাইল ইউজারদের জন্য একটি দরকারি ট্রিক।
অবশ্য এটা এন্ড্রোয়েড মোবাইলেও কাজ করবে,কনো সমস্যা নেই।
তো চলুন দেখে নিই,
আজকের এই পোষ্টটিতে কি কি থাকছে—-
আমরা অনেকেই জাভা মোবাইল ইউজাররা আছি যাদের ফোনে বাংলা লিখা যায়না।
তাই যখন গুগোলে বাংলায় কিছু লিখে search করার প্রয়োজন পড়ে তখন আমরা তা করতে পারিনা!!
তাই আজকে আমি এই সমস্যারই সমাধাণ নিয়ে হাজির হয়েছি।
আজকে আমি দেখাবো, যেসকল জাভা মোবাইল ইউজারদের ফোনে বাংলা লিখা যায়না, তারা কিভাবে অনলাইনে এন্ড্রোয়েড ফোনের অভ্র কীবোরডের মতো বাংলা লিখবেন এবং গুগোলে search করবেন!!
তাছাড়াও অনলাইনে কিভাবে নিজের লিখা দিয়ে ইমেজ তইরি করবেন,
তাও থাকছে এই পোষ্টে!
তো চলুন কাজ শুরু করি—-
প্রথমে এই লিংকে যান।।
এবারে প্রথম ঘরটিতে আপনি যে লিখাটিকে বাংলা করতে চান,
সেই লিখাটি ইংলিশে লিখুন।
যেমনঃ আমি লিখেছি- ami trickbidi ke valObasi
এখন লিখা শেষ হয়ে গেলে নিচের Convert এ ক্লিক করুন।
এবার দেখুন দুই নাম্বার ঘরে আপনার ইংরেজী লিখাগুলো convert হয়ে
এবার ধরুণ আপনার convert করা বাংলা লিখাটি দিয়ে গুগোলে search করবেন,
তাহলে এখন কি করবেন???
আরে চিন্তা করবেন না!
আমি আছি তো,,,,!
দুই নাম্বার বক্সের একটু নিচে দেখুন google লিখা আছে।
অইটাতে ক্লিক করুন।
বাহ! কি দারুন তাই না?
আপনার ফোন দিয়ে এখন বাংলাতেও গুগোলে search করতে পারছেন!!!
নিচের স্ক্রীনশটটি দেখুন।
চলুন এবার দেখাই, ওই বাংলা লিখাটি দিয়ে কিভাবে বিভিন্ন রঙের ইমেজ বানাবেন???
প্রথমে যেকোন লিখা convert করুন।
তারপর নিচ থেকে text to image লিখায় ক্লিক করুন।
তারপর একটি পেজ আসবে,
সেখান থেকে নিজের ইচ্ছেমতো ইমেজ ফোরমেট এডিট করে নিন।
এবার নিচে দেখুন draw লিখা আছে সেটাতে ক্লিক করুন।
এবার দেখুন আপনার টেক্সট দিয়ে একটি ইমেজ তইরি হয়ে গেছে!
এবার পালা ইমেজটি ডাউনলোড করার।
আপনি আপনার বানানো ইমেজটি বিভিন্ন ফরমেটে ডাউনলোড করতে পারবেন।
যেমনঃ jpg, jpeg, png
ব্যাস! এবার ডাউনলোড এ ক্লিক করে ডাউনলোড করে নিন।
যারা অভ্র দিয়ে লিখতে পারেন না,
মানে, কিভাবে ইংলিশ লিখাটি লিখলে তা শুদ্ধ বাংলা ভাষায় convert
হবে তা জানেন না,
তারা নিচের স্ক্রিনশটটি দেখুন।
তো পোষ্টটি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন।
এবং কারো কথাও বুঝতে সমস্যা হলে তাও কমেন্টে জানাবেন।
অথবা ফেসবুকে আমাকে ম্যাসেজ করবেন।
সময় দিয়ে পোষ্টটি পড়ার জন্য ধন্যবাদ।
সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন।
আর ট্রিকবিডির সাথেই থাকবেন।
আল্লাহ হাফেজ।
সাথেই থাকবেন ইনশাল্লাহ।
তবে google এ সার্চ করার সিস্টেম আর টেক্সট থেকে ইমেজ করার সিস্টেমটা একটু কঠিন।
ধন্যবাদ।
Opera Mini নাকি Opera browser???
আমিও একসময় জাভা ফোনে অনেক কষ্ট করে এভাবে বাংলা লিখতাম।
সেই সময়গুলো এখনো খুব মনে পড়ে!
তাই ঠিক বলতে পারছিনা।
তবে ফোনে যদি হস্টস্পট সিস্টেম থাকে,তাহলে সেটা অন রেখে ডাটা কানেকশন অন করুন,
তারপর এন্ড্রোয়েড ফোনের wifi অন করে নকিয়ার সাথে কানেক্ট করলে নেট চালাতে পারবেন ইনশাল্লাহ।
amr o (Java Nokia 2700)
but amr জখন mb থাকবে না তখন কিভাবে বাংলা লিখব ??