আসসালামুআলাইকুম

কেমন আছেন সবাই?আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন।
আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি।তাই তো আবারো আপনাদের মাঝে একটি নতুন ট্রিক নিয়ে হাজির হয়েছি।

আজ আপনাদের দেখাবো জাভা ইউজাররা কিভাবে কনো এপ এর সাহায্য ছাড়াই অনলাইনের মাধ্যমে স্ক্রিনশট নেবেন যেকোন ওয়েবসাইট থেকে।এবং ওয়াপকা ইউজারদের জন্য সেই কোডটি শেয়ার করবো,যাতে আপনারাও নিজেদের সাইটে এই সিস্টেমটি করতে পারেন।

তাহলে চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করি।

স্ক্রিনশট নেওয়ার জন্য প্রথমে এখানে ক্লিককরুন।

তারপর নিচের মতো একটা পেইজ আসবে।
এবার প্রথম ঘরে আপনি কোন সাইটের স্ক্রিনশট নিতে চান সেটা টাইপ করুন। যেমনঃ আমি দিলাম trickbd.com
তারপর দ্বিতীয় ও তৃতীয় ঘরে আপনি যে সাইজের স্ক্রিনশট নিতে চান সেই সাইজ লিখবেন এবং চতুর্থ বক্সে আপনি কি ফরমেটে স্ক্রিনশট টি চান সেটা সিলেক্ট করবেন। যেমনঃ আমি সিলেক্ট করলাম png
ব্যাস এবার সিলেক্ট করা হয়ে গেলে Take Screen Shot লিখায় ক্লিক করুন।

এবার দেখুন স্ক্রিনশট রেডি হয়ে গেছে।
এবার সেটা ডাউনলোড করার জন্য save/view mobile screenshot লিখায় ক্লিক করুন।

তারপর Save এ ক্লিক করে স্ক্রিনশট টি ডাউনলোড করে নিন!

এবার ওয়াপকা ইউজাররা দেখুনঃ

প্রথমে wapka.com এ গিয়ে আপনার আইডি লগইন করুন।
তারপর Admin Mode যান।
তারপর Edit Site এ ক্লিক করুন।

তারপর wml/html code লিখায় ক্লিক করুন।

তারপর প্রথম বক্সে কোড পেষ্ট করুন।
কোডটি নিচের লিংক থেকে কপি করে নিন।
বিঃ দ্রঃ কোডটি আমি ফেসবুকে একটি পেজ খুলে সেখানে পোষ্ট করে দিয়েছি এবং আপনাদের সুবিধার্থে নিচে ফ্রি লিংক দিলাম।

কোডটি পেষ্ট করে এবার Submit এ ক্লিক করুন।

ব্যাস কাজ শেষ!
এবার আপনার সাইট থেকেও সবাই স্ক্রিনশট নিতে পারবে।
তো আজকে এখান থেকেই শেষ করছি।পোষ্টটা ভালো লাগলে একটা thanks আশা করতেই পারি…।
যেকোন প্রকার দরকারে এই ছোট্ট ভাইটাকে ফেসবুকে নক দিতে পারেন।
হেল্প করার চেষ্ঠা করবো ইনশাল্লাহ।

সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন।
ট্রিকবিডির সাথেই থাকবেন।

আল্লাহ্‌ হাফেজ

8 thoughts on "জাভা ইউজাররা এবার অনলাইনে যেকোন ওয়েবসাইটের স্ক্রিনশট নিন খুব সহজে! আর ওয়াপকা ইউজাররা আপনাদের সাইটেও এই সিস্টেম চালু করুন একটি মাত্র কোড দিয়ে!"

  1. SK SHARIF Author says:
    Nice আর স্পেশাল ধন্যবাদ আমার দেয়া ব্যানার ব্যাবহার করার জন্যে…
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      ওয়েলকাম ভাই।
  2. Mehedi Hasan Likhon Contributor says:
    Code Error দেখায়
  3. ss rohan Contributor says:
    জাভা মোবাইল নিয়ে আরোও কিছু পোস্ট দিলে খুশি হতাম…
  4. ss rohan Contributor says:
    জাভা মোবাইল নিয়ে আরোও কিছু পোস্ট দিলে খুশি হতাম . .

Leave a Reply