আজকে এটা আমার দিত্বীয় পোস্ট। এই পোস্টে দেখাব কিভাবে আপনার জাভা অ্যাপে স্ক্রিনসটার যুক্ত করেন। তাও আবার নিজেই নিজেই এবং নিশ্চিন্তে। আর হ্যা, ট্রিকটি জাভা অ্যাপের জন্য। তবে আপনারা জাভা/সিম্বিয়ান যেকোনো মোবাইল দিয়েই এই কাজ করতে পারবেন। তাহলে চলুন শুরু করি।


1. নিচের লিংক থেকে স্ক্রিনসট এমবেডার অ্যাপটি ইন্সস্টন করে নিন।
লিংক: Screenshotter.jar


2. প্রথমে আপনার ফোনে একটা (.jar) অ্যাপ ডাউনলোড করে নিন। তারপর ফোনের ফাইল ম্যানেজার দিয়ে অ্যাপটিকে (.jar) থেকে (.zip) এ রিনেম করুন।


3. স্ক্রিনসটার এমবেডার অ্যাপটি ওপেন করুন। নিচের মত দেখতেপাবেন।


4. এই অ্যাপের মাধ্যমে (.zip) ফাইলের স্থানে যান এবং OK প্রেস করুন।


5. নিচের মত কিছু দেখতে পাবেন। অ্যাপটি অটোমেটিক্যালি তৈরি হয়ে আগের (.zip) ফাইলে ফিরে আসবে।


6. এবার আবার ফোনের ফাইলে ম্যানেজার এ (.zip) ফাইলের ফোল্ডারে যান। দেখতে পাবেন নতুন একটি ফোল্ডার তৈরি হয়েছে। ফোল্ডারে প্রবেশ করুন।


7. ঠিক আগের নামেই নতুন (_jar) অ্যাপ তৈরি হয়ে গেছে। এবার এর নাম (_jar) থেকে (.jar) করুন।

8. ব্যাস আপনার কাজ শেষ। অ্যাপটি ইন্সটল করে ব্যবহার করুন।

### ক্রিনসট নিতে হলে ফোনের কল বাটন কিছুক্ষণ প্রেস করে ছেরে দিন। দেখবেন স্ক্রিনসট পেয়ে গেছেন।

[বি:দ্র: জাভা ফোনগুলোতে মেমোরি থেকে অ্যাপ ইন্সটল করা যায়না। এইক্ষেত্রে আপনাদেরকে মোড করা অ্যাপটি কোনো সাইটে(DataHostFile or Wikisend) আপলোড করে। তারপর ওপেরা/ডিফল্ট ব্রাউজার দিয়ে ইন্সটল করতে হবে।]


পোস্টটি আপনাদের পছন্দ হলে কমেন্ট করুন। তবে কোনো সমস্যা হলেও কমেন্ট করতে পারেন 😛

ধন্যবাদ



23 thoughts on "{Hot Post}জাভা অ্যাপ-এ স্ক্রিনসটার এড করুন নিজেই কোনো ঝামেলা ব্যতীত; জাভা ও সিম্বিয়ান ব্যবহারকারিদের জন্য।"

  1. Avatar photo MD MASUD RANA Author says:
    nc post.bro apnar site kibabe file upload disen.r ki pement pan
    1. Avatar photo Hatem Author Post Creator says:
      tnx. Ar oita xtgem site. Ar kono ad nai, so, payment o nai…..
    2. Avatar photo MD MASUD RANA Author says:
      bro ki bave upload korbi
  2. Avatar photo Md. Mahfuz Author says:
    ইনস্টল করে দিয়ে কলার বাটন টিপলে হবে না।
  3. Avatar photo Hatem Author Post Creator says:
    hmm. App open kore call button click korte hobe….
    1. Avatar photo Hatem Author Post Creator says:
      jantam & bolte mone silo na. Akhon sob fixed dekhe nin
    2. Avatar photo Hatem Author Post Creator says:
      🙂
  4. Avatar photo IbRaHiM Contributor says:
    Eta vai Symbian a.. JAVA te noy…. Java mobile a kono app teke ber h0bar sathe sathe otar kaj tkn e ses…
    1. Avatar photo Hatem Author Post Creator says:
      2 phonei. Eita shudhu app er vitore screenshot nibe
  5. Avatar photo Alamgir Author says:
    bro post ta kalkei valo cilo…ajke abar jamela lagailen keno??
  6. Avatar photo Cracker Contributor says:
    ss kon folder a save hoi?
    1. Avatar photo Hatem Author Post Creator says:
      E:/Images/
    1. Avatar photo Hatem Author Post Creator says:
      tnx
  7. Remonislam Contributor says:
    vai fb id dan
    1. Avatar photo Hatem Author Post Creator says:
      fb.com/hatemian7
  8. Avatar photo Tapas1122 Contributor says:
    Java app toyri korta paran
    1. Avatar photo Hatem Author Post Creator says:
      na bro

Leave a Reply