আজ আপনাদের জন্য নিয়ে এসেছি পৃথিবী বিখ্যাত এক পোস্ট । পূরন হতে চলেছে আপনাদের বহুদিনের পুষে রাখা স্বপ্ন ।
নোকিয়া জাভা (Nokia s40 java) ফোন হ্যাক করুন একদম সহজ পদ্ধতিতে । আমরা সিম্বিয়ান এনড্রয়েড কম্পিউটার এ সফটওয়ারগুলো মিনিমাইজ করে চালাতে পারি । কিন্তু জাভা ফোনে তা করতে পারিনা । তাই আজ থেকে সকল Nokia s40 java ফোন Hack করে সফটওয়ার মিনিমাইজ করে Background এ রেখে দিতে পারবেন ঠিক এনড্রয়েড এর মত । আর মিনিমাইজ করে সফটওয়ার থেকে বেরিয়ে এসে ফোনের অন্যান্য কাজ করতে পারবেন Software Exit না করেই । যেমন কল দেয়া , মেসেজ করা ,গান শোনা অর্থাত্ ফোনের সকল কাজ করতে পারবেন ।
জাভা ফোনের এই হ্যাক পদ্ধতি আমরা দুই দিনে শিখব ।
1. Nokia ফোনের Exit পারমিশন হ্যাক । মানে আজকে শুধু আপনার ফোনকে হ্যাক করব ।
চলুন প্রথম পর্ব শুরু করি ।
প্রথম পর্বে কাজ করতে আমাদের লাগবে
1. একটি কম্পিউটার ।
2.Nokia Pc Suite
3.Nokia BB5 (Base Band 5)
Download Link Click Here
4. একটি ভালো USB ডাটা ক্যাবল ।
কার্যপদ্ধতি
1. প্রথমে আপনার Pc তে BB5+Pc suite এই সফটওয়ারগুলো ইনস্টল করুন ।
2. এখন BB5 অপেন করুন ।
3. আপনার ফোনটি চালু রেখে ডাটা ক্যাবল দিয়ে Pc এর সাথে কানেক্ট করুন । কানেক্ট হলে নিচের চিত্রের লাল চিহ্ণিত অংশের মত S40-OK আর Connected লেখা আসবে ।
4. এখন চিত্রের মত Product Profile অপশন থেকে Read এ ক্লিক করুন । Read এ ক্লিক করার সাথে সাথে আপনাকে একটি .pp সেভ করতে বলবে সেটি Desktop এ সেভ করুন ।
5. এখন এই .pp ফাইলটি কপি করে আমরা অন্য এক জায়গায় আরেকটি ফাইল হিসেবে সংরক্ষন করি সংরক্ষন করি । এখন Desktop এ সেভ করা .pp ফাইলটি Notepad দিয়ে অপেন করুন এবং দেখুন আপনার ফোন যদি
s40v3 হয় তাহলে আপনি 28 1 সংখ্যাটি খুঁজুন এবং সেটাকে কেটে 28 2 করে দিন
আর যদি s40v5/s40v6 হয় তাহলে 48 1 খুঁজুন এবং সেটাকে কেটে 48 2 করে দিন ।
এখন আপনার ইডিট করা নতুন .pp ফাইলটি Desktop এ সেভ করুন । এখন আবার ফিরে আসুন BB5 এ এবং Write এ ক্লিক করে চলে যান Desktop এ যেখানে কেবল আপনি একটি নতুন ফাইল ইডিট করে সেভ করলেন সেটি Select করুন
6. এখন আপনি PP Write Done লেখা দেখতে পারবেন ।
7. এখন চিত্রের মত Normal সিলেক্ট করুন ।
8. এখন চিত্রের মত Set To ক্লিক করুন ।
এখন আপনার ফোন রিস্টার্ট হবে । ফোনটির ডাটা কেবল খুলে ফেলুন আর দেখবেন মোবাইলের Display তে লেখা Test in RNDIS USB mode? আপনি No করে দিবেন । আজ থেকে সবসময় আপনি যখন ফোন On করবেন তখন Yes/No দিতে বলবে । যদি আপনি No করে দেন আপনার ফোনের USB কানেকশন On থাকবে আর যদি Yes দেন তাহলে আপনার USB লাইন Off হয়ে যাবে । ভয় পাবেন না ভূলেও একবার যদি Yes দিয়ে ফেলেন পুনরায় ফোন চালু করার সময়ও আপনাকে Yes/No দিতে বলবে । Yes/No যেটাই দেন কোন সমস্যা নাই সফটওয়ার ঠিকি মিনিমাইজ হবে শুধু USB Port ON/OFF থাকবে ।
বিঃ দ্রঃ আপনি যদি না জানেন যে আপনার সেট S40v3 নাকি S40v5/s40v6 । তাহলে চিন্তার কোন কারন নেই । প্রথমে আপনি 281 খুঁজুন যদি পান মনে করবেন V3 তাহলে সেটা 282 করে দিন । আর যদি 281 না পান তাহলে আবার 481 খুঁজুন এবং সেটা 482 করে দিন । কেননা একটি ফোনে একই সাথে 281 ও 481 দুটোই থাকবেনা । যে কোন একটি থাকবে হয়তো 281 নয়তো 481।
আজকে আমরা নোকিয়া জাভা ফোনটি হ্যাক করে ফেললাম । কিন্তু সফটওয়ার মিনিমাইজ করতে আপনাকে সফটওয়ারগুলোকেও হ্যাক করে ফেলতে হবে । কাল দেখাবো কিভাবে জাভা সফটওয়ার হ্যাক করবেন মাত্র তিন মিনিটে ।
জাভা ফোন হ্যাক করার সুবিধা :
1.মনে করুন আপনি অপেরা মিনি দিয়ে ইন্টারনেটে কাজ করতেছেন । এই মূহুর্তে আপনার কাউকে কল দেয়ার প্রয়োজন হলো অথবা কাউকে মেসেজ দেয়ার দরকার হলো তাহলে আপনি কি করবেন আপনাকে অবশ্যই অপেরা মিনি Close করে ফেলতে হবে । কিন্তু আপনার ফোন হ্যাক করা থাকলে সেটা Close করার দরকার হবে না । আপনি মোবাইলের লাল বাটন চাপ দিবেন আর অপেরা মিনি থেকে বেরিয়ে আসবেন । আবার কাজ শেষে অপেরা ক্লিক করবেন দেখবেন অপেরা মিনি সেভাবেই আছে মানে এতক্ষন মিনিমাইজ হয়ে ছিল ।
2.আমরা অনেক সময় বিভিন্ন সফটওয়ার চালানের সময় বার বার নেটওয়ার্ক একসেস বা মেমরি ফাইল একসেস এর জন্য বার বার Yes চাপতে হয় যেটা বিরক্তিকর । কিন্তু জাভা ফোন হ্যাক করলে আপনে Always allow অপশন করে নিতে পারবেন সকল সফটওয়ার ।
আমাদের প্রথম কঠিন পর্বটি শেষ হল । কালকের পর্বটি লিখতেছি । ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ।
ধন্যবাদ ।
http://djshubho.wapka.mobi/site_99.xhtml
tacara manuall upgrade o deya jay..
Amar ai obostha ken?
______________________
[Product Profile RM-714_354133052873032]
SETS 1
ELEMENTS 44
SET 1
0 127
1 0
4 0
7 1
9 2
34 0
35 0
48 1
56 0
58 0
61 0
65 0
66 0
69 1
70 0
71 1
78 0
79 1
100 1
130 5
131 7
135 0
138 0
145 0
146 0
147 0
157 1
158 1
164 1
165 1
166 0
168 0
177 0
183 0
202 3
205 0
206 0
211 0
212 0
214 0
217 0
219 0
220 0
228 1
Java phn e note option theke 3000letters lekha jay.
Amr sob post ami java phn dia likhsi n5130
Nokia java hole valo hoy