আজকের বিষয়
আজকের বিষয়: “[Nokia] এবার জাভা ফোন দিয়েই যেকোনো ফাইল কে Zip এ Compress করুন_With_Sshot”. আশা করছি আপনারা সম্পুর্ণ পোস্ট ভালোভাবে পড়বেন।
টপিক বিষয়ক কিছু কথা
আমি জানি আপনারা অনেক ভদ্র ও অনেক জ্ঞানি। মানুষ বলতেই ভুল হয় তাই আমার পোস্টে কোথাও ভুল দেখলে ছোট ভাই মনে করে ক্ষমা করবেন এবং ভুলটা ধরিয়ে দিবেন। আর মনে রাখবেন ব্যবহার ই কিন্তু বংশের পরিচয়।
চলুন এখন আমরা কাজে চলে যাই
উফ! ফেসবুকে অনেকের কাছে এক কথা শুনতে শুনতে পাগল হয়ে গেলাম। তারা বলে যে জাভাতে যেকোনো ফাইলকে কিভাবে Zip এ Compress করব। তাদের অনেক বলার পর ও বুঝে নাই তাই আজকে আমি Sshot সহকারে একটা পোস্ট নিয়ে হাজির হলাম। আমি আশা করতেছি আপনারা আমার দেখানো মতো কাজ করলে ১০০% সফল হবেন।
যা যা লাগবে:
১. এখান থেকে এপস টা প্রথমে Download করে নিন এবং ফোনে Install করে দিন।
২. একটু মনোযোগ এবং একটু ধৈর্য থাকলেই চলবে।
তো কাজ করা শুরু করি:
আপনারা প্রথমে এপস টা Open করুন। তারপর Memory তে যান। তারপর যে যে File একসাথে Zip এ Compress করবেন সেগুলো * (star) বাটন চেপে Select করুন। তারপর Option বাটন এ ক্লিক করুন। তারপর Compress Zip এ ক্লিক করুন এবং তারপর File নাম টা দিয়ে Ok করে দিন।
ব্যস কাজ শেষ। এখন দেখুন File গুলো একসাথে Zip এ Compress হয়ে গেছে।
পরবর্তিতে আপনাদের জন্য আরও নতুন কিছু নিয়ে হাজির হব। আর আপনারা কি বিষয়ে Post চান Just কমেন্ট করুন। আমি যথাসাধ্য দেওয়ার চেষ্টা করব।
বিশেষ একটা কথা
আশা করি সকলে বুঝতে পারছেন। তারপরও যদি কোথাও না বুঝে থাকেন। অবশ্যই একটা কমেন্ট করবেন অথবা আমার সাথে ফেসবুকে যোগাযোগ করবেন। আমি যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করব।
ধনবাদ বার্তা
আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন। আর ট্রিকবিডির সাথেই থাকবেন।
both user ?