আসসালামু আলাইকুম। Hello, ভাইয়ারা আপনারা সকলে কেমন আছেন? আশা করি
ভালো আছেন। কেননা ট্রিকবিডির সাথে যারা থাকে তারা সাধারণত ভালোই থাকে।

আজকে আমি আপনাদের মাঝে একটা নতুন টিওটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের সকলের এই পোস্ট
টা ভালো লাগবে।

আজকে আমি আপনাদের মাঝে একটা অল্প সাইজের এপ নিয়ে হাজির হয়েছি। যেটার সাহায্যে আপনারা যেকোনো ফোল্ডার অথবা ফাইল Hide করে বা লুকিয়ে রাখতে পারবেন।

এপটার সাইজ খুব ই কম তাই আশা করি আপনাদের সকলের ফোনে সাপোর্ট করবে। এছাড়া এই এপটা দিয়ে ফাইল কপি সহ অন্যান্য কাজ করতে পারবেন। আমি আশা করতেছি আপনাদের সকলের এপটা ভালো লাগবে।

প্রথমে আপনাদের দেখাই যেভাবে আপনারা এই এপ দিয়ে ফাইল Hide করবেন।

প্রথমে এপটা Open করুন এবং মেমোরিতে যান।


তারপর আপনি যে ফাইল বা ফোল্ডার লুকাবেন সেটা সিলেক্ট করে Menu তে ক্লিক দিন।

তারপর নিচের মতো জায়গাতে যান।

এখন আপনি Hidden অপশন টা সিলেক্ট করে Save এ ক্লিক দিন।

এখন এপটা ডাউনলোড করার পালা। নিচ থেকে এখুনি ডাউনলোড করে নিন:

Name: Royal File Explorer By Mr. Perfect.Jar
Size: 21 Kb
Link: [Click Here] (Direct Link)

আশা করি সকলের পোস্ট টা ভালো লেগেছে। আপনাদের কোথাও কোনো সমস্যা হলে আমার সাথে ফেসবুকে অথবা কমেন্টে যোগাযোগ করবেন।

আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন। ধন্যবাদ।

11 thoughts on "[Must See] আপনার জাভা ফোনের জন্য নিন মাত্র 21 Kb এর ফাইল ও ফোল্ডার Hide করার অসাধারণ একটা এপ"

  1. 444mdzahid Contributor says:
    অনেক আগে ব্যবহার করতাম। এরকম আরেকটা হলো address file explorer
    1. Mr. Perfect Author Post Creator says:
      Thanks For Your Comment
    1. Mr. Perfect Author Post Creator says:
      Tnx
    1. Mr. Perfect Author Post Creator says:
      Welcome
    1. Mr. Perfect Author Post Creator says:
      Tnx
    1. Mr. Perfect Author Post Creator says:
      Welcome
  2. Mister Nayon Contributor says:
    Reopen Korbo Kivabe Seta Tw Dilen Na

Leave a Reply