————
আসসালামু আলাইকুম।
আপনারা সকলে কেমন আছেন?
আশা করি ভালই আছেন।
আমার সাধ্যমতো যতটুকই পারি,প্রতিদিনই আপনাদের জন্য কিছু না কিছু পোস্ট করার চেষ্টা করি।আমার পোস্ট গুলাতে ভাল মন্দ সবারই সাড়া পেয়েছি।
তবে ভালর সাড়াটা বেশি পেয়েছি।
আমার এই ভালটা সবকিছুই আপনাদের জন্য সম্ভব হয়েছে।
এখানে আপনাদের ক্রেডিটই সবচেয়ে বেশি। আপনারা যদি আমাকে উৎসাহ না দিতেন,তাহলে আমি নতুন হয়ে এতটা এগোতে পারতাম না।আপনাদের জন্যই ট্রিক বিডি এখনো সুন্দর।
আচ্ছা, অনেক কথা বলে ফেললাম।
এবার কাজের কথায় আসি।
যারা গেমটি সম্পর্কে জানেন,তাদের পোস্টটি পড়ার দরকার নাই।আর যারা জানেন না,তারা অবশ্যই পড়বেন।
—-
আমি উচ্ছ্বাস,আপনাদের জন্য প্রতিদিন কিছু না কিছু ত অন্তত নিয়ে আসি।
আজ আমি জাভা ইউজারদের জন্য নিয়ে এলাম অসাধারণ একটি গেম।
গেমটির নাম :-fire fighter city rescue

এটি অনেক মজার একটি গেম।
যারা,বেশি লেভেলের গেম খেলতে পছন্দ করেন, তাদের জন্য এটিই অন্যতম।
চলুন গেম সম্পর্কে আমার বিবরণটি দেখে নিন।
প্রথম প্রথম গেমটি যখন ইন্সটল দিয়েছিলাম তখন মনে করেছিলাম গেমটি ভাল হবে না।যখন গেমটি খেললাম,তখন থেকেই এই গেমটি জাভা গেমের মধ্যে আমার কাছে অন্যতম একটি গেম।
———
এই গেমটি হল ফায়ার সার্ভিসের মত।
কোনো বিল্ডিং এ আগুন লাগলে আপনার টিমকে নিয়ে সেই বিল্ডিং এ যেতে হবে।প্রথম প্রথম গেমটি খেলার সময় আপনাকে নির্দিষ্ট করে দেওয়া হবে যে,আপনি কোন বিল্ডিং এর আগুন নেভাবেন?
কয়েকটি লেভেল খেলার পর আপনি আপনার ইচ্ছামত খেলতে পারবেন।
মানে সেখানে দেখাবে যে,একসাথে অনেক বিল্ডিং এ আগুন লেগেছে।
তখন আপনার ইচ্ছামত যেকোনো বিল্ডিং এ যেতে পারবেন।
আপনার কাজ হল বিল্ডিং এ আগুন লাগলে আগুন নেভানো। আগুন নেভানোর কাজটা আপনাকে একাই করতে হবে।আপনার হাতে একটা স্প্রে থাকবে।সেই স্প্রেটা আগুনের উপর দিলে,আগুন নিভে যাবে।যখন আপনার স্প্রে শেষ হয়ে তখন আপনার টিম থেকে একজন আপনাকে বিল্ডিং এর জানালার পাশে একটি স্প্রে দিয়ে যাবে।তখন আপনাকে সেই স্প্রেটা নিতে হবে।
আপনি চাইলে আপনার টিমের সাহায্যও নিতে পারেন,তবে তা কয়েক সেকেন্ডের জন্য।মোবাইলে স্ক্রিনের শেষ দিকে ডানে একটি অপশন দেখতে পারবেন। সেখান থেকে আপনি আপনার টিমের সাহায্য চাইতে পারেন অথবা ধরুন আপনার হাতের আগুন নেভানোর স্প্রেটা প্রায় শেষ হওয়ার দিকে তখন আপনার হাতের স্প্রেটি শেষ হওয়ার আগেই আপনার টিমের মধ্যে থেকে একজন একটি স্প্রে দিয়ে যাবে।
——-
একটি কথা…….
গেমটি ঢুকে QUICK Game এ ক্লিক করে খেলেন,তাহলে একটি লেভেলই বার বার খেলতে হবে।
মানে এখান থেকে গেমটি কিভাবে কি করে খেলতে হয় সব দেখিয়ে দিবে।
আর আপনি যদি carrier এ ক্লিক করে খেলেন তাহলে অনেক গুলা লেভেল খেলতে পারবেন।
কত গুলা লেভেল খেলতে পারবেন তা ভাল করে বলতে পারছি না।
———
গেমটি এখান থেকে ডাউনলোড করে নিন।download
আর কিছু স্ক্রিনশট দেখে নিন।

———–
পোস্টটি ভাল লাগলে এবং ভাল না লাগলে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।
কারন আমার এই রিভিউ সম্পর্কে যদি আপনাদের কাছ থেকে যদি মতামত জানতে না পারি,তাহলে ত আমার এত কষ্ট করে পোস্ট করাটা বৃথা যাবে।তখন আমার মনে হবে যে,আমার রিভিউটি আপনাদের ভাল লাগে নি।
আশা করি আমাকে নিরাশ করবেন না।
ধন্যবাদ…………

14 thoughts on "জাভা ইউজাররা এখনি ডাউনলোড করে নিন fire fighter city rescue। খুব মজার একটি গেম।বিস্তারিত পোস্টে।"

  1. Sahariaj Author says:
    ভালো রিভিও ।তবে অত ভালো গেম না ।হাই কোয়ালিটির গেম দিয়েন
    1. Trickbd lover (উচ্ছ্বাস) Author Post Creator says:
      আচ্ছা।
  2. Hiron Contributor says:
    ভালো লিখেচেন।আচ্ছা আমার একটা পোস্ট এখনো পেন্ডিং কেন বলতে পারেন।
    1. Trickbd lover (উচ্ছ্বাস) Author Post Creator says:
      আপনি এখনো কন্ট্রিবিউটর, তাই আপনার পোস্ট পাবলিশ হচ্ছে না
    2. Hiron Contributor says:
      কে আমার পোস্ট পাবলিশ করতে পারবে।
    3. Trickbd lover (উচ্ছ্বাস) Author Post Creator says:
      আপনি ৩ টা মানসম্মত পোস্ট করে ট্রেইনার রিকুয়েস্ট করুন।
      যদি আপনাকে ট্রেইনার করা হয়,তাহলে আপনার পোস্ট অটো পাবলিশ হবে।
  3. Hiron Contributor says:
    By The Way,,,এই গেমটা কঠিন আমি 3 টি বাড়ি আগুনের হাত থেকে রক্ষা করেছি।
  4. Hiron Contributor says:
    এর গ্রাফিক্সটা বেশী ভাল নয়।
    1. Trickbd lover (উচ্ছ্বাস) Author Post Creator says:
      এটা ঠিক বলেছেন
  5. MD Sohanur Rahman Sh Contributor says:
    #এটা অনেক আগে খেলেছি। *গেমটি ভালোই লাগে।
    1. Trickbd lover (উচ্ছ্বাস) Author Post Creator says:
      ধন্যবাদ কমেন্টের জন্য।

Leave a Reply