আজকের পোস্টে সবাইকে স্বাগতম ।সবাই কেমন আছেন ।আশা করি ভালো আছেন ।আপনাদের দোয়াই আমি ও ভালো আছি ।
এখনকার টপিক
আজ আমি আবার হাজির হলাম জাবা একটি এপ নিয়ে ।আজ আমরা শিখব কিভাবে জাবা ফোনে এন্ড্রোয়েড এর ওপেরা মিনি এবং এন্ড্রোয়েড এর মত কিবোর্ড ব্যবহার করব ।আপনারা অনেকে Opera Mini 8 & Opera Mini 5 এর নাম শুনেছেন ।এবং এটি সম্পকে আপনি জানেন ।আপনারা এটি ব্যবহার করার জন্য অনেকে ডাওনলোড করেছেন ।কিন্তু এটি ওপেন হলেও Accpect হয়না ।আজ আমি এ সমস্যার সমাধান দিব ।তার আগে Aj Asad ভাইকে ধন্যবাদ জানাই ।কারণ তার কাছ থেকে এটির সমাধান পেয়েছি ।
যাদের কাজে ঐ ওপেরা মিনিটা আছে তারা সেটি ওপেন করুন ।আর যাদের কাছে নাই তাদের জন্য আমি পোস্টের নিচে ডাওনলোড লিংক দিয়ে দিলাম ।ডাওনলোড করে ওপেন করুন ।
তো ডাওনলোড করার পর ওপেন করেন ।যেমন আমি আমার Itel Phone এ করেছি ।
দেখেন আমারও কিন্তু Accpect হচ্ছেনা ।এখন কাজ হচ্ছে আপনাকে আপনার ফোনের * বাটন টি চেপে ধরতে হবে ।চেপে ধরলে একটি মাউস চলে আসবে আপনার স্ক্রিন এ ।
তারপর সে মাউসটি আপনি Accpet এর উপর নিয়ে যান ।এবং Ok চাপুন ।
দেখেন Accpet হয়ে গেছে এবং ওপেন হয়ে গেছে ।
এখন ধরেন আপনি ফেসবুকে ডুকবেন ।তাহলে মাউসটি ফেসবুকের উপর নিয়ে গিয়ে Ok চাপুন ।
উপরের স্ক্রিনসট এ দেখেন ফেসবুকে ডুকে গেছে ।এখন আপনি ফেসবুকের Username Or Phone এর নিচে ফাকা বক্স এ মাউস টি নিয়ে যান এবং ক্লিক করুন দেখেবেন কিবোর্ড চলে এসেছে আপনার স্ক্রিন এ ।নিচের স্ক্রিনসট এর মত ।
এখন আপনি যে অক্ষরটি লিখতে চান সেটার উপর মাউসটা নিয়ে গিয়ে ওকে চাপুন ।
ধন্যবাদ ।আজ এ প্রর্যন্ত ।আপনারা ভালো থাকবেন ।
আর একটি কথা
আর আপনারা জারা এখনো Java Mobile Family Group এ যোগ দেননি ,তারা জলদি দিয়ে দিন ।আমি নিচে লিংক দিলাম ।
Java mobile family
java apps store fb page
ওপেরা মিনিটা ডাওনলোড করতে এখানে ক্লিক করুন
আসাদ ভাই একটা ভাল কাজ করছে কিন্তু
এই লিঙ্ক ব্যাবহার করুন http://bd.phoneky.com/java-software/?id=a9a32247