আসসালামু আলাইকুম।
আপনারা সকলে কেমন আছেন?
আশা করি ভাল আছেন।
আজকে আমি জাভা ইউজারদের জন্য আরেকটা রিভিউ নিয়ে এসেছি।
আচ্ছা,কথা না বলে কাজের কথায় আসা যাক।
এখানে প্রায় সবাই darkest fear খেলছেন । সেই
darkest fear এর creator ROVIO MOBILE এর আরেক
creation Desert Sniper নিয়ে লিখেছি ।
# NAME: DESERT SNIPER
# VENDOR : ROVIO MOBILE
# GENRE : SHOOTING, RPG, STEALTH
# PLOT: গেমে আপনি একজন স্নাইপার(rookie) ।
যুদ্ধবিদ্ধস্ত মধ্যপ্রাচ্যে terrorist দের
মিসাইলের আঘাতে আপনাদের প্লেন crash
করে । দুর্ঘটনার পর আপনার team এ একমাত্র
আপনি বেঁচে থাকেন । এবার পুরো টিমের
দায়িত্ব আপনাকে একাই সারতে হবে , terrorist
দের আস্তানায় একাই হানা দেওয়া ।
# GAMEPLAY : এই গেমের graphics অনেকটা
darkest fear এর মত । তবে চিন্তা কইরেন না ।
কোনো horror element নাই গেমে । আপনার
কাছে একটা pistol(with infinite ammo), sniper
riffle(upto 7 ammo only), c4 detonator থাকবে ।
প্রতিটি মিশন শেষে ammo, c4 কিনার সুবিধা
থাকবে , pistol upgrade করতে পারবেন । গেমটি
প্রথমে সহজ মনে হলেও পরে অনেক কঠিন হয়ে
যাবে । তখন আপনাকে stealthy combat অবলম্বন
করতে হবে । যদি খালি rambo এর মত shooting
এর নিয়ত নিয়ে খেলতে বসেন তাহলে গেম আর
কোনোদিনও শেষ করতে পারবেন না।
ডাউনলোড লিংক:-Download
কিছু স্ক্রিনশট দেখুন গেম এর।

ধন্যবাদ… ……

7 thoughts on "জাভা ইউজাররা এখনি ডাউনলোড করে নিন, সময় কাটানোর মত একটা গেম।"

  1. Avatar photo NS Sabur Legend Author says:
    আবার দেখছি জাভা মোবাইল কিনতে হবে।
    1. কিনে নেন।
      জাভা গেম খেলে সেই মজা পাবেন।
  2. Avatar photo Sahariaj Author says:
    ভাই গ্রাফিক্সটা তেমন ভাল না
    1. hmmm….

      ভাই গ্রাফিক্স নিয়ে পড়ে থাকলে অনেক গেমই খেলা যাবে না তাহলে।

  3. Avatar photo Lipon Islam Author says:
    aslolei game tate graphix gula valo na….but game ta valo
  4. Avatar photo Team JAGR Contributor says:
    কপি পেস্ট পোস্ট

Leave a Reply