Assalamu Alaikum আজ আমি আপনাদের সামনে শেয়ার করতে আসলাম কিভাবে এন্ড্রয়েডের মতো হারিয়ে যাওয়া বা মনের অজান্তে ডিলিট হয়ে যাওয়া ছবি খুব সহজেই ফিরিয়ে আনতে পারবেন ।। অনেকেই টাইটেল দেখেই আমাকে গালি দিয়ে দিছেন ।। আবার অনেকেই কৌতুহলি মনে করেছেন ।। কৌতুহলির কিছু নেই এটা সত্য ।। একটা বিষয় মাথায় রাখতে হবে আপনার ছবি যে ফোল্ডার থেকে হারিয়ে গেছে ওই ফোল্ডারটি থাকতে হবে অন্যথায় ছবি ফেরানো সম্ভব নয় ।।
আর কথা বাড়াবো না সরাসরি কাজে চলে যাই ।।
DOWNLOAD APPS

Apps Name-

Moby Explorer

Size-

145 Kb

Download

H———————————————-—Q

FOLLOW SS

এ্যাপটি ওপেন করে File Manager এ যান ।

এখন যে ফোল্ডার থেকে আপনার ছবি হারিয়ে গেছে ওই ফোল্ডারে যান ।।

open করুন ।। স্ক্রিনশটে দেখুন আমার ১টি ছবিও নেই ।। এখানে শুধু একটা _Slt নামে ফোল্ডার দেখা যাচ্ছে ।।এখন _Slt নামের ফোল্ডারটি open করুন

দেখুন আমার হারিয়ে যাওয়া কতোগুলি ছবি দেখা যাচ্ছে ।।

এখন menu key অর্থাৎ কল বোতামের উপরের বোতাম চাপ দিয়ে edit এ ক্লিক করে select all এ ক্লিক করুন।।


আবার menu বোতামে ক্লিক করে edit ক্লিক করে copy লিখাতে ক্লিক করুন ।।


এখন ছবিগুলো যে ফোল্ডারে রাখতে চান ওই ফোল্ডারে যান

এখন menu বোতামে চাপ দিয়ে edit লিখায় ক্লিক করে paste করে দিন ।।


দেখুন সবগুলো picture ফিরে এসেছে ।।

Note:
যেহেতু picture গুলোর শেষে .jgp_240*320 আছে তাই ছবিগুলো দেখা যাবে না ।। আমরা সকলেই জানি picture এর শেষে সাধারনত .jpg/.png লিখা থাকে ।।

চলুন দেখে নিই কিভাবে ছবিগুলোকে আমরা পূর্বের মতো দেখতে পারবো ।।

FOLLOW SShot

menu বোতামে চাপ দিয়ে Action এ ক্লিক করে Rename লিখায় ক্লিক করুন


রিনেম এ ক্লিক করার পর আপনার ছবিটির সাথে .jpg_240*320 লিখা থাকবে আপনারা _240*320 মুছে শুধু .jpg রেখে save করে দিবেন ।।(নিচের স্ক্রিনশটের মতো)



এভাবে সবগুলো ছবির নাম .jpg রিনেম করে সেভ করে নিবেন ।।তারপর Moby Explorer থেকে Exit হয়ে বেরিয়ে আসবেন ।।

এখন আপনার ফোনের ফাইল ম্যানেজারের যে ফোল্ডারে ছবিগুলো রেখেছেন সেই ফোল্ডারে যান আর পেয়ে যান হারিয়ে যাওয়া ছবিগুলো ।।

সম্পূর্ন পোষ্টে Menu বোতাম বলতে ফোনের কল বোতামের উপরের বোতামকে বোঝানো হয়েছে ।।

CREDIT:-
HQ SHAKIB

26 thoughts on "এখন থেকে জাভা ফোনেও ডিলিট হয়ে যাওয়া Picture ফিরিয়ে আনুন একদম ক্লিয়ার ছবি ।"

    1. HQ Shakib Author Post Creator says:
      Hmm
    1. HQ Shakib Author Post Creator says:
      hmm
    1. HQ Shakib Author Post Creator says:
      tnx
  1. Atikul Islam Contributor says:
    ভাই, স্কিনশর্ট গুলো জাভা ফোন দিয়ে নিয়েছেন কি? জাভাতে হলে কিভাবে নিলেন?
    1. HQ Shakib Author Post Creator says:
      পোষ্টে দেয়া অ্যাপটি ডাউনলোড করে open করে * বোতাম চাপ দিলে file:///E:/ আসবে আপনি file:///TFCard/ এরকম করে দিয়ে সেভ করে দিবেন । তারপর স্ক্রিনশট নিতে ফোনের কল বোতাম চাপ দিবেন ।। তাহলে স্ক্রিনশট হয়ে যাবে ।। আর নোকিয়া ফোন হলে ডাউনলোড করে ওপেন করে কল বোতাম চাপ দিলেই স্ক্রিনশট হয়ে যাবে ।।
  2. Sk Shipon Author says:
    দারুন।।
    1. HQ Shakib Author Post Creator says:
      ধন্যবাদ
    1. HQ Shakib Author Post Creator says:
      ধন্যবাদ
    1. HQ Shakib Author Post Creator says:
      থ্যাংক ইউ
  3. HQ Shakib Author Post Creator says:
    ধন্যবাদ ভাই
  4. Atikul Islam Contributor says:
    স্কিনশর্ট নিতে গেলে Not enough memory.try to save as BMP. দেখাচ্ছে কেন?
    1. HQ Shakib Author Post Creator says:
      Moby Explorer এই সমস্যা তো হবেই না ।সাধারনত Opera Mini 4.20/4.21/4.22 এই ধরনের ব্রাউজার গুলোতে এই সমস্যা থাকে ।। যখন এই সমস্যা হবে তখন ব্রাউজার কেটে দিয়ে আবার ব্রাউজারে প্রবেশ করবেন তখন এই প্রবলেম হবে না ।।
    1. HQ Shakib Author Post Creator says:
      Hmm..tnx bro
  5. Tapas Contributor says:
    Vai amr akhana _Slt folder asa na
  6. Jahangirbd Contributor says:
    Android er jonno nai
    1. HQ Shakib Author Post Creator says:
      Hmm ace bro
    1. HQ Shakib Author Post Creator says:
      Tnqs

Leave a Reply