welcome in trickbd
আসসালামু আলাইকুম
আজ আবার অনেক দিন পর আপনাদের সামনে হাজির হলাম জাভার একটু একশন গেম এর রিভিও দিতে ।আসলে আমি এটার রিভিও দিতাম না ।আমার রিভিও দেওয়ার কারণ হল যে অনেকে Java Mobile Family গ্রুপ এ এটি সম্পকে বলতেছে এবং ২য় লেভেলের পাসওয়ার্ড চাইতেছে ।যদি পাসওয়ার্ড সব ক্ষেত্রে একই হত তাহলে খুব সহজেই আপনাদের আমি এটি দিয়ে দিতে পারতাম ।কিন্তু এটি সব বারে আলাদা ।তবে কিভাবে আপনি সহজে বের করবেন তা আমি বলব সেটা ভালো মত ফ্লো করলে আপনারা সহজে পাসওয়ার্ড টি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো এখন রিভিও তে আসি ।
Game Name: N.O.V.A. Legacy
এটি আসলে NOVA এর পরবর্তি ভার্সন ।এটি আপনাদের পরিচিত নোভা গেম এর মত তবে এতে অনেক নতুন কিছু আছে ।
গেম টি সম্পকে বিস্তারিত
এছাড়াও আপনার সুট যখন দ্বিতীয় বারে ডিপলপ করবে তখন আপনি “*” চাপে বাতাসকে ব্যবহার করে কাজ করতে পারবেন ।গেমটি খেললেই বুঝতে পারবেন ।প্রতেক লেভের শেষে একটি করে আপনার ইনেমিদের বস এর সাথে আপনাকে লড়তে হবে ।
এবার আসি পাসওয়ার্ড এর ব্যপারে
এ গেমের দ্বিতীয় লেভেল এর এক পর্যায় এ আপনাকে একটি কম্পিউটারে একটি পাসওয়ার্ড দিতে হবে যেটি না দিতে পারলে আপনি মারা যাবেন ।তবে আপনার কাছে কিন্তু কোনো পাসওয়ার্ড নাই আপনাকে বুদ্ধি খাটিয়ে তাদের দেওয়া কিছু শর্ত থেকে পাসওয়ার্ডটি বের করতে হবে ।তবে আপনার সুযোগ থাকবে ৭ বার ।
এ পাসওয়ার্ডটি হবে তিন সংখ্যার ।এ তিনটি ঘরে তিনটি গাণিতিক অক্ষর (0,1,2,3,4,5,6,7,8,9) বসাতে হবে । এখনকার শর্তগুলো হলো :
এবার আসি পাসওয়ার্ড বের করার টেকনিক এ
জানিনা আপনারা কি টেকনিক বের করবেন আপনাদের মেধা খাটিয়ে ।আমি আমার ছোট মেধা দিয়ে যেটা বের করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি ।
প্রথমে আপনি 0,1,2 দেন দেখেন কোন ঘর কি রং হয় হয়েছে ।যে ঘর লাল হবে সে সংখ্যা আর ইউজ করবেন না ।সবুজ হলে সেটি আর চেন্জ করবেন না ।হলুদ হলে অন্য ঘরে বসাই দেখবেন ।তবে এখানে বলে রাখি যে এ লেভেলটিতে পাসওয়ার্ড টি বিপরীত ক্রমে হয়ে থাকে ।আমার প্রথম বার হয়েছিল 654 পরের বার 210 ।প্রথমবারে সব ঘর লাল হল এর পরে 345 এটাও না হলে 678 এরকম করে দেন দেখবেন একবার ঘর গুলো হলুদ হয়ে যাবে ।তখন ঠিক করুন আপনি পাসওয়াড পেয়ে যাবেন ।
আশা করি বুঝতে পেরেছেন ।
এবার ডাওনলোড এর পালা ।
link 2 (ss Version)
তো আজ এ প্রযন্ত ।ধন্যবাদ
5 thoughts on "Java এর জন্য নিয়ে নিন অসাধরণ একটি একশন গেম N.O.V.A. Legacy সাথে পাসওয়ার্ড বের করার ট্রিক"