Hello বন্ধুরা সবাই কেমন
আছেন..? আশা করি সবাই
ভালো আছেন। আমিও
আল্লাহর রহমতে ভালো
আছি। Trickbd তে আসার জন্য
আপনাদের ধন্যবাদ। ভালো
কিছু জানতে সবাই Trickbd
এর সাথেই থাকুন।
.
.
বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে পৃথিবী অনেকটাই এগিয়ে গেছে।
সব কিছুর পাশাপাশি প্রযুক্তিও ধিরে ধিরে উন্নত হচ্ছে।
আর তার জলজ্যান্ত উদাহারণ হচ্ছে কম্পিউটার এবং স্মার্টফোন গুলো। বর্তমান স্মার্টফোনের কল্যানে যোগাযোগ এখন আমাদের হাতের মোঠোয়। আমরা খুব সহজেই যে কোন এপের সাহায্যে যোগাযোগ এবং ফাইল শেয়ারিং, আদান-প্রদান করতে পারি।

কিন্তু সমস্যা হলো আমরা যারা জাভা মোবাইল ব্যাবহার করে থাকি তারা অনেকেই এসব সুবিধা গুলো থেকে অনেকটাই পিছিয়ে রয়েছি।
তাই যারা জানেন না তাদের জন্যেই আজকে নিয়ে এসেছি এই এপসটি।

এপসটির সম্পর্কে কিছু কথাঃ


2go একটি মোবাইল সোশ্যাল নেটওয়ার্ক যেখানে আপনি বন্ধুদের সাথে চ্যাট এবং শেয়ার করতে পারবেন।
চ্যাট রুমে নতুন নতুন মানুষদের সাথে Add হতে পারবেন। এবং রুমগুলিতে গেম খেলতে পারবেন।
এপসটি ডাওনলোড করতে হলে
Download Naw এ ক্লিক করেন।

এপসটির কিছু তথ্যঃ


Name: 2go
Reguletion: 240*320
Type:jar
Size: 398 Kb

এবার কিছু স্ক্রিনশট দেখে নিন।



.
.
.
আজকে এই পর্যন্তই পোষ্ট টি কেমন লাগলো অবশ্যই জানাবেন।

যেকোন প্রয়োজনেঃ


আমার ফেসবুক
আমার Website টি ঘুরে আসার আমন্ত্রন রইলো।
Web site Link
খোদা হাফেজ। আবার দেখা হবে ভিন্ন পোষ্ট এ। ভালো থাকবেন, ততদিন সুস্থ থাকবেন।
শুভ কামনা রইলো সবার জন্য।

4 thoughts on "জাভা মোবাইলের জন্য নিয়ে নিন দুর্দান্ত একটি মেসেন্জার এপস 2go!!"

  1. MD Shakib Hasan Contributor says:
    Thanks For Share
    1. Nishan khan Subscriber Post Creator says:
      ধন্যবাদ ভাই।
  2. Ramen Roy Contributor says:
    আমার Fb Massenger লাগবে
    1. Nishan khan Subscriber Post Creator says:
      Fb Massanger Oita R Ekhn Support Korbena. I Meen Oita Bondho Kore Dewa Hoice Java Mobile Er Jonno T.T

Leave a Reply