আস্সালামো আলাইকুম।আশা করি ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে ভালো আছি।আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ট্রিক নিয়ে হাজির হলাম।আজকে আমি দেখাব যে আপনি কিভাবে সরাসরি install করা এপ এর আইকন পরিবর্তন করবেন jar file modify ছাড়াই।



যেই অ্যাপ টির আইকন পরিবর্তন করবেন তার জন্য প্রথমে আপনাকে সেই অ্যাপটির root id বের করতে হবে।নির্দেশনা গুলো দেখুন।

Now see parts:

work part no 1 :


1. Opera mini 4.21.jar or Opera mini Bangla writeable.jar open করেন।না থাকলে এখান click here to download থেকে download দেন।

2. তারপর Menu > Go to > File manager এ যান।



3. তারপর TFCard এ যান।



4. তারপর Java ফোল্ডার এ
যান।



5. তারপর Installed ফোল্ডার
এ যান।



6. তারপর selector.utf text
হিসেবে Open করেন।(Menu >
Open.. > Text/UTF)







7. তারপর Menu > Find/Replace
এ যান



8. তারপর Find .. textbox এ
আপনি যে app or game টি ডিজেবল করতে চান তার হুবুহু name লিখে “Find ..” button এ
ক্লিক করেন।



আমি উদাহরণ হিসেবে 2go.. এর টা দেখিয়ে দিচ্ছি।আমি আমার ফোনের ইনস্টল করা 2go.. এপ এর আইকন পরিবর্তন করব।তো “2go..” লিখে “Find..” বাটন এ ক্লিক করলাম।

9. find result নিচের
screenshot এর মতো
দেখাবে।শুধু “root=s1_”
বাদে।ওটা আমি এডিট করে মার্ক করে দিয়েছি।এটাই দরকার । root এর “s1_” এটা হল root id.।



বিঃদ্রঃ একেক এপ এর root id একেক রকম হবে।



এখন আপনার প্রথম কাজ শেষ হল ।root id টা নোট করে নিন।

work part no 2 :

1. BlueFTP open করেন।না থাকলে এখান click here to download থেকে ডাউনলোড দেন।
2. BlueFtp open করার পর TFCard এ যান।



3. তারপর Java ফোল্ডার এ যান ।



4. তারপর Installed folder এ যান।



5. তারপর Menu > Search items এ ক্লিক করে text field এ root id লিখে Menu > Accept এ ক্লিক করবেন।





6 . searching complete হলে নিচের screenshot এ মতো কয়েকটি ফাইল show করবে।



আপনি ” .icn “যুক্ত দুই ফাইল মার্ক করবেন।



7. mark করার পর Menu > Detete item(s) এ কিল্ক করে ফাইল গুলো ডিলেট করে দিবেন। তবে ডিলিট করার আগে ফাইল দুটোর name একদম হুবুহু করে নোট করে নিবেন।

উদাহরণ :

    s1_info_0.icn
    s1_info_1.icn



8. এখন আপনার custon icon এর ফাইলটি ওখানে সেট করতে পারবেন।
icon টি 16×16 হলে সবচেয়ে ভালো হয়।আইকন এর ফাইলটিকে copy করে দুইটা file বানিয়ে নিন।তারপর ফাইল দুইটিকে ” rootid_info_0.icn ” ও “rootid_info_1.icn” এইভাবে রিনেম করবেন।যেমন : s52_info_0.icn ও s52_info_1.icn।

9. তার তারপর ফাইল দুটোকে BlueFTP দিয়ে cut অথবা copy করে TFCard > Java > Installed ফোল্ডার এ ভিতর paste করে দিন।ব্যাস আপনার কাজ শেষ।

এখন exit করে দেখুন আপনার কাংক্ষিত app টির icon পরিবর্তন হয়ে গেছে।

ট্রিকটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।ধন্যবাদ পোস্ট টি পড়ার জন্য।


13 thoughts on "সরাসরি install করা apps এর icon পরিবর্তন করুন jar file modify ছাড়াই।"

    1. AR EMON Author Post Creator says:
      thanks
    1. AR EMON Author Post Creator says:
      thanks
  1. Meraj Islam Contributor says:
    Osadharon Hoicha “Bro”. Carry On. Insallah Tmar Pase Thakbo. 🙂
    1. AR EMON Author Post Creator says:
      a lot of thanks
    1. AR EMON Author Post Creator says:
      thanks
  2. Dip Dey - Walker #57341 Contributor says:
    Ata Jani But Try Kori Nai
  3. BDhaCkers Contributor says:
    vaia apnr phone er name and model bolben plz?
    1. AR EMON Author Post Creator says:
      Itel It5231
  4. Rifat Author says:
    Mind blowing bro !!!!
    All the best !
    This is a brilliant idea !
    1. AR EMON Author Post Creator says:
      thanks

Leave a Reply