আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন।

অনেকেই হয়তো টাইটেল দেখেই বুঝে গেছেন যে আমি কি বিষয় নিয়ে পোস্ট করছি। হ্যা আজকে আমি জাভা ইউজারদের জন্যে HTML code tester অ্যাপ নিয়ে এসেছি।

তো চলুন শুরু করা যাক


প্রথমে আমাদের দুইটি অ্যাপস লাগবেঃ
১. Opera Mini 4.21
২. Vvs Html Code Viewer

তো লিস্টে দেওয়া লিংক গুলো থেকে অ্যাপগুলো ডাউনলোড করে ইনস্টল করে নিন।

>>তারপর Opera Mini 4.21 অপেন করুন।
তারপরে Go to>>File Maneger এ যান তারপরে TFCard select করুন।

তারপরে Menu>Operation>New File এ ক্লিক করুন। তারপরে যেকোনো একটা নাম দিয়ে তার শেষে .html দিবেন। নাহলে কিন্তু হবে না।

তারপরে ওই ফাইলটাতে গিয়ে ওখান থেকে Menu>Open>Text/UTF এ ক্লিক করুন


তারপরে Menu>Edit>Text:Page এ ক্লিক করে সেখানে HTML কোডগুলো লিখুন।

লেখা শেষে ওকে তে ক্লিক করুন


লেখা শেষে Menu> Save এ ক্লিক করুন

এবার Opera Mini 4.21 থেকে বেরিয়ে আসুন।

এবার Vvs Html Code Viewer অপেন করুন।

তারপরে Menu অর্থাৎ ব্যাকবাটন এর উপরের বাটন ক্লিক করুন।

তারপরে Open এ ক্লিক করুন। মনে রাখবেন পারমিশন শুধুমাত্র একবার দিবেন।

তারপর TFCard সিলেক্ট করুন। অবশ্যই কলার বাটনের উপরের বাটন দিয়ে সিলেক্ট করবেন এবং ঐ বাটন দিয়েই একবার পারমিশন দিবেন।

তারপরে যেই নামে সেভ করেছিলেন সেটাতে Caller বাটন এর উপরের বাটন দিয়ে ক্লিক করুন এবং একবার পারমিশন দিন।

তারপরে আউটপুট দেখুন। এটা Just আপনাদের Demo দেখাচ্ছি। আপনারা আরো অনেক কোড লিখতে পারেন সেটা আপনাদের ব্যাপার।

তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
নিয়মিত ট্রিকবিডি ভিজিট করুন।
আল্লাহ হাফেজ।

6 thoughts on "জাভা ইউজাররা নিয়ে নিন HTML Code Tester অ্যাপ।"

  1. Abdullah Author says:
    tnx emon e akta app khujcelam
    1. Muhammad Rahad✅ Author Post Creator says:
      Thanks. Sagor Vai.

Leave a Reply