আসসালামু আলাইকুম সবাই
কেমন আছেন…..? আশা করি
সবাই ভালো আছেন । আমি
আল্লাহর রহমতে ভালোই
আছি ।আসলে কেউ ভালো
না থাকলে TrickBD তে
ভিজিট করেনা ।তাই
আপনাকে TrickBD তে আসার
জন্য ধন্যবাদ ।ভালো কিছু
সাথেই থাকুন।
অনেকেই হয়তো টাইটেল দেখেই বুঝে গেছেন যে আমি কি নিয়ে পোষ্ট করছি। হ্যা আমি জাভা ইউজারদের জন্যে HTML Code লিখার জন্যে একটা অ্যাপ নিয়ে এসেছি।
তো চলুন অ্যাপটি সম্পর্কে জেনে নেই
অ্যাপটি পুরাই এন্ড্রয়েড অ্যাপগুলোর মত। আমি এন্ড্রয়েডেও এই ধরণের অ্যাপ ইউজ করেছিলাম। তবে এর চেয়েও সুবিধা দেয় এমন এন্ড্রয়েড অ্যাপ অনেক আছে। আরেকটি কথা হলো যে বর্তমানে এই প্রযুক্তির যুগে যেখানে এন্ড্রয়েড ইউজারের সংখ্যা অনেক বেশী কিন্তু তাও জাভা ইউজারের সংখ্যাও কম নয়। জাভা দিয়ে এন্ড্রয়েড এর ১০০% কাজ থেকে ১৫% কাজ করা যায়। এরই মধ্যে জাভাতে অনেক অ্যাপ এন্ড গেম আছে যেগুলো হুবহু এন্ড্রয়েড অ্যাপ গুলোর মতই। কিন্তু আমাদের অনেকের মাথায় ঘুরপাক যে অ্যান্ড্রয়েড এর HTML Code লেখার অ্যাপগুলো যদি জাভাতে থাকতো তাহলে বেশ ভালোই হতো। হুম তাই আপনাদের আশা পূরণের জন্য অ্যাপটি নিয়ে এসেছি। আমিও জানতাম না যে এই ধরণের অ্যাপ আছে কিনা পরে কয়েকদিন ওয়াপকিজ সাইট গুলোতে ঘুরতে ঘুরতে এই অ্যাপটা পেয়ে যাই। তাই পরে চিন্তা করলাম যে, এটা ট্রিকবিডিতে সবার সাথে শেয়ার করি তাহলে সবাই জানতে পারবে। তাই লিখতে বসলাম এপটি নিয়ে।
বিশ্বাস না হলে S.S দেখে নিন।
বিঃদ্রঃ এই অ্যাপটা আইটেল ফোনে সাপোর্ট করে কিন্তু কিছুক্ষণ পর অটোমেটিক বের করে দেয়। তাই বলব যে এটা সিম্ফনি এবং নোকিয়া ইউজারদের জন্যে বেস্ট হয়।
App Details:
App Name: Mobile HTML Editor
Size: 88kb
এইটা পোস্টে তো শুধু অ্যাপ রিভিউ দিলাম। আপনারা যদি এর ব্যবহার এবং কোড রান করা শিখতে চান তাহলে পরবর্তীতে একটা পোস্ট করা হবে।
ভালো থাকবেন সুস্থ থাকবেন। ট্রিকবিডির সাথেই থাকবেন। আসসালামুয়ালাইকুম।
14 thoughts on "জাভা ইউজাররা নিয়ে নিন HTML Code লেখার জাভা অ্যাপ।"