অনেকেই হয়তো টাইটেল দেখেই বুঝে গেছেন যে আমি কি নিয়ে পোস্ট করছি। হ্যা আমি জাভা ইউজারদের জন্যে একটা দারুণ হান্টিং গেইম নিয়ে এসেছি।

তো চলুন দেখে নেই গেইমটির ডিটেইলস


প্রথমেই জেনে নেই Game টির উদ্দেশ্য:
এই গেইমটিতে আপনাকে গুলি মেরে হরিণ গুলোকে মেরে ফেলতে হবে। তাহলে আপনি পয়েন পাবেন। আর গেইমটি খেলতে মজাই আলাদা।

Game Details:
Game Name: Big Range Hunting
Type: Jar
Screen: 240×320
Vendor: Game Loft

Click here to Download

এখন আমরা জানবো গেইমটি কিভাবে খেলতে হয়


প্রথমে Game টি Open করুন। তারপরে Sound চাইবে আপনি যেকোনো একটা করে দিন।

তারপরে এইরকম একটা পেইজ আসবে। এখন আপনাকে 5 press করতে হবে।

তারপরে New Game এ ক্লিক করুন।

তারপরে আপনার কাছে গেইম এর স্থান চাইবে অর্থাৎ গেইমটি আপনি বনে খেলবেন নাকি মরুভুমিতে। তবে প্রথমে আপনাকে বনে খেলতে হবে কারণ স্কোর না হলে আপনাকে মরুভুমি লেভেল টা দিবে কিভাবে।

তারপরে দেখুন গেইম এর আসল পেইজ টা। এখানে আমি মরুভুমি পেয়েছি কারণ আমার স্কোর হয়েছে তাই। এখানে Plus চিহ্ন টা দিয়ে আপনি ডাইরেক্ট হরিণকে একশন নিতে পারবেন। 2 press করে উপরে, 8 press করে নিচে, 4 press করে বামে এবং 6 press করে ডানে। এভাবে কন্ট্রোল করতে পারবেন।

আশা করি গেইমটা আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। তো আরো এইরকম গেইম পেতে ট্রিকবিডির সাথেই থাকুন।



ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শরীরের যত্ন নিবেন। আর নিয়মিত নতুন ট্রিক পেতে TrickBD ভিজিট করুন।
আবার দেখা হবে অন্য পোস্টে । আল্লাহ হাফেজ।

7 thoughts on "জাভা ইউজাররা নিয়ে নিন দারুন একটি হান্টিং গেইম।"

  1. Badsha Contributor says:
    Download link koi re
    1. Muhammad Rahad✅ Author Post Creator says:
      এবার দেখেন লিংক কাজ করতেছে
  2. Abdullah Author says:
    এতো তারা করে পোস্ট করেন ক্যান ঠিক করেন লিংক
    1. Muhammad Rahad✅ Author Post Creator says:
      এবার দেখেন লিংক কাজ করতেছে
    1. Muhammad Rahad✅ Author Post Creator says:
      Thanks.

Leave a Reply