অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য প্লে-স্টোরে হাজার হাজার রমজান সময়সূচী অ্যাপ রয়েছে। তবে জাবা মোবাইল ব্যবহারকারীদের জন্য নেই কোনো .jar ফরমেটের রমজানের সময়সূচী জাভা অ্যাপস।

তাই আমি অন্য একটি অ্যাপসকে মোড করে জাভা মোবাইল ব্যবহারকারীদের জন্য .jar ফরম্যাটের একটি রমজানের সময়সূচি অ্যাপ তৈরি করেছি। 

এই জাভা অ্যাপসটিতে বাংলাদেশের আটটি বিভাগের সেহেরীর  ও ইফতারের সময়সূচি যুক্ত করা হয়েছে। 

এই অ্যাপসটিতে ব্যবহৃত সময়সূচীগুলো ahlehadeethbd.org ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়েছে।

এই জাভা অ্যাপসটিতে ব্যবহৃত হয়েছে বাংলাদেশের আটটি বিভাগের সময়সূচী। তাই আপনার বিভাগের সময় সূচির সাথে কত মিনিট যোগ ও বিয়োগ করলে আপনার জেলার সময় বের করা যায় সেটা ইন্টারনেট বা অন্য কোন উপায় জেনে নিয়ে আপনার জেলার সময় বের করে নিন। ( এক্ষেত্রে কোনো ভুল হলে অ্যাপস কর্তৃপক্ষ দায়ী নয়)

আমি সর্বোচ্চ চেষ্টা করেছি অ্যাপসটিতে নির্ভুল ইফতার ও সেহরীর সময়সূচী যুক্ত করার। তার পরেও আপনি আপনার এলাকার নির্ভরযোগ্য ও সঠিক ইফতার ও সেহরীর সময়ের সাথে অ্যাপসের সময়ের মিল করে নিবেন।

পরপর দুই তারিখের সময় এক রকম । তাই 15 টি তারিখের সময় দেওয়া হয়েছে। যেমন 15 তারিখের সময়ের সাথে 16 তারিখের সময় সমান। তাই 16 তারিখের সময় দেওয়া হয়নি।

অ্যাপসটি সম্পর্কে বিস্তারিতঃ

  • এই অ্যাপসটির নাম হচ্ছে “Ramadan time table”.
  • অ্যাপসটির সাইজ মাত্র 385 কেবি‌
  • এই অ্যাপসটি সকল জাভা ফোনে সাপোর্ট যোগ্য (সিম্ফোনি, আইটেল, নোকিয়া ইত্যাদি)
  • অ্যাপসটিতে শুধু রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি রয়েছে।
  • অ্যাপসটিতে বাংলাদেশের আটটি (০৮) বিভাগের রমজানের সময়সূচী রয়েছে।
  • এই অ্যাপসটি ব্যাবহার করা খুবই সহজ।

কিভাবে জাবা রমজান সময়সূচী অ্যাপসটি ব্যবহার করা যায়?

এই জাভা রমজানের সময়সূচী অ্যাপসটি ব্যবহার করা খুবই সহজ। অ্যাপটি ডাউনলোড করার পর ওপেন করলে নিচের স্ক্রীনশটের মত একটি পেজ ওপেন হবে। এই পেজ থেকে নিচের স্ক্রীনশটে দেখানো আইকনটিতে ক্লিক করুন।

উপরের স্ক্রিনশটিতে দেখানো আইকনটিতে ক্লিক করার পর। নিচের স্ক্রীনশটের মত একটি পেজ ওপেন হবে। এই পেজে মোট আইকন রয়েছে নয়টি। এই পেজ থেকে প্রথম আইকনটিতে ক্লিক করুন।

প্রথম আইকনটিতে ক্লিক করলে সুন্দর একটি অ্যানিমেশনের মাধ্যমে এপ্সটি সম্পর্কে বিস্তারিত তথ্যের একটি পেজ ওপেন হবে।

বাকি যেই আটটি আইকন থাকবে ওই আইকন গুলাতে বাংলাদেশের আটটি বিভাগের সময়সূচী গুলোর আলাদা আলাদা রয়েছে ‌।  ২. ঢাকা, ৩. খুলনা, ৪. চট্টগ্রাম, ৫. ময়মনসিংহ, ৬. বরিশাল, ৭. রংপুর ৮. রাজশাহী, ৯. সিলেট ইত্যাদি নম্বরের আইকন গুলোতে রয়েছে উপরোক্ত বিভাগগুলো।

আপনার বিভাগ অনুসারে যেকোনো একটি আইকনটিতে ক্লিক করলে নতুন একটি পেজ ওপেন হবে। ওই পেজটি থেকে সেহরী এবং ইফতারের সময়সূচি খুব সহজেই দেখতে পারবেন।

কিভাবে অ্যাপসটি ডাউনলোড করতে পারব?

নিচের দেওয়া ডাউনলোড লিঙ্ক থেকে খুব সহজেই অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন।

শেষ কথা

আশা করছি আপনাদের কাছে এই অ্যাপসটি ভালো লাগবে।  অ্যাপসটি ডাউনলোড করতে বা ব্যবহার করতে কোন সমস্যার সম্মুখীন হলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।

আন্তরিকভাবে ধন্যবাদ Shahazalal ভাইকে অ্যাপসটিতে ব্যবহৃত সময় গুলো দিয়ে সহযোগিতা করার জন্য। আরোও ধন্যবাদ তাদেরকে যারা আমাকে অনুপ্রাণিত করেছিলেন অ্যাপসটি তৈরি করতে।

বিঃদ্রঃ এই অ্যাপসটি যদি আপনার কাছে ভাল লেগে থাকে। তবে  Java mobile family গ্রুপে অ্যাপসটি সম্পর্কিত একটি রিভিউ দিয়েন।

আরও পড়ুনঃ স্যামসাং মোবাইলের দাম 2021 বাংলাদেশ।

আরও পড়ুনঃSymphony কম দামে ভালো মোবাইল


?এই আর্টিকেলটির মূল লেখক Aolly ahmed (তার ট্রিকবিডি একাউন্ট না থাকায় আমার একাউন্ট দ্বারা পোষ্টটি করেছেন।)

7 thoughts on "জাবা মোবাইলের জন্য Ramadan time table অ্যাপস ২০২১"

  1. ak Contributor says:
    Thanks vaia❤️
    1. MD Shakib Hasan Author Post Creator says:
      সুন্দর ভাবে ব্যবহার করতে পারছেন? কোন সমস্যা হচ্ছে?
  2. MD FAYSAL Contributor says:
    এটা Android Version এ আছে আমি ডাওনলোড দিছি
  3. Sajid Khan Contributor says:
    App ta kivabe baniece

Leave a Reply