আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় ।

অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদের সাথে ইংরেজি থেকে বাংলা একটি ডিকশোনারির জাভা অ্যাপ শেয়ার করতে যাচ্ছি । আশা করি সকলে আমার আজকের পোস্ট পড়বেন । ভালো লাগলে কমেন্ট করবেন ।

আমি আগেই বলেছি যে আজকে আমি ইংরেজি থেকে বাংলা একটি ডিকশোনারির জাভা অ্যাপ শেয়ার করতে যাচ্ছি । অ্যাপটির সুবিধাসমূহ নিচে দেওয়া হলো :-

১। ইংরেজি থেকে বাংলা অথ জানার সুবিধা

২। ইংরেজি শব্দ সাচের মাধ্যমে বাংলা অথ জানার সুবিধা

৩। অ্যাপটির কালার পরিবতনের সুবিধা

৪। জীবনের জন্য প্রয়োজনীয় ও গুরুত্বপূণ মাসয়ালা কুরআনের আলোকে । যেমন :- সুদ,ব্যাভিচার,সম্পত্তি বন্টনের নিয়ম ইত্যাদি ।

ব্যাবহারের নিয়ম :-

১। অন্যান্য জাভা অ্যাপের মতো এই অ্যাপটিও ইন্সটল করবেন । তারপর অটোমেটিক ডিকশোনারিতে চলে যাবে ।

২। ডিকশোনারিতে প্রবেশ করে বিভিন্ন শব্দ সাচ করতে পারেন এবং শব্দটির অথ প্রথমেই পেয়ে যাবেন । যেমন :- ‘help’ লিখলেন তাহলে প্রথমে শব্দটি দেখতে পারবেন ও তার অথ ।

৩। রঙ পরিবতন করার জন্য ফোনের মেনু বাটনে ক্লিক করবেন এবং themes অপশনে ক্লিক করে পরে যে পেজ আসবে সেটাত কালার সেলেক্ট করুন ।



৪। বিভিন্ন বিষয়ে মাসয়ালা দেখতে ডিকশোনারিতে প্রবেশ করে ফোনের মেনু বাটনে ক্লিক করে জীবনবিধান অপশনে ক্লিক করুন । তারপর যে বিষয়ে মাসয়ালা পেতে চান সেটার উপর ক্লিক করুন । আর মাসয়ালা পড়ুন ।


Download the app now

ফেসবুকে আমি

7 thoughts on "ডাউনলোড করে নিন ইংরেজি থেকে বাংলা ডিকশোনারি জাভা অ্যাপ [থাকছে আরও ফিচার]"

    1. tricklover Contributor Post Creator says:
      welcome
  1. MD Shakib Hasan Author says:
    এটা নিয়ে পোস্ট আছে
  2. Nayeem Ahmed Contributor says:
    Valoi kaje laglo. Student der dorkari koyekta java app neye taratari ekta post korle valo hoy.
  3. Jakir Hossain Contributor says:
    ২০১২ সালের কথা মনে পড়ে গেল?। জাভা ফোন আছে এখনও?
    1. tricklover Contributor Post Creator says:
      hmm

Leave a Reply